১৫ মে সকাল ১১টা বেজে ৪০ মিনিটে সূর্য মেষ রাশি ছেড়ে শুক্রের রাশি বৃষে প্রবেশ করেছেন। আগামী ১৫ জুন পর্যন্ত সূর্য বৃষ রাশিতে অবস্থান করবেন, তারপরে বুধের রাশি মিথুনে গমন করবেন। সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন, তখন তাকে সংক্রান্তি বলা হয়। এই বৃষ সংক্রান্তি দেশের অর্থনীতি এবং রাশিচক্রের ১২টি রাশির উপরেই প্রভাব ফেলবে।
জেনে নেওয়া যাক সূর্যের অবস্থান পরিবর্তনের প্রভাব কেমন হবে।