Home » Photo » astrology » Surya Gochar 2022: শুক্রবার রাত ১০.৫৬ থেকে বিরাট খেলা শুরু হয়েছে সূর্যের, কর্কট সংক্রান্তিতে মালমাল কয়েকটি রাশি, তুমুল চাপে অন্য জাতক-জাতিকারা
Surya Gochar 2022: শুক্রবার রাত ১০.৫৬ থেকে বিরাট খেলা শুরু হয়েছে সূর্যের, কর্কট সংক্রান্তিতে মালমাল কয়েকটি রাশি, তুমুল চাপে অন্য জাতক-জাতিকারা
Surya Gochar 2022: সূর্যের রাশির পরিবর্তনে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে তুমুল পরিবর্তন হতে চলেছে
সূর্যদেব গতকাল রাত ১০.৫৬ মিনিটে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছে ৷ সূর্যের কর্কট রাশিতে প্রবেশই কর্কট সংক্রান্তি ৷ সূর্য চন্দ্রের রাশি কর্কটে ১৭ অগাস্ট পর্যন্ত থাকবেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 14
এর প্রভাব ১২টি রাশির জাতক-জাতিকাদের সরাসরি ভাবে পড়বে ৷ সূর্যের এই গোচর সমস্ত রাশির উপরে পড়বে ৷ প্রতীকী ছবি ৷
3/ 14
মেষ (Aries) রাশি বেশ কয়েকটি ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটবে ৷ সংসারে কলহ বা বিবাদ হবে ৷ খারাপ খবর হবে ৷ সম্পত্তির মামলার সমাধান হবে ৷ গাড়ি কেনার যোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 14
বৃষ (Taurus): সাহস বা পরাক্রম বাড়বে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, বাড়বে বাড়ির আনন্দ ও খুশি সঙ্গে পদ সম্মানও, বিদেশ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে ৷ ধনলাভ হবে অতি সহজেই ৷ প্রতীকী ছবি ৷
5/ 14
মিথুন (Gemini): ধনলাভ হবে ৷ চোখ সংক্রান্ত সমস্যা বাড়তে থাকবে ৷ সরকারি সুবিধা পাবেন ৷ বাড়বে সম্মান, সামাজিক স্তরে সক্রিয় থাকবেন ৷ প্রতীকী ছবি ৷
6/ 14
সিংহ (Leo): টাকা পয়সার সমস্যা থাকবে, থাকবে দৌড়ঝাঁপও ৷ শরীরে খারার প্রভাব পড়বে ৷ প্রচুর পরিশ্রম করতে হবে ৷ প্রেমের জীবনে উদাসীন হতে থাকবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 14
কন্যা (Virgo): সাফল্য পাবেন, বাড়বে আয় ৷ এই বিষয়ে নির্ণয় প্রতিষ্ঠিত হবে ৷ সন্তান সন্তুতির জন্য ভাল খবর পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
8/ 14
তুলা (Libra): দুর্দান্ত সাফল্য আসতে পারে ৷ নতুন চাকরি পেতে পারেন, সঙ্গে সঙ্গে পেতে পারেন বড় পদও ৷ শত্রু পরাজিত হবে, মায়ের শরীরের দিকে নজর দেওয়ার সময় এসেছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 14
বৃশ্চিক (Scorpio): অতি সহজেই সাফল্য আসবে ৷ ভাগ্যের সহায়তা পাবেন অতি সহজেই ৷ নতুন করে চ্যুক্তি হতে পারে ৷ ধার্মিক কাজে সক্রিয় হতে পারেন ৷ বাড়বে পরাক্রম, বিভিন্ন যোজনা গোপন রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 14
ধনু (Sagittarius): অপ্রত্যাশিত ফল পাবেন ৷ বিগড়ে যাওয়া কাজ সহজেই সম্পন্ন হবে ৷ কর্মক্ষেত্রে হতে পারে গভীর ষড়যন্ত্র ৷ বিভিন্ন বিবাদ ধীর স্থির হয়ে মেটান ৷ প্রতীকী ছবি ৷
11/ 14
মকর (Capricorn): বিবাহিত জীবনে সমস্যা হতে পারে ৷ বিবাদে না থাকাটাই উচিৎ ৷ সরকারের সাহায্য পাবেন ৷ আত্মীয় স্বজনের সঙ্গে বুঝে শুনে ব্যবহার করুন ৷ প্রতীকী ছবি ৷
12/ 14
কুম্ভ (Aquarius): সময় অত্যন্ত দুর্দান্ত ৷ কিন্ত বেশ কিছু সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে ৷ কাজে সাফল্য আসবে ৷ লাভ হবে, ভাল সূচনা পেতে পারেন ৷ প্রেমের জীবন ঠিকঠাক থাকবেনা ৷ প্রতীকী ছবি ৷
13/ 14
মীন (Pisces): অপ্রত্যাশিত ফল পেতে পারেন ৷ পদ সম্মান অতি সহজেই পেতে পারেন ৷ ধনলাভ হতে পারে ৷ বাড়বে আয়, বাড়ির লোকেদের সহায়তা পাবেন ৷ সময় দারুণ ও দুর্দান্ত হবে ৷ প্রতীকী ছবি ৷
14/ 14
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷