Solar & Lunar Eclipse Dates 2026: আসছে এ বছরের প্রথম সূর্যগ্রহণ! দেখা যাবে ভারত থেকে? চন্দ্রগ্রহণ কবে? জানুন বছরভর সব গ্রহণের তারিখ ও দিনক্ষণ
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Solar & Lunar Eclipse Dates 2026:সব সময় সূর্যগ্রহণ হয় অমাবস্যায় এবং চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায়৷ জেনে নিন এ বছর প্রথম সূর্যগ্রহণ কবে৷ কোন কোন দেশ থেকে দেখা যাবে, ভারতে আদৌ দৃশ্য কি না, সূতককাল-সহ নানা বিষয় জেনে নিন৷
সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ মহাজাগতিক ঘটনা৷ সৃষ্টির আবর্তন ও বিবর্তনের নিয়ম মেনে প্রতি বছরই গ্রহণ হয় মহাকাশে৷ পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস-নানা ধরনের গ্রহণ দেখা যায়৷ প্রতি গ্রহণ কোনও কোনও দেশে দেখা যায়৷ আবার কোনও কোনও দেশে দেখা যায় না৷ সব সময় সূর্যগ্রহণ হয় অমাবস্যায় এবং চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায়৷ জেনে নিন এ বছর প্রথম সূর্যগ্রহণ কবে৷ কোন কোন দেশ থেকে দেখা যাবে, ভারতে আদৌ দৃশ্য কি না, সূতককাল-সহ নানা বিষয় জেনে নিন৷
advertisement
এ বছরের প্রথম গ্রহণ ১৭ ফেব্রুয়ারিতে ঘটবে এবং এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ, যা আগুনের বলয় নামেও পরিচিত। সূর্যের প্রায় ৯৬% অংশ প্রায় ২ মিনিট ২০ সেকেন্ডের জন্য ঢেকে থাকবে। এই গ্রহণ দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আর্জেন্টিনা এবং অ্যান্টার্কটিকায় দৃশ্যমান হবে, কিন্তু ভারতে দেখা যাবে না, তাই সূতক প্রযোজ্য হবে না।
advertisement
advertisement
advertisement
advertisement








