রুপো পরলেই মিলবে সৌভাগ্য! কোন কোন রাশির জন্য রুপোর গয়না সবচেয়ে শুভ? মিলবে গ্রহদোষের মুক্তি!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এছাড়া রুপো সোনার মতো দামী ধাতু না হওয়ায় রুপোয় গয়না কিনতে পকেটে খুব একটা বেশি চাপও পড়ে না। রুপোর দুল, হার, অ্যাংলেট যেমন ট্রেন্ডি, তেমন দেখতেও সুন্দর লাগে। এছাড়া জ্যোতিষ অনুসারেও রুপো অত্যন্ত উপকারী একটি ধাতু।
মহিলারা রুপোর গয়না পরতে বেশ ভালোবাসেন। আমাদের দেশে সোনার পরেই গয়নার জন্য যে ধাতুর চাহিদা সবথেকে বেশি তা হল রুপো। এছাড়া রুপো সোনার মতো দামী ধাতু না হওয়ায় রুপোয় গয়না কিনতে পকেটে খুব একটা বেশি চাপও পড়ে না। রুপোর দুল, হার, অ্যাংলেট যেমন ট্রেন্ডি, তেমন দেখতেও সুন্দর লাগে। এছাড়া জ্যোতিষ অনুসারেও রুপো অত্যন্ত উপকারী একটি ধাতু।
advertisement
advertisement
রুপোর গয়নার প্রভাবএই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার, জানাচ্ছেন যে রুপো যার জন্য শুভ, তিনি রুপোর গয়না পরলে নানা লাভজনক ফল পাবেন। রুপোর প্রভাবে জাতক প্রচুর অর্থলাভ করতে পারেন। শুধুমাত্র রুপোর গয়না পরেই অনেক জাতক তাঁদের জীবনে উল্লেখযোগ্য শুভ পরিবর্তন দেখতে পাবেন। তবে রুপো সবার জন্য শুভ প্রভাব নিয়ে আসে না। জেনে নিন রুপো কোন কোন রাশির জাতকদের জন্য শুভ।
advertisement
advertisement
কর্কট রাশিজ্যোতিষ অনুসারে রুপো পরলে তার শুভ ফল লাভ করেন কর্কট রাশির জাতকরা। রুপো এঁদের মন ভালো রাখে, আবেগপ্রবণ কর্কট রাশির জাতকদের আবেগে ভেসে যেতে দেয় না রুপো। রুপোর গয়না পরে থাকলে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এঁরা। পাশাপাশি এর ফলে তাঁদের জীবনে উন্নতির পথ খুলে যায়। এ ছাড়া রুপো পরলে স্বাস্থ্যও ভালো থাকে কর্কট রাশির জাতকদের।
advertisement
তুলা রাশিতুলা রাশির গ্রহ অধিপতি হল শুক্র। তুলা রাশির জাতকরা সব কাজ ভেবেচিন্তে করেন। এঁরা সবদিকে ব্যালান্স বজায় রাখতে পারেন। কিন্তু অনেক সময় নিজেদের চিন্তাতেই হারিয়ে যান এঁরা। রুপো পরলে তুলার জাতকদের এই সমস্যার সমাধান হবে। অনেক পজ়িটিভ পরিবর্তন তাঁদের জীবনে ঘটবে। রুপো পরলে তুলার জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আর্থিক ও পারিবারিক অবস্থায় উন্নতি ঘটবে।
advertisement


