আজ শ্রাবণ অমাবস্যার রাতে এই রঙের ৪ টে ফুল প্রদীপের সঙ্গে ভাসিয়ে দিন জলে! টাকার ঢেউয়ে চিরতরে ভেসে যাবে অভাব!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shraban or Sawan Amavasya Astro Tips: এই তিথিতে পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধা জানানো তাৎপর্যপূর্ণ৷ এই দিনে পুণ্যনদীতে স্নান-দান-ধ্যান খুব মাহাত্ম্যপূর্ণ৷ আর কী কী জ্যোতিষ টোটকা পালন করবেন এই দিনে? জানুন৷
বছরের বাকি পূর্ণিমা ও অমাবস্যার মতো শ্রাবণমাসের অমাবস্যা তিথিও খুব গুরুত্বপূর্ণ৷ বৃহস্পতিবার, ২৪ জুলাই এ বছর পালিত হচ্ছে এই পুণ্যতিথি৷ এই তিথিতে পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধা জানানো তাৎপর্যপূর্ণ৷ এই দিনে পুণ্যনদীতে স্নান-দান-ধ্যান খুব মাহাত্ম্যপূর্ণ৷ আর কী কী জ্যোতিষ টোটকা পালন করবেন এই দিনে? জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অমাবস্যা তিথিতে বাড়ির ঠাকুরঘরে জ্বালিয়ে রাখুন ঘি বা সরষের তেলের প্রদীপ৷ এটি অত্যন্ত শুভ৷ অমানিশায় অস্বত্থগাছের নীচেও প্রজ্বলন করুন প্রদীপ৷ গাছের গোড়ায় জল মিষ্টি দানের পর প্রদক্ষিণ করুন গাছটিকে৷ অশ্বত্থ গাছের পাতা গঙ্গাজলে ভিজিয়ে সেই জল ছিটিয়ে দিন বাড়ির সব ঘরে৷ এতে জীবনে আসবে সদর্থক বার্তা৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-AI Generated)