Shani Uday 2025: শনি উদয়ে ভাগ্য বদলাবে তিন রাশির! দুঃখ কেটে আসবে স্বপ্নের সময়, সূর্যপুত্রের আশীর্বাদে ধনবর্ষা কাদের?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে কর্মফল দাতা, ন্যায়াধিকার ও আয়ু প্রদাতা হিসাবে মানা হয়ে থাকে। তাই শনিদেবের চালে যখনই পরিবর্তন হয় তার সরাসরি প্রভাব পড়তে দেখা যায় মানব জীবনের ওপর।
advertisement
advertisement
বৃষ রাশিআপনাদের জন্য শনিদেবের উদয় হওয়া লাভজনক প্রমাণিত হবে। কারণ শনিদেব আপনার রাশির আয় ও কর্মঘরের স্বামী। এইজন্য এই সময় আপনার ভাগ্যোদয় হতে পারে। এর সঙ্গে আপনার কাজ-ব্যবসায় ভাল সফলতা দেখতে পাবেন। আপনি আপনার কাজে যেটা চাইছেন সেটা পাবেন। আয় বাড়বে। এর সঙ্গে চাকুরিজীবিদের চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ পাবেন। বাবার সঙ্গে সম্পর্ক ভাল হবে। বিনিয়োগ থেকে লাভবান হবেন। শেয়ার বাজারে লাভ হতে পারে।
advertisement
advertisement
মকর রাশিশনিদেবের উদয় হওয়া আপনাদের জন্য সুখদায়ক ও লাভদায়ক প্রমাণিত হবে। কারণ শনিদেব আপনার রাশির তৃতীয় ঘরে উদয় হবে। এইজন্য এই সময় আপনি স কাজে সফল হবেন। সাহস ও বীরত্ব এই সময় বাড়বে। যাদের কাজ বিদেশের সঙ্গে যুক্ত, এই সময় ভাল লাভ হতে পারে। আটকে থাকা কাজ আবার শুরু হবে। আকস্মিক ধনলাভ হতে পারে। এর সঙ্গে আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে।
advertisement