Shraban Sombar Rituals: রাত পোহালেই বাংলা পঞ্জিকা মতে শ্রাবণের প্রথম সোমবার! মহাদেবকে এই সাদা জিনিস এক মুঠো দিলেই পালাবে সংসারের অভাব! আসবে টাকার জোয়ার
- Reported by:Koushik Adhikary
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Sawan Monday Rituals:শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস৷ তার উপর শ্রাবণ মাসের সোমবার শিবভক্তদের জন্য একটি বিশেষ দিন৷ এইদিন উপোস করে বাবার মাথায় জল ঢালেন শিবভক্তরা৷
advertisement
advertisement
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, শ্রাবণ মাসের এই চার সোমবারে শিবলিঙ্গে এই জিনিস অর্পণ করলে খুব ভাল উপকার পাওয়া যায়৷ বেলপাতা, ধুতরো, ভাঙ, দুধ, দই, মধু, চিনি, গঙ্গাজল, ফুল,ফল, মিষ্টি, প্রদীপ, ধূপ, চাল ইত্যাদি দিয়ে পুজো করা হয়। এছাড়াও শিবলিঙ্গকে প্রথমে গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন। এরপর পঞ্চমৃত দিন। গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর বেলপাতা, ধুতরো ফুল দিয়ে সাজান। এতে মহাদেবের আর্শীবাদ পাওয়া যায় ও সংসারে শান্তি ফিরে আসে৷
advertisement
advertisement
advertisement
advertisement










