Shraban Sombar Rituals: রাত পোহালেই বাংলা পঞ্জিকা মতে শ্রাবণের প্রথম সোমবার! মহাদেবকে এই সাদা জিনিস এক মুঠো দিলেই পালাবে সংসারের অভাব! আসবে টাকার জোয়ার

Last Updated:
Sawan Monday Rituals:শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস৷ তার উপর শ্রাবণ মাসের সোমবার শিবভক্তদের জন্য একটি বিশেষ দিন৷ এইদিন উপোস করে বাবার মাথায় জল ঢালেন শিবভক্তরা৷
1/7
আগামী সোমবার প্রথম সোমবার যা অর্থাৎ ২১ জুলাই। শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন করা শুরু৷ কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাওয়া, সোমবার করে উপবাস রাখা এই রীতি চলে আসছে।
আগামী সোমবার প্রথম সোমবার যা অর্থাৎ ২১ জুলাই। শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন করা শুরু৷ কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাওয়া, সোমবার করে উপবাস রাখা এই রীতি চলে আসছে।
advertisement
2/7
শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস৷ তার উপর শ্রাবণ মাসের সোমবার শিবভক্তদের জন্য একটি বিশেষ দিন৷ এইদিন উপোস করে বাবার মাথায় জল ঢালেন শিবভক্তরা৷
শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস৷ তার উপর শ্রাবণ মাসের সোমবার শিবভক্তদের জন্য একটি বিশেষ দিন৷ এইদিন উপোস করে বাবার মাথায় জল ঢালেন শিবভক্তরা৷
advertisement
3/7
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, শ্রাবণ মাসের এই চার সোমবারে শিবলিঙ্গে এই জিনিস অর্পণ করলে খুব ভাল উপকার পাওয়া যায়৷ বেলপাতা, ধুতরো, ভাঙ, দুধ, দই, মধু, চিনি, গঙ্গাজল, ফুল,ফল, মিষ্টি, প্রদীপ, ধূপ, চাল ইত্যাদি দিয়ে পুজো করা হয়। এছাড়াও শিবলিঙ্গকে প্রথমে গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন। এরপর পঞ্চমৃত দিন। গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর বেলপাতা, ধুতরো ফুল দিয়ে সাজান। এতে মহাদেবের আর্শীবাদ পাওয়া যায় ও সংসারে শান্তি ফিরে আসে৷
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, শ্রাবণ মাসের এই চার সোমবারে শিবলিঙ্গে এই জিনিস অর্পণ করলে খুব ভাল উপকার পাওয়া যায়৷ বেলপাতা, ধুতরো, ভাঙ, দুধ, দই, মধু, চিনি, গঙ্গাজল, ফুল,ফল, মিষ্টি, প্রদীপ, ধূপ, চাল ইত্যাদি দিয়ে পুজো করা হয়। এছাড়াও শিবলিঙ্গকে প্রথমে গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন। এরপর পঞ্চমৃত দিন। গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর বেলপাতা, ধুতরো ফুল দিয়ে সাজান। এতে মহাদেবের আর্শীবাদ পাওয়া যায় ও সংসারে শান্তি ফিরে আসে৷
advertisement
4/7
শ্রাবণের প্রথম সোমবার: যাঁরা আর্থিক সমস্যায় ভুগছেন, উন্নতি হচ্ছে না এরসঙ্গে সুখ শান্তিও থাকছে না তাঁরা ওইদিনে শিবলিঙ্গে একমুঠো আতপ চাল অর্পণ করুন৷ এর পাশাপাশি ধ্যান দেওয়া প্রয়োজন ওই চাল যেন একটাও ভাঙা না হয়৷ এটি করলে এই সংক্রন্ত সমস্যা মিটে যাবে।
শ্রাবণের প্রথম সোমবার: যাঁরা আর্থিক সমস্যায় ভুগছেন, উন্নতি হচ্ছে না এরসঙ্গে সুখ শান্তিও থাকছে না তাঁরা ওইদিনে শিবলিঙ্গে একমুঠো আতপ চাল অর্পণ করুন৷ এর পাশাপাশি ধ্যান দেওয়া প্রয়োজন ওই চাল যেন একটাও ভাঙা না হয়৷ এটি করলে এই সংক্রন্ত সমস্যা মিটে যাবে।
advertisement
5/7
শ্রাবণের দ্বিতীয় সোমবার: যাঁদের খুব তাড়াতাড়ি নজর লেগে যায় এর সঙ্গে গোপন শত্রুতাও খুব বেশি এরজন্য দ্বিতীয় সোমবারে একমুঠো সাদা তিল অর্পণ করুন৷ এতে খুব ভাল উপকার পাওয়া যায়।
শ্রাবণের দ্বিতীয় সোমবার: যাঁদের খুব তাড়াতাড়ি নজর লেগে যায় এর সঙ্গে গোপন শত্রুতাও খুব বেশি এরজন্য দ্বিতীয় সোমবারে একমুঠো সাদা তিল অর্পণ করুন৷ এতে খুব ভাল উপকার পাওয়া যায়।
advertisement
6/7
শ্রাবণের তৃতীয় সোমবার: যাঁরা কর্মক্ষেত্রে বা নিজের কাজ নিয়ে সমস্য়ায় ভুগছেন ও নতুন কোনও কোজ করার আগেই বাধা আসছে তাঁরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে একমুঠো মুগের ডাল অর্পণ করুন।
শ্রাবণের তৃতীয় সোমবার: যাঁরা কর্মক্ষেত্রে বা নিজের কাজ নিয়ে সমস্য়ায় ভুগছেন ও নতুন কোনও কোজ করার আগেই বাধা আসছে তাঁরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে একমুঠো মুগের ডাল অর্পণ করুন।
advertisement
7/7
শ্রাবণের চতুর্থ সোমবার: যাঁদের বাড়িতে কোনও না কোনও ব্যক্তির শারীরিক সমস্যা প্রতিনিয়ত লেগেই থাকছে। বাধা কোনও ভাবেই কাটছে না সুখ শান্তিও একদমই নেই তাঁরা চতুর্থ সোমবার অর্থাঁ শেষ সোমবারে একমুঠো জপ অর্পণ করুন৷ এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷
শ্রাবণের চতুর্থ সোমবার: যাঁদের বাড়িতে কোনও না কোনও ব্যক্তির শারীরিক সমস্যা প্রতিনিয়ত লেগেই থাকছে। বাধা কোনও ভাবেই কাটছে না সুখ শান্তিও একদমই নেই তাঁরা চতুর্থ সোমবার অর্থাঁ শেষ সোমবারে একমুঠো জপ অর্পণ করুন৷ এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷
advertisement
advertisement
advertisement