Vastu Tips for Rose Plant & Rose Petals: টাকা, সুখশান্তি উপচে পড়বে! শুধু আজ Rose Day-তে গোলাপগাছ ও গোলাপের পাপড়ি দিয়ে করুন এই কাজ

Last Updated:
Vastu Tips for Rose Plant & Rose Petals: মনের মানুষের হাতে লাল টকটকে গোলাপ দেওয়ার পাশাপাশি জানুন গোলাপের সঙ্গে জড়িয়ে আছে কী কী বাস্তু টিপস।
1/6
আজ, বুধবার গোলাপ দিবস৷ রোজ ডে দিয়েই শুরু হচ্ছে প্রেমের সপ্তাহ উদযাপন৷ মনের মানুষের হাতে লাল টকটকে গোলাপ দেওয়ার পাশাপাশি জানুন গোলাপের সঙ্গে জড়িয়ে আছে কী কী বাস্তু টিপস।
আজ, বুধবার গোলাপ দিবস৷ রোজ ডে দিয়েই শুরু হচ্ছে প্রেমের সপ্তাহ উদযাপন৷ মনের মানুষের হাতে লাল টকটকে গোলাপ দেওয়ার পাশাপাশি জানুন গোলাপের সঙ্গে জড়িয়ে আছে কী কী বাস্তু টিপস।
advertisement
2/6
গোলাপগাছ কোথায় কীভাবে রাখলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে, জেনে নিন। জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞ দীক্ষা রাঠী৷
গোলাপগাছ কোথায় কীভাবে রাখলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে, জেনে নিন। জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞ দীক্ষা রাঠী৷
advertisement
3/6
সব সময় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন গোলাপগাছ। এছাড়া গোলাপ-সহ অন্যান্য লাল ফুলের গাছ রাখার জন্য দক্ষিণ দিকও শুভ। এতে বাড়ির বাসিন্দাদের সামাজিক সুঅবস্থান বজায় থাকে।
সব সময় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন গোলাপগাছ। এছাড়া গোলাপ-সহ অন্যান্য লাল ফুলের গাছ রাখার জন্য দক্ষিণ দিকও শুভ। এতে বাড়ির বাসিন্দাদের সামাজিক সুঅবস্থান বজায় থাকে।
advertisement
4/6
গোলাপ গাছে কোনওদিন মাকড়সার ঝুল জমতে দেবেন না। শুকনো ফুল, হলুদ হয়ে যাওয়া পাতা ফেলে দিন গাছ থেকে।
গোলাপ গাছে কোনওদিন মাকড়সার ঝুল জমতে দেবেন না। শুকনো ফুল, হলুদ হয়ে যাওয়া পাতা ফেলে দিন গাছ থেকে।
advertisement
5/6
বৃহস্পতিবার মা লক্ষ্মীকে লাল গোলাপ নিবেদন করুন। পানপাতার উপর সাতটি গোলাপের পাপড়ি ফেলে মা লক্ষ্মীর সামনে রাখুন।
বৃহস্পতিবার মা লক্ষ্মীকে লাল গোলাপ নিবেদন করুন। পানপাতার উপর সাতটি গোলাপের পাপড়ি ফেলে মা লক্ষ্মীর সামনে রাখুন।
advertisement
6/6
শোওয়ার ঘরে কাচের পাত্রে জলে রাখুন গোলাপ পাপড়ি। সপ্তাহে এক দিন জল পাল্টে ফের তাতে নতুন গোলাপের পাপড়ি রাখুন।
শোওয়ার ঘরে কাচের পাত্রে জলে রাখুন গোলাপ পাপড়ি। সপ্তাহে এক দিন জল পাল্টে ফের তাতে নতুন গোলাপের পাপড়ি রাখুন।
advertisement
advertisement
advertisement