Home » Photo » astrology » Guru Gochar 2022: বৃহস্পতির বক্রচালে তুমুল সমস্যায় তিন রাশি, বুধ-শুক্র-রাহু নাজেহাল করবে জীবন, পাহাড় প্রমাণ সমস্যা জীবনকে ঘিরে ধরবে
Guru Gochar 2022: বৃহস্পতির বক্রচালে তুমুল সমস্যায় তিন রাশি, বুধ-শুক্র-রাহু নাজেহাল করবে জীবন, পাহাড় প্রমাণ সমস্যা জীবনকে ঘিরে ধরবে
Guru Gochar 2022: বৃহস্পতির গোচরের ফলে এই তিন রাশির জাতক-জাতিকাদের জীবন দুঃখ কষ্টে ভরে থাকবে
জ্যোতিষ শাস্ত্রমতে প্রতি বছরেই কোনও না কোনও গ্রহ স্থান পরিবর্তন করে ৷ জুলাই মাসে বেশ কিছু গ্রহের স্থান পরিবর্তন হয়, আর বেশ কিছু গ্রহের স্থান পরিবর্তন হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
২৯ জুলাই বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করবে ৷ এই রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই গুরুর বক্রচাল শুরু হবে ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
বৃহস্পতি নভেম্বর পর্যন্ত মীন রাশিতে একই ভাবে অবস্থান করবেন ৷ ১২ রাশির উপরেই প্রভাব পড়বে, তবে ৩ রাশির মানুষদের জন্য বিশেষ প্রভাব ফেলবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
বৃহস্পতির প্রভাবে কোনও তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় থেকে অত্যন্ত বড় সমস্যা তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
মেষ (Aries): জ্যোতিষ শাস্ত্রমতে মীন রাশিতে আগে থেকেই রাহু বিরাজমান ৷ এই সময়ে বৃহস্পতি প্রবেশ করাতে য়ুতি সৃষ্টি হতে পারে ৷ একই সঙ্গে অশুভ যোগের সৃষ্টি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
এই সমস্যার মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে পারা যায় ৷ এই গোচরের সময়ে বেশ কিছু জরুরি কাজ নির্ণয় করার ক্ষমতা রাখে ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
মিথুন (Gemini): এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময় মুশকিলে পরিপূর্ণ মিথুন রাশিতে আগের থেকেই বুধ ও শুক্র বিরাজমান ৷ এরফলে ২৯ জুলাইয়ে গোচরের থেকে এই তিন গ্রহের য়ুতির যোগ সৃষ্টি হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
যা আর্থিক সমস্যা সৃষ্টি করতে পারে ৷ কারোর কাছে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার করতেও বড় সমস্যার সৃষ্টি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
মীন (Pisces) মীন রাশির জাতক-জাতিকাদের কাছে বৃহস্পতির বক্রচাল সৃষ্টি হয়েছে এরফলে বৈবাহিক সুখের অপেক্ষা করেও সেই সুখ থাকবে অধরা ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
গুরু গোচরের ফলে মীন রাশির জাতক-জাতিকাদের হওয়া কাজ আটকে থাকবে ৷ এই সময়ে বৃহস্পতিকে মজবুত করতে বিষ্ণুর উপাসনা অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷