Astrology: জুলাই মাসে বিরল কাকতালীয় যোগ! এক মাসে ৩টি একাদশী, দুর্লভ শুভ যোগে এই কাজ করলেই বন্ধ ভাগ্য খুলবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Astrology: প্রতি মাসে দুটি একাদশী হলেও বছরের পর বছর ২০২৪ সালের জুলাই মাসে এমন একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটছে যাতে এক মাসে ৩ টি একাদশী পড়েছে।
advertisement
advertisement
advertisement
দেবশয়নী একাদশী - আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশী ২০২৪ সালের ১৭ জুলাই। দেবশয়নী একাদশীর দিন থেকে ভগবান বিষ্ণু ৪ মাসের জন্য যোগ নিদ্রায় যান এবং ভগবান শিবের কাছে সৃষ্টির দায়িত্ব অর্পণ করেন। বিশ্বাস করা হয় যে দেবশয়নী একাদশীর উপবাস করলে দুর্ঘটনার সম্ভাবনা এড়ানো যায়। পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে।
advertisement