যে কোনও রঙ নয়, ভাইয়ের রাশি মিলিয়ে বাঁধুন নির্দিষ্ট রঙের রাখি! দেবী লক্ষ্মীর আশীর্বাদে অর্থের অভাব হবে না, কারও কুনজর পড়বে না জীবনে
- Reported by:Trending Desk
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rakhi 2025: কব্জিতে রাখি বাঁধা অত্যন্ত শুভ, তবে যদি বোন রাশিচক্র অনুসারে তাঁর ভাইয়ের কব্জিতে রাখি বাঁধেন, তাহলে তার ফল দ্বিগুণ হয়। তাই দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নেওয়া যাক কোন রাশির জাতকদের রাখিবন্ধনের দিনে কোন রঙের রাখি বাঁধা উচিত।
advertisement
advertisement
দেওঘরের জ্যোতিষী বলেন, এই বছর শ্রাবণ পূর্ণিমা ৯ অগাস্ট, ২০২৫-এ পড়েছে। এই দিনে সারা দেশে রাখিবন্ধন উৎসব পালিত হবে। এই বছর রাখিবন্ধনের দিনেও একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে। বহু বছর পর রাখিবন্ধনের দিনে ভাদ্রের ছায়া থাকবে না। এই দিনে, ধনিষ্ঠ নক্ষত্রের সঙ্গে, সর্বার্থ সিদ্ধি যোগও থাকবে, যা অত্যন্ত শুভ। এমন পরিস্থিতিতে, রাশিচক্র অনুসারে রাখি বাঁধা খুবই শুভ। জীবনে সর্বদা সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement









