প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় পবিত্র রক্ষা বন্ধন। এই বিশেষ দিনে, বোন বা দিদিরা তাদের ভাইদের হাতে বাঁধেন রাখি এবং ভাইদের সুরক্ষিত রাখার কামনা করেন৷ বিনিময়ে ভাইয়েরা উপহার দেন, এবং একই সঙ্গে বোন-দিদিদের খেয়াল রাখার প্রতিশ্রুতি দেন৷ এবছর রাখি বা রক্ষাবন্ধনের শুভ মুহূর্ত কখন, জেনে নিন।