Raksha Bandhan 2022: কোন শুভমুহূর্তে বাঁধবেন রাখি? জেনে নিন, এ বছরের রক্ষাবন্ধনের তিথি

Last Updated:
এবছর রাখি বা রক্ষাবন্ধনের শুভ মুহূর্ত কখন, জেনে নিন।
1/5
প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় পবিত্র রক্ষা বন্ধন। এই বিশেষ দিনে, বোন বা দিদিরা তাদের ভাইদের হাতে বাঁধেন রাখী এবং ভাইদের সুরক্ষিত রাখার কামনা করেন৷ বিনিময়ে ভাইয়েরা উপহার দেন, এবং একই সঙ্গে বোন-দিদিদের খেয়াল রাখার প্রতিশ্রুতি দেন৷ এবছর রাখি বা রক্ষাবন্ধনের শুভ মুহূর্ত কখন, জেনে নিন।
প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় পবিত্র রক্ষা বন্ধন। এই বিশেষ দিনে, বোন বা দিদিরা তাদের ভাইদের হাতে বাঁধেন রাখী এবং ভাইদের সুরক্ষিত রাখার কামনা করেন৷ বিনিময়ে ভাইয়েরা উপহার দেন, এবং একই সঙ্গে বোন-দিদিদের খেয়াল রাখার প্রতিশ্রুতি দেন৷ এবছর রাখি বা রক্ষাবন্ধনের শুভ মুহূর্ত কখন, জেনে নিন।
advertisement
2/5
পঞ্চাঙ্গের ভিত্তিতে, এ বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা ৩৮ মিনিট থেকে। যা চলবে তার পরের দিন অর্থাৎ শুক্রবার, ১২ই আগস্ট সকাল ৭.০৫ পর্যন্ত। এ বছর ১১ অগাস্ট পালিত হবে রক্ষাবন্ধন।
পঞ্চাঙ্গের ভিত্তিতে, এ বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা ৩৮ মিনিট থেকে। যা চলবে তার পরের দিন অর্থাৎ শুক্রবার, ১২ই আগস্ট সকাল ৭.০৫ পর্যন্ত। এ বছর ১১ অগাস্ট পালিত হবে রক্ষাবন্ধন।
advertisement
3/5
 রাখীবন্ধন নিয়ে নানা উপখ্যান রয়েছে৷ পুরাণেও রয়েছে নানা কাহিনি৷ এই রাখী উৎসব হল মিলনের উৎসব৷ ভাই-বোনের মধ্যেই হোক বা দুই প্রিয় মানুষের মধ্যেই হোক৷
রাখীবন্ধন নিয়ে নানা উপখ্যান রয়েছে৷ পুরাণেও রয়েছে নানা কাহিনি৷ এই রাখী উৎসব হল মিলনের উৎসব৷ ভাই-বোনের মধ্যেই হোক বা দুই প্রিয় মানুষের মধ্যেই হোক৷
advertisement
4/5
রবি যোগে রক্ষাবন্ধন: সকাল ৫.০৮ মিনিট থেকে ৬.৫৩ মিনিট পর্যন্ত৷ রক্ষাবন্ধনের প্রদোষ মুহুর্ত:রাত ৮.৫১ থেকে ৯.১৩ পর্যন্ত৷ 08:51 PM থেকে 09:13 PM আয়ুষ্মান যোগ: সকাল থেকে দুপুর ৩.৩২ পর্যন্ত
রবি যোগে রক্ষাবন্ধন: সকাল ৫.০৮ মিনিট থেকে ৬.৫৩ মিনিট পর্যন্ত৷ রক্ষাবন্ধনের প্রদোষ মুহুর্ত:রাত ৮.৫১ থেকে ৯.১৩ পর্যন্ত৷ 08:51 PM থেকে 09:13 PM আয়ুষ্মান যোগ: সকাল থেকে দুপুর ৩.৩২ পর্যন্ত
advertisement
5/5
ভাদ্র মাসে কোনও শুভ কাজ হয় না, তাই ভাদ্রের শুরুর আগে বোনেরা রাখি বাঁধতে পারেন।
ভাদ্র মাসে কোনও শুভ কাজ হয় না, তাই ভাদ্রের শুরুর আগে বোনেরা রাখি বাঁধতে পারেন।
advertisement
advertisement
advertisement