Tulsi Vastu Tips: প্রতি শনিবার নিয়মনিষ্ঠা মেনে করুন তুলসীর এই প্রতিকার, টাকার অভাব কোনওদিনও ধারেকাছে ঘেঁষবে না, মিলবে অষ্টৈশ্বর্য!
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বাস্তুশাস্ত্র মতে গুরুত্বপূর্ণ তো বটেই, কে না জানে তুলসী গাছের ওষধি গুণের কথা৷ এই গাছের ফুল, পাতা সবই ওষধি গুণসম্পন্ন। ঘরের পূর্ব দিকে তুলসী গাছ রাখা হলে, সেই গাছ ছুঁয়ে যে বাতাস ঘরের ভিতর আসবে, তা সংসারে ইতিবাচক শক্তি প্রবাহ বাড়ায়৷
advertisement
একসময় প্রতিটি গৃহস্থ বাড়িতেই তুলসীমঞ্চ থাকত৷ কিন্তু, বর্তমানে ছোট পরিবার, ফ্ল্যাটে বসবাসের কারণে আমরা তুলসী মঞ্চ সব সময় তৈরি করে উঠতে পারি না৷ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সেক্ষেত্রে, বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ রেখে প্রতিদিন নিষ্ঠা ভরে পুজো করলে, সন্ধ্যা প্রদীপ জ্বালালে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে। পরিবারের সদস্যেরা সুস্থ থাকেন। যাবতীয় রোগ দূর হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement