Pitri Paksha: পিতৃপক্ষে বাড়ির জন্য কিনুন এই ৬ জিনিস, সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন, টাকার পাহাড়ে বসবেন

Last Updated:
Pitru Paksha 2023: এই এক পক্ষকাল হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী নতুন বস্ত্র পরা বা নতুন বস্ত্র কেনাকে শুভ বলে মনে করা হয় না। কিন্তু এই সময় ৬টি জিনিস অবশ্যই কেনা উচিত। তাতে পিতৃপুরুষ খুশি হন বলে মনে করা হয়।
1/8
*আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষের এই বিশেষ সময় ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ। আগামী ১৪ অক্টোবর অমাবস্যা তিথিতে মহালয়ার মাধ্যমে পিতৃপক্ষ শেষ হয়ে সূচনা হবে দেবীপক্ষের।
*আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষের এই বিশেষ সময় ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ। আগামী ১৪ অক্টোবর অমাবস্যা তিথিতে মহালয়ার মাধ্যমে পিতৃপক্ষ শেষ হয়ে সূচনা হবে দেবীপক্ষের।
advertisement
2/8
*এই এক পক্ষকাল হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী নতুন বস্ত্র পরা বা নতুন বস্ত্র কেনাকে শুভ বলে মনে করা হয় না। কিন্তু এই সময় ৬টি জিনিস অবশ্যই কেনা উচিত। তাতে পিতৃপুরুষ খুশি হন বলে মনে করা হয়। তাঁদের আশীর্বাদে সম্পদ বৃদ্ধি পায়।
*এই এক পক্ষকাল হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী নতুন বস্ত্র পরা বা নতুন বস্ত্র কেনাকে শুভ বলে মনে করা হয় না। কিন্তু এই সময় ৬টি জিনিস অবশ্যই কেনা উচিত। তাতে পিতৃপুরুষ খুশি হন বলে মনে করা হয়। তাঁদের আশীর্বাদে সম্পদ বৃদ্ধি পায়।
advertisement
3/8
*কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্ট জানালেন কী কী দ্রব্য এই সময় কিনলে পিতৃপুরুষ সুখী হন এবং ধন-সম্পদ বৃদ্ধি পায়। 
*কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্ট জানালেন কী কী দ্রব্য এই সময় কিনলে পিতৃপুরুষ সুখী হন এবং ধন-সম্পদ বৃদ্ধি পায়। 
advertisement
4/8
*কালো তিল: পিতৃপুরুষের শ্রাদ্ধ ও তর্পণ করার সময় কালো তিল ব্যবহার করা হয়। কালো তিল ভগবান বিষ্ণুর প্রিয়। পিতৃপক্ষের সময় কালো তিল দান করলে পূর্বপুরুষরা খুশি হন এবং তাদের বংশধরদের সুখী জীবনের জন্য আশীর্বাদ করেন।
*কালো তিল: পিতৃপুরুষের শ্রাদ্ধ ও তর্পণ করার সময় কালো তিল ব্যবহার করা হয়। কালো তিল ভগবান বিষ্ণুর প্রিয়। পিতৃপক্ষের সময় কালো তিল দান করলে পূর্বপুরুষরা খুশি হন এবং তাদের বংশধরদের সুখী জীবনের জন্য আশীর্বাদ করেন।
advertisement
5/8
*যব: মনে করা হয় যব পৃথিবীর আদিতম শস্য। ধর্ম বিশ্বাসে একে সোনার সমতুল্য বলে মনে করা হয়। পিতৃপক্ষের সময় যব ক্রয় ও দান করলে সম্পদ বৃদ্ধি পায়।
*যব: মনে করা হয় যব পৃথিবীর আদিতম শস্য। ধর্ম বিশ্বাসে একে সোনার সমতুল্য বলে মনে করা হয়। পিতৃপক্ষের সময় যব ক্রয় ও দান করলে সম্পদ বৃদ্ধি পায়।
advertisement
6/8
*চাল: পিতৃপক্ষের সময় চাল কেনা যায়। শ্রাদ্ধেও কাঁচা চাল ব্যবহার করা হয়। চালকে রূপার মতো মনে করা হয়। পূর্বপুরুষদের ধ্যান করে কাঁচা চাল দান করা উচিত। এতে সম্পদ বৃদ্ধি হয়।
*চাল: পিতৃপক্ষের সময় চাল কেনা যায়। শ্রাদ্ধেও কাঁচা চাল ব্যবহার করা হয়। চালকে রূপার মতো মনে করা হয়। পূর্বপুরুষদের ধ্যান করে কাঁচা চাল দান করা উচিত। এতে সম্পদ বৃদ্ধি হয়।
advertisement
7/8
*জুঁই তেল: শাস্ত্রীয় বিধান অনুযায়ী পিতৃপক্ষ চলাকালে পিতৃপুরুষের উদ্দেশ্যে জুঁই তেল নিবেদন করা উচিত। তাতে জীবনে সুখ আসবে তাঁদের আশীর্বাদে।
*জুঁই তেল: শাস্ত্রীয় বিধান অনুযায়ী পিতৃপক্ষ চলাকালে পিতৃপুরুষের উদ্দেশ্যে জুঁই তেল নিবেদন করা উচিত। তাতে জীবনে সুখ আসবে তাঁদের আশীর্বাদে।
advertisement
8/8
*সাদা ফুল: পূর্বপুরুষদের তর্পণে সাদা ফুল ব্যবহার করা হয়। সাদা ফুল শান্তি ও সরলতার প্রতীক। পিতৃপক্ষে পূর্বপুরুষদের খুশি করতে সাদা ফুল কেনা যেতে পারে।
*সাদা ফুল: পূর্বপুরুষদের তর্পণে সাদা ফুল ব্যবহার করা হয়। সাদা ফুল শান্তি ও সরলতার প্রতীক। পিতৃপক্ষে পূর্বপুরুষদের খুশি করতে সাদা ফুল কেনা যেতে পারে।
advertisement
advertisement
advertisement