Phalaharini Amavasya Vastu Tips: আজ ফলহারিণী অমাবস্যার সন্ধ্যায় ২ টি লবঙ্গ ও এলাচ দিয়ে ছোট্ট কাজ! অশুভ শক্তি দূর হয়ে পরিবারে আসবে সৌভাগ্য ও অঢেল টাকার বৃষ্টি

Last Updated:
Phalaharini Amavasya Vastu Tips: ভক্তদের বিশ্বাস, এই পুণ্যতিথিতে ফলহারিণী রূপে দেবী কালীর পুজো করলে রোগব্যাধি থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়৷ বিদ্যালাভ ও যশলাভের পথ সুগম হয়৷ কর্মক্ষেত্রে উন্নতি হয়৷ নিষ্পত্তি হয় সাংসারিক অশান্তির৷
1/7
জ্যৈষ্ঠ অমাবস্যায় মহা সমারোহে সোমবার পালিত হচ্ছে ফলহারিণী কালীপুজো৷ সোমবারে অমাবস্যা পড়ায় একে সোমবতী অমাবস্যাও বলা হয়৷ নানা মরশুমি ফল এই পুজোয় নিবেদন করা হয় দেবী কালীকে৷ এই তিথিতে বট সাবিত্রী ব্রতও পালিত হয়৷
জ্যৈষ্ঠ অমাবস্যায় মহা সমারোহে সোমবার পালিত হচ্ছে ফলহারিণী কালীপুজো৷ সোমবারে অমাবস্যা পড়ায় একে সোমবতী অমাবস্যাও বলা হয়৷ নানা মরশুমি ফল এই পুজোয় নিবেদন করা হয় দেবী কালীকে৷ এই তিথিতে বট সাবিত্রী ব্রতও পালিত হয়৷
advertisement
2/7
ভক্তদের বিশ্বাস, এই পুণ্যতিথিতে ফলহারিণী রূপে দেবী কালীর পুজো করলে রোগব্যাধি থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়৷ বিদ্যালাভ ও যশলাভের পথ সুগম হয়৷ কর্মক্ষেত্রে উন্নতি হয়৷ নিষ্পত্তি হয় সাংসারিক অশান্তির৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
ভক্তদের বিশ্বাস, এই পুণ্যতিথিতে ফলহারিণী রূপে দেবী কালীর পুজো করলে রোগব্যাধি থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়৷ বিদ্যালাভ ও যশলাভের পথ সুগম হয়৷ কর্মক্ষেত্রে উন্নতি হয়৷ নিষ্পত্তি হয় সাংসারিক অশান্তির৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/7
সোমবার, ফলহারিণী কালীপুজোর সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বারে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷ মাটির প্রদীপে ঘি দিয়ে তাতে দিন দু’টো লবঙ্গ৷ এই প্রদীপ প্রজ্বলন করে রাখুন যত ক্ষণ ফলহারিণী অমাবস্যা তিথি থাকে৷
সোমবার, ফলহারিণী কালীপুজোর সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বারে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷ মাটির প্রদীপে ঘি দিয়ে তাতে দিন দু’টো লবঙ্গ৷ এই প্রদীপ প্রজ্বলন করে রাখুন যত ক্ষণ ফলহারিণী অমাবস্যা তিথি থাকে৷
advertisement
4/7
ফলহারিণী কালীপুজোয় লাল ফুল এবং লাল ফল অবশ্যই নিবেদন করুন৷ রক্তজবা ছাড়াও নীল অপরাজিতা ও লাল পদ্ম নিবেদন করুন৷ আম, জাম লিচুর সঙ্গে মরশুমি ফলের ডালায় সাজিয়ে দিন বেদানা, ডালিম, তরমুজের মতো লাল ফল৷
ফলহারিণী কালীপুজোয় লাল ফুল এবং লাল ফল অবশ্যই নিবেদন করুন৷ রক্তজবা ছাড়াও নীল অপরাজিতা ও লাল পদ্ম নিবেদন করুন৷ আম, জাম লিচুর সঙ্গে মরশুমি ফলের ডালায় সাজিয়ে দিন বেদানা, ডালিম, তরমুজের মতো লাল ফল৷
advertisement
5/7
ফলহারিণী অমাবস্যার রাতে বাড়ির ঠাকুরঘরে প্রদীপ প্রজ্বলন করুন৷ প্রদীপের ঘিয়ে দিন ৩ টি এলাচ৷ এর ফলে পরিবার থেকে দূর হবে সব অশুভ শক্তি৷
ফলহারিণী অমাবস্যার রাতে বাড়ির ঠাকুরঘরে প্রদীপ প্রজ্বলন করুন৷ প্রদীপের ঘিয়ে দিন ৩ টি এলাচ৷ এর ফলে পরিবার থেকে দূর হবে সব অশুভ শক্তি৷
advertisement
6/7
এই বিশেষ তিথিতে গঙ্গাজল এবং কালো তিল দিয়ে করতে পারেন অশ্বত্থ গাছের পুজো৷ জন্মকুণ্ডলী থেকে কেটে যাবে গ্রহদোষ৷
এই বিশেষ তিথিতে গঙ্গাজল এবং কালো তিল দিয়ে করতে পারেন অশ্বত্থ গাছের পুজো৷ জন্মকুণ্ডলী থেকে কেটে যাবে গ্রহদোষ৷
advertisement
7/7
এই পুণ্যতিথিতে পুণ্যনদীতে স্নান করা খুবই শুভ৷ সেটা সম্ভব না হলে স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন৷ সাধ্য অনুযায়ী যথাসম্ভব দান করুন৷
এই পুণ্যতিথিতে পুণ্যনদীতে স্নান করা খুবই শুভ৷ সেটা সম্ভব না হলে স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন৷ সাধ্য অনুযায়ী যথাসম্ভব দান করুন৷
advertisement
advertisement
advertisement