Phalaharini Amavasya 2025: সোমবতী অমাবস্যায় ফলহারিণী কালীপুজো! দেবীর চরণে এই ৩ ফল নিবেদন করলেই পূর্ণ মনের ইচ্ছে! অভাবের ক্ষরা কেটে হবে টাকার বৃ্ষ্টি

Last Updated:
Phalaharini Amavasya 2025: মনে করা হয়, এই তিথিতে ফলহারিণী কালীপুজো করলে সকল অশুভ কর্মের ফল হরণ করেন দেবী৷ তিনি দান করেন মোক্ষফল৷ এই পুজো পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির কোন অভাব থাকে না৷ দেবীর আশীর্বাদে ধনস্পদে ভরে থাকে সংসার৷
1/7
বাংলায় বছরভর কালীপুজো চলে। সেগুলির মধ্যে অন্যতম ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই পুজো। এই পুণ্যতিথিতে দেবী কালিকা পূজিতহন ফলহারিণী রূপে। (ছবি: ফেসবুক)
বাংলায় বছরভর কালীপুজো চলে। সেগুলির মধ্যে অন্যতম ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই পুজো। এই পুণ্যতিথিতে দেবী কালিকা পূজিতহন ফলহারিণী রূপে। (ছবি: ফেসবুক)
advertisement
2/7
মনে করা হয়, এই তিথিতে ফলহারিণী কালীপুজো করলে সকল অশুভ কর্মের ফল হরণ করেন দেবী৷ তিনি দান করেন মোক্ষফল৷ এই পুজো পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির কোন অভাব থাকে না৷ দেবীর আশীর্বাদে ধনস্পদে ভরে থাকে সংসার৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা৷ (ছবি: ফেসবুক)
মনে করা হয়, এই তিথিতে ফলহারিণী কালীপুজো করলে সকল অশুভ কর্মের ফল হরণ করেন দেবী৷ তিনি দান করেন মোক্ষফল৷ এই পুজো পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির কোন অভাব থাকে না৷ দেবীর আশীর্বাদে ধনস্পদে ভরে থাকে সংসার৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা৷ (ছবি: ফেসবুক)
advertisement
3/7
এ বছর ফলহারিণী কালীপুজো পালিত হবে সোমবার, ২৬ মে৷ বাংলার ১১ জ্যৈষ্ঠ৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে ২৬ মে সোমবার দুপুর ১২.১৩ মিনিটে৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা থাকবে ২৭ মে মঙ্গলবার সকাল ৮.৩২ মিনিটে৷ (ছবি: ফেসবুক)
এ বছর ফলহারিণী কালীপুজো পালিত হবে সোমবার, ২৬ মে৷ বাংলার ১১ জ্যৈষ্ঠ৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে ২৬ মে সোমবার দুপুর ১২.১৩ মিনিটে৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা থাকবে ২৭ মে মঙ্গলবার সকাল ৮.৩২ মিনিটে৷ (ছবি: ফেসবুক)
advertisement
4/7
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে ২৬ মে সোমবার, সকাল ১১টা ৭ মিনিট ১৯ সেকেন্ডে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ১২ জ্যৈষ্ঠ বা ২৭ মে৷ সেদিন সকাল ৮টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত থাকবে এই পুণ্যতিথি৷ (ছবি: ফেসবুক)
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে ২৬ মে সোমবার, সকাল ১১টা ৭ মিনিট ১৯ সেকেন্ডে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ১২ জ্যৈষ্ঠ বা ২৭ মে৷ সেদিন সকাল ৮টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত থাকবে এই পুণ্যতিথি৷ (ছবি: ফেসবুক)
advertisement
5/7
পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে সেদিন পালিত হয় তিথি ও পার্বণ৷ কিন্তু অমাবস্যায় নিশিপালন ও পুজো প্রধান৷ তাই ফলহারিণী অমাবস্যা পালিত হবে সোমবারই৷ (ছবি: ফেসবুক)
পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে সেদিন পালিত হয় তিথি ও পার্বণ৷ কিন্তু অমাবস্যায় নিশিপালন ও পুজো প্রধান৷ তাই ফলহারিণী অমাবস্যা পালিত হবে সোমবারই৷ (ছবি: ফেসবুক)
advertisement
6/7
এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে৷ এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় নিবেদন করুন আম, জাম ও লিচু৷ এই তিনটি ফল নিবেদনের চেষ্টা করুন৷ এর মধ্যে কোনও ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা৷ (ছবি: ফেসবুক)
এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে৷ এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় নিবেদন করুন আম, জাম ও লিচু৷ এই তিনটি ফল নিবেদনের চেষ্টা করুন৷ এর মধ্যে কোনও ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা৷ (ছবি: ফেসবুক)
advertisement
7/7
ভক্তদের বিশ্বাস, এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা৷ দেবী কালীর আশীর্বাদে ধনসম্পদে পরিপূর্ণ থাকে সংসার৷ অশুভ শক্তি দূর হয়ে পাবেন শুভ শক্তির যোগান৷ (ছবি: ফেসবুক)
ভক্তদের বিশ্বাস, এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা৷ দেবী কালীর আশীর্বাদে ধনসম্পদে পরিপূর্ণ থাকে সংসার৷ অশুভ শক্তি দূর হয়ে পাবেন শুভ শক্তির যোগান৷ (ছবি: ফেসবুক)
advertisement
advertisement
advertisement