Mole inside Eye Meaning: চোখের ভিতরে এরকম 'তিল' আছে আপনারও? কিসের লক্ষণ? জানলে চমকাবেন

Last Updated:
Mole inside Eye Meaning: শরীরের অন্যান্য অঙ্গের মতো চোখের মণির পাশে সাদা অংশেও তিল থাকে। এই তিল শুভ না অশুভ জানেন?
1/8
Mole In Eye Ball: চোখ মানুষের সৌন্দর্য। অনেকে বলেন সত্ত্বার আয়না। চোখের কোনও বৈশিষ্ট্য থাকলে তা ব্যক্তির চেহারায় ছাপ ফেলে। আপনারা অনেকেই হয়তো জানেন এবং দেখেছেন, শরীরের অন্যান্য অঙ্গের মতো চোখের মণির পাশে সাদা অংশেও তিল থাকে। এই তিল শুভ না অশুভ জানেন?
Mole In Eye Ball: চোখ মানুষের সৌন্দর্য। অনেকে বলেন সত্ত্বার আয়না। চোখের কোনও বৈশিষ্ট্য থাকলে তা ব্যক্তির চেহারায় ছাপ ফেলে। আপনারা অনেকেই হয়তো জানেন এবং দেখেছেন, শরীরের অন্যান্য অঙ্গের মতো চোখের মণির পাশে সাদা অংশেও তিল থাকে। এই তিল শুভ না অশুভ জানেন?
advertisement
2/8
কারও গালে, কারও ঘাড়ে, কারও পায়ে বা কপালে, কারও মুখে থাকে তিল। তাই বলে চোখের মধ্যে? হ্যাঁ, কোনও অসুখ নয়। এমনটা স্বাভাবিকই। তবে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, এই তিলের আছে নানা তাৎপর্য!
কারও গালে, কারও ঘাড়ে, কারও পায়ে বা কপালে, কারও মুখে থাকে তিল। তাই বলে চোখের মধ্যে? হ্যাঁ, কোনও অসুখ নয়। এমনটা স্বাভাবিকই। তবে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, এই তিলের আছে নানা তাৎপর্য!
advertisement
3/8
যদি মুখে তিল থাকে, আপনি সৌভাগ্যবান। যদি নাকে তিল থাকে, আপনি ধনী। যদি পায়ে তিল থাকে তবে বুঝতে হবে আপনার জীবন উত্থান-পতন দেখবে অনেক। কিন্তু চোখের তিল কী বলে, জানেন কী?
যদি মুখে তিল থাকে, আপনি সৌভাগ্যবান। যদি নাকে তিল থাকে, আপনি ধনী। যদি পায়ে তিল থাকে তবে বুঝতে হবে আপনার জীবন উত্থান-পতন দেখবে অনেক। কিন্তু চোখের তিল কী বলে, জানেন কী?
advertisement
4/8
ভূপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এ বিষয়ে কী বলেছেন জেনে নেওয়া যাক। সামুদ্রিক শাস্ত্রের স্মরণ করিয়ে হিতেন্দ্র জানান, চোখের ভিতরে তিল থাকা আসলে সৌভাগ্যেরই লক্ষ্মণ।
ভূপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এ বিষয়ে কী বলেছেন জেনে নেওয়া যাক। সামুদ্রিক শাস্ত্রের স্মরণ করিয়ে হিতেন্দ্র জানান, চোখের ভিতরে তিল থাকা আসলে সৌভাগ্যেরই লক্ষ্মণ।
advertisement
5/8
এই ধরনের মানুষ সৃজনশীল হন। জীবনে তাঁরা সুখী হন। যে কোনও কাজের ক্ষেত্রেই সাফল্য পান তাঁরা। বিশেষত যদি সঙ্গীত বা সাহিত্যক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, সাফল্য আসে। পাশাপাশি, চোখে তিল আছে যাঁদের, তাঁরা অত্যন্ত আবেগপ্রবণ হন। অন্যের বিপদে আপদে পাশে থাকার প্রবণতা থাকে এই মানুষদের।
এই ধরনের মানুষ সৃজনশীল হন। জীবনে তাঁরা সুখী হন। যে কোনও কাজের ক্ষেত্রেই সাফল্য পান তাঁরা। বিশেষত যদি সঙ্গীত বা সাহিত্যক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, সাফল্য আসে। পাশাপাশি, চোখে তিল আছে যাঁদের, তাঁরা অত্যন্ত আবেগপ্রবণ হন। অন্যের বিপদে আপদে পাশে থাকার প্রবণতা থাকে এই মানুষদের।
advertisement
6/8
কর্মক্ষেত্রে উন্নতি হতেই থাকে চোখে তিল থাকলে। প্রতিকূল পরিস্থিতিতে সমাধান খুঁজে পেতে সময় লাগে না। এতে তাঁরা পিছিয়ে পড়েন না কোনও দিন।
কর্মক্ষেত্রে উন্নতি হতেই থাকে চোখে তিল থাকলে। প্রতিকূল পরিস্থিতিতে সমাধান খুঁজে পেতে সময় লাগে না। এতে তাঁরা পিছিয়ে পড়েন না কোনও দিন।
advertisement
7/8
নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও তাঁদের বেশি হয়। দলকে পরিচালনা করতে পারেন বাকিদের তুলনায় অনেক বেশি। যে কোনও পেশা বা পরিস্থিতিতেই এ ধরনের মানুষ নিজেদের প্রমাণ করতে পারেন।
নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও তাঁদের বেশি হয়। দলকে পরিচালনা করতে পারেন বাকিদের তুলনায় অনেক বেশি। যে কোনও পেশা বা পরিস্থিতিতেই এ ধরনের মানুষ নিজেদের প্রমাণ করতে পারেন।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
advertisement
advertisement
advertisement