Palmistry: হাতের এই রেখাগুলিই বলে দেবে আপনার ভবিষ্যত কেমন, জানুন কোন রেখার কী অর্থ
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Palmistry: হাতের রেখা দেখেই কোনও ব্যক্তির ভবিষ্যত সম্পর্কেও আভাস পাওয়া যায়।
Palmistry: হস্তরেখা সরাসরি আমাদের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। বলা হয় যে এই রেখাগুলি একজন ব্যক্তির ভাগ্য এবং দুর্ভাগ্যের জন্য দায়ী। হাতের রেখা দেখেই কোনও ব্যক্তির ভবিষ্যত সম্পর্কেও আভাস পাওয়া যায়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
কানপুরের জ্যোতিষী সুনীল শাস্ত্রীর হস্তরেখা নিয়ে বিস্তারিত জানিয়েছেন। জ্যোতিষাচার্যের মতে, যাঁদের হাতে রাহুর রেখা থাকে, তাঁদের জীবন সুখের হয়। তাঁর জীবনে কোন উদ্বেগ এবং বাধা নেই। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
এটি চিন্তা রেখা, বিঘ্ন রেখা এবং তানওয়া রেখা নামেও পরিচিত। হাতের বুড়ো আঙুলের নিচের অংশ থেকে শুরু করে জীবনরেখার দিকে যাওয়া রেখাগুলোকে দুশ্চিন্তা রেখা বলে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
জ্যোতিষাচার্যের মতে, যাঁদের হাতে অনুভূমিক রেখা থাকে এবং এই রেখা যখন অন্য রেখা কাটে, সেগুলিকে অশুভ বলে মনে করা হয়। গভীর এবং পুরু এই রেখা স্বাস্থ্য বা আত্মবিশ্বাসের জন্য ভাল নয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
কথিত আছে যে এই রেখাগুলির কারণে একজন ব্যক্তিকে ব্যর্থতার সম্মুখীন হতে হয়। এ ধরনের রেখার কারণে একজন মানুষের জীবন বিভ্রান্তিতে পড়ে যায়। এই ধরনের লোকেরা বেশিরভাগই নিজেকে সুস্থ মনে করেন না। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
জ্যোতিষ মতে, যাঁদের হাতে শনি পর্বতের কাছে ক্রুশ চিহ্ন রয়েছে, তাঁদের অশুভ বলে মনে করা হয়। এমন মানুষদের জীবনে মানহানির সম্মুখীন হতে হয়। এই মানুষগুলোর জীবনের শেষটা খুব খারাপ। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
এ ছাড়া এই অংশে নক্ষত্রের মতো চিহ্ন থাকলে তা ভয়াবহ দুর্ঘটনা, বিপজ্জনক আঘাত ও রোগের ইঙ্গিত দেয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
জ্যোতিষাচার্যের মতে, কারোর বিবাহের রেখা যদি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির বিবাহিত জীবন দুঃখজনক বলে ইঙ্গিত দেয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
এই ধরনের লোকেরা তাঁদের পার্টনারের সঙ্গে মতবিরোধের কারণে আলাদা হয়ে যায়। কিংবা দূরত্ব বাড়ে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement