Vastu Tips: প্রতি শনিবার ১১টি আম্র পল্লব দিয়ে করুন এই কাজ, ভরে উঠবে সংসার, সুখবরের বন্যা বয়ে যাবে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Mango Leaves Vastu: আমরা অনেকেই শুভ কাজে বাড়ির মূল প্রবেশদ্বারের বাইরে বা বাড়ির চারপাশে আমের পাতার সারি ঝুলিয়ে থাকি৷ কারণ, বাস্তুশাস্ত্র বলে এর ফলে বাড়ির মধ্যে কোনও নেতিবাচক শক্তি প্রবেশ করে না। এটি সংসারে সুখ এবং সমৃদ্ধি নিশ্চিত করে।
আম পাতা সংক্রান্ত বাস্তু টিপস: বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো থেকে শুরু করে প্রতিটি শুদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠান৷ আম্রপল্লব ছাড়া কখনওই সুসম্পন্ন হয় না৷ হিন্দু ধর্মে আম গাছের বিজোড় পাতার বিশেষ গুরুত্ব রয়েছে৷ শুধু তাই নয়, বাস্তু বিশারদেরা জানাচ্ছেন, এই আম পাতা দিয়ে নির্দিষ্ট কিছু আচার পালন করলেই বহু সমস্যা ছেতে মুক্তি পেতে পারবেন একজন মানুষ৷ আসুন সেই সমস্ত প্রতিকারের বিষয়ে বিশদে জেনে নিই..
advertisement
advertisement
হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্রে ছোটখাটো জিনিস থেকে শুরু করে বড় জিনিস, কোন ঘরে কী ভাবে রাখবেন সেই সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি রয়েছে। একইভাবে, বাস্তুশাস্ত্রে আম পাতার নিয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা বলা আছে। ধরুন, দীর্ঘদিন ধরে কোনও কাজ আপনার আটকে রয়েছে, বা শত চেষ্টা করেও কোনও কাজ শেষ করতে পারছেন না, আম পাতা দিয়ে করা নির্দিষ্ট আচারে কেটে যায় সেই বাধা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement