Neelsasthi Lucky Zodiac Signs: নীলষষ্ঠীতে ঘুরবে ভাগ্যের চাকা...! বিরল শুভযোগে কপাল খুলবে ৪ রাশির, শিবের কৃপায় অঢেল অর্থ, মিলবে সোনার খাজানা

Last Updated:
Neelsasthi Lucky Zodiac Signs: নীলষষ্ঠী আসলে শিবের উপাসনার দিন, এই দিন বিশেষভাবে পুজো করা হয় ভোলেনাথের। জ্যোতিষ মতে, নীলষষ্ঠী এই দিনটি খুবই উল্লেখযোগ্য।
1/7
বাঙালির বারো মাসে তেরো পার্বন৷ তেমনই একটি হল নীলষষ্ঠী৷ চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন পালিত হয় নীলষষ্ঠী। নীলের এই ব্রত মায়েরা তাঁদের সন্তানের মঙ্গল কামনায় পালন করে থাকেন।
বাঙালির বারো মাসে তেরো পার্বন৷ তেমনই একটি হল নীলষষ্ঠী৷ চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন পালিত হয় নীলষষ্ঠী। নীলের এই ব্রত মায়েরা তাঁদের সন্তানের মঙ্গল কামনায় পালন করে থাকেন।
advertisement
2/7
নীলষষ্ঠী আসলে শিবের উপাসনার দিন, এই দিন বিশেষভাবে পুজো করা হয় ভোলেনাথের। জ্যোতিষ মতে, নীলষষ্ঠী এই দিনটি খুবই উল্লেখযোগ্য।
নীলষষ্ঠী আসলে শিবের উপাসনার দিন, এই দিন বিশেষভাবে পুজো করা হয় ভোলেনাথের। জ্যোতিষ মতে, নীলষষ্ঠী এই দিনটি খুবই উল্লেখযোগ্য।
advertisement
3/7
নীলষষ্ঠীর পরই সোমবার, অর্থাৎ ১৪ এপ্রিল রাশি বদলাবে সূর্য। পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন সূর্যের রাশি পরিবর্তনের ফলে ভাগ্য খুলে যাবে এই  ৪ রাশির জাতকদের। দেখে নিন আপনিও আছেন নাকি সেই তালিকায়৷
নীলষষ্ঠীর পরই সোমবার, অর্থাৎ ১৪ এপ্রিল রাশি বদলাবে সূর্য। পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন সূর্যের রাশি পরিবর্তনের ফলে ভাগ্য খুলে যাবে এই ৪ রাশির জাতকদের। দেখে নিন আপনিও আছেন নাকি সেই তালিকায়৷
advertisement
4/7
মেষ রাশি: নীলষষ্ঠীতে আমূল ভাগ্য বদলে যাবে মেষ রাশির জাতকদের। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনও খুব মধুর হবে। সুখের জোয়ারে ভাসবেন৷
মেষ রাশি: নীলষষ্ঠীতে আমূল ভাগ্য বদলে যাবে মেষ রাশির জাতকদের। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনও খুব মধুর হবে। সুখের জোয়ারে ভাসবেন৷
advertisement
5/7
মিথুন রাশি:  মিথুন রাশির জাতকদের জন্য সময়টা ভাল যাবে। এই সময় বিপুল অর্থলাভের যোগ রয়েছে। কেরিয়ারে পদোন্নতি হতে পারে। সব দিক থেকে  সাফল্য আসবে।
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য সময়টা ভাল যাবে। এই সময় বিপুল অর্থলাভের যোগ রয়েছে। কেরিয়ারে পদোন্নতি হতে পারে। সব দিক থেকে সাফল্য আসবে।
advertisement
6/7
বৃশ্চিক রাশি: নীলষষ্ঠীতে  বৃশ্চিক রাশির জাতকরা লাভবান হবেন। ব্যবসায়ীরা সব দিক থেকে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আয়- উন্নতি হবে। সব বাধা কেটে গিয়ে শান্তি ফিরে আসবে।
বৃশ্চিক রাশি: নীলষষ্ঠীতে বৃশ্চিক রাশির জাতকরা লাভবান হবেন। ব্যবসায়ীরা সব দিক থেকে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আয়- উন্নতি হবে। সব বাধা কেটে গিয়ে শান্তি ফিরে আসবে।
advertisement
7/7
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের উপর শুভ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আচমকা কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা বিরাট লাভবান হবেন।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের উপর শুভ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আচমকা কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা বিরাট লাভবান হবেন।
advertisement
advertisement
advertisement