Naming Astrology: এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু, তারা দারুণ বুদ্ধিমান, প্রেম জীবন হয় সফল, যে কোনও পরিস্থিতিতে করে বাজিমাত
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Naming Astrology: জ্যোতিষ শাস্ত্র অনুসারে নামের শুরুতে থাকা প্রতিটি অক্ষর কোনও কোনও বিশেষ বৈশিষ্টের অধিকারী৷ তার উপরে নির্ভর করে থাকে সে আসন্ন জীবনে কেমন হতে চলেছে৷ নাম, যশ, খ্যাতি, অর্থের প্রভাব কোন রাশির জাতকদের উপর কেমন রয়েছে, সেটাও নির্ভর করে থাকে নামের প্রথম অক্ষরের উপর৷ "স" বা "শ"৷
"স" বা "শ" দিয়ে যাদের নাম শুরু, তারা কেমন হয় সেটাই জেনে নেওয়া যাক৷ কেমন হয় তাদের ভবিষ্যত, জীবনে অর্থপ্রাপ্তি, চরিত্র কেমন হয় সেটাও জেনে নিন৷ জ্যোতিষ অনুযায়ী, স বা শ দিয়ে যাদের নাম শুরু হয় তাদের কেরিয়ার হয় দুর্দান্ত৷ প্রেম জীবন তুঙ্গে থাকে এবং এই অক্ষর দিয়ে শুরু নামের ব্যক্তিরা দারুন বুদ্ধিমান হয়ে থাকেন৷
advertisement
স বা শ দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম শুরু, তারা সাধারণত দারুণ আত্মবিশ্বাসী হয়ে থাকেন৷ জীবনে সব সময় পরিস্থিতি ভালো হবে তার কোনও মানে নেই৷ জীবনে ওঠা-পড়া লেগেই থাকে৷ এই অক্ষর দিয়ে শুরু নামের ব্যক্তিরা এমন পরিস্থিতিতে খুব একটা সমস্যায় পড়েন না৷ পরিস্থিতি যাই হোক না কেন, তারা ঠিক সমাধানের পথ খুঁজে নেন৷ যে কোনও বাঁধার সামনেই এরা অবিচল থাকেন, এবং অতি সহজে সমাধানের পথ খুঁজে বের করে নেন৷
advertisement
সাফল্য পেতে হলে ইচ্ছাশক্তির ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ৷ আপনার পারিবারিক সাফল্য ভালো হোক বা খারাপ, ইচ্ছাশক্তি না হলে আপনি জীবনে কখনওই এগোতে পারবেন না৷ জীবনে পরিস্থিতি কখনও কখনও খুব কঠিন হয়ে থাকে৷ এমন পরিস্থিতিতে ইচ্ছাশক্তি না থাকলে আপনি কখনও সমস্যা থেকে বেড়োতে পারবেন না৷ স এবং শ দিয়ে যাদের নাম শুরু, তাদের এই ইচ্ছাশক্তি প্রবল হয়ে থাকে৷ যে কোনও পরিস্থিতিতেই এরা নিজেদেরকে খুব সহজে মানিয়ে নিতে পারে৷
advertisement
স বা শ দিয়ে যাদের নাম শুরু তারা কর্মক্ষেত্রে সাধারণত ব্যাপক সাফল্য পেয়ে থাকেন৷ সাধারণত দেখা যায়, কর্মক্ষেত্রে অনেকে দারুণ কাজ করলেও, সাফল্য বা সম্মানের ক্ষেত্রে তারা বেশ পিছিয়ে থাকে৷ এমন পরিস্থিতি সাধারণত এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের সচরাচর পড়তে হয় না৷ কাজের নিরীখে খুব সহজেই এরা কর্মক্ষেত্রে সকলের মন জয় করে ফেলতে পারেন৷
advertisement
স বা শ দিয়ে যাদের নাম শুরু তারা সাধারণত প্রচন্ড চালাক হয়ে থাকেন৷ বুদ্ধি দেয় কাজ বের করে নিতে তারা ওস্তাদ বলা যায়৷ প্রচন্ড বুদ্ধিমান হওয়ায়, অতি কঠিন পরিস্থিতিতেও নিজেরাই সমাধানের পথ খুঁজে নিতে পারে এরা৷ এটাই সব নয়৷ এই অক্ষরগুলি দিয়ে যাদের নাম শুরু, তাদের প্রেম জীবনও হয় দুর্দান্ত৷ প্রেমের ক্ষেত্রে এরা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়ে থাকে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement