Money Plant Vastu Tips: বাড়ির 'এই' দিকে ভুলেও রাখবেন না মানি প্ল্যান্ট গাছ! ঘাড়ে চেপে বসবে আর্থিক, মানসিক কষ্ট, দুঃখ, দুর্দশা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Money Plant Vastu Tips: অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট লাগান, কিন্তু ভুল দিকে রাখলে তা দুর্ভাগ্য ডেকে আনতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, মানি প্ল্যান্টের সঠিক দিক কোনটি জানুন। এই দিকে রাখলে অর্থ, শান্তি ও উন্নতি নিশ্চিত হয়, অবহেলায় হতে পারে চরম ক্ষতি...
অনেকেই নিজের বাড়িতে মানি প্ল্যান্ট লাগান, কিন্তু মাঝে মাঝে এই গাছ লাগানোর পর অশুভ ঘটনা ঘটতে শুরু করে। যদি আপনার সঙ্গেও এমন কিছু ঘটছে, তাহলে একবার দেখে নিন আপনি গাছটি ভুল দিকে রেখেছেন কি না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, মানি প্ল্যান্ট লাগানোর একটি নির্দিষ্ট সঠিক দিক থাকে। যদি সেই নির্দিষ্ট দিকে গাছটি রাখা যায়, তাহলে এটি অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে।
advertisement
যাঁরা গার্ডেনিং ভালোবাসেন, তাঁরা বাড়িতে নানা ধরনের গাছ লাগিয়ে থাকেন এবং সেই গাছগুলোর যত্নও নেন। নিয়মিত জল দেওয়া, সার দেওয়া—সবই করেন যেন গাছগুলি সতেজ থাকে। কিন্তু আপনি যত্ন যতই করুন, যদি গাছটি সঠিক দিকের দিকে না থাকে, তাহলে গাছ শুকিয়ে যেতে পারে এবং ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে। এর ফলে পরিবারে আর্থিক বা মানসিক ক্ষতি হতে পারে।
advertisement
আজকাল প্রায় সব বাড়িতেই মানি প্ল্যান্ট দেখা যায়। কেউ তা ব্যালকনিতে, কেউ লিভিং রুমে, কেউ বা বেডরুমে রাখেন। কিন্তু দিকের প্রতি যত্ন না রাখলে, সংসারে কষ্ট ও ঝামেলা দেখা দিতে পারে। বাস্তুশাস্ত্র বলছে, মানি প্ল্যান্ট রাখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা দরকার, না হলে লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে হয়।
advertisement
বাস্তুশাস্ত্র অনুযায়ী, গাছপালা বাড়ির সুখ-শান্তি এবং সমৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত। এই গাছগুলির ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও মনে করা হয়। মানি প্ল্যান্টকে একটি গুরুত্বপূর্ণ গাছ হিসেবে ধরা হয় কারণ এর সম্পর্ক শুক্র গ্রহের সঙ্গে। এই গাছ ঘরে রাখলে শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং সুখ-সমৃদ্ধিও নিয়ে আসে।
advertisement
advertisement
তাহলে মানি প্ল্যান্ট রাখার সঠিক দিক কোনটি? বাস্তুশাস্ত্র ও জ্যোতিষ অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বা আগ্নেয় কোণই এই গাছ লাগানোর জন্য সবচেয়ে শুভ দিক। এই দিকে মানি প্ল্যান্ট রাখলে ঘরে সুখ, সমৃদ্ধি ও আর্থিক উন্নতি ঘটে। সংসারে ভালোবাসা বাড়ে এবং বাড়িতে উন্নতির ধারা শুরু হয়। এই দিকের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, এবং দেবতা হনুমান ও গ্রহ প্রতিনিধি হলেন শুক্র।
advertisement
advertisement
advertisement
advertisement