Margashirsha Purnima 2024 Positive Effects: বছরের শেষ পূর্ণিমায় খুলবে ভাগ্যের দরজা...! 'গোল্ডেন টাইম' শুরু ৪ রাশি, ঝাঁপি উপুড় করে ঢেলে দেবেন মা লক্ষ্মী, সোনায় মুড়বে কপাল

Last Updated:
Margashirsha Purnima 2024 Positive Effects: এটাই হবে বছরের শেষ পূর্ণিমা৷ তারপরই শুরু হবে পৌষ মাস৷ এই দিনে শ্রী হরির আরাধনা করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। মার্গশীর্ষ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও ভোলেনাথের পূজা করলে বহুগুণ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
1/7
১২ মাসের মধ্যে মার্গশীর্ষ মাসটি ভগবান বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয় বলে মনে করা হয় এবং বিশেষ ফল প্রদান করে। এবছর বছরের শেষ পূর্ণিমা পড়েছে ১৫ ডিসেম্বর৷ এই সময়টি ভক্তদের পাপ বিনাশ এবং মোক্ষ প্রদানের সর্বোত্তম সময় বলে মনে করা হয়।
১২ মাসের মধ্যে মার্গশীর্ষ মাসটি ভগবান বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয় বলে মনে করা হয় এবং বিশেষ ফল প্রদান করে। এবছর বছরের শেষ পূর্ণিমা পড়েছে ১৫ ডিসেম্বর৷ এই সময়টি ভক্তদের পাপ বিনাশ এবং মোক্ষ প্রদানের সর্বোত্তম সময় বলে মনে করা হয়।
advertisement
2/7
এটাই হবে বছরের শেষ পূর্ণিমা৷ তারপরই শুরু হবে পৌষ মাস৷ এই দিনে শ্রী হরির আরাধনা করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। মার্গশীর্ষ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও ভোলেনাথের পূজা করলে বহুগুণ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
এটাই হবে বছরের শেষ পূর্ণিমা৷ তারপরই শুরু হবে পৌষ মাস৷ এই দিনে শ্রী হরির আরাধনা করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। মার্গশীর্ষ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও ভোলেনাথের পূজা করলে বহুগুণ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
advertisement
3/7
জ্যোতিষশাস্ত্র মতে, বছরের শেষ পূর্ণিমা ৪ টি রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে৷ এই ৪ রাশির জাতকেদের সৌভাগ্যের দরজা খুলে যাবে৷ জেনে নিন কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়৷ আপনার কপালে কী?
জ্যোতিষশাস্ত্র মতে, বছরের শেষ পূর্ণিমা ৪ টি রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে৷ এই ৪ রাশির জাতকেদের সৌভাগ্যের দরজা খুলে যাবে৷ জেনে নিন কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়৷ আপনার কপালে কী?
advertisement
4/7
মিথুন রাশি: এই বছরের শেষ পূর্ণিমা মিথুন রাশির জাতকদের জন্য শুভ৷ পূর্ণিমার দিন থেকেই এই রাশির জাতকদেক কর্মজীবন ও ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে৷ আজ  ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে টাকা-পয়সার অভাব হবে না কোনওদিন৷ মা লক্ষ্মীর আশীর্বাদে  সব কাজে সাফল্যপাবেন৷
মিথুন রাশি: এই বছরের শেষ পূর্ণিমা মিথুন রাশির জাতকদের জন্য শুভ৷ পূর্ণিমার দিন থেকেই এই রাশির জাতকদেক কর্মজীবন ও ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে৷ আজ ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে টাকা-পয়সার অভাব হবে না কোনওদিন৷ মা লক্ষ্মীর আশীর্বাদে সব কাজে সাফল্য পাবেন৷
advertisement
5/7
কর্কট রাশি: এই রাশির জাতকরা পৈতৃক সম্পত্তি থেকে বিরাট লাভবান হবেন৷ ব্যবসার অবস্থা অনেকটাই ভাল হবে৷ পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন৷ চাকরিতে পদোন্নতি এবং বেতন বাড়তে পারে৷ আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন৷ শরীর-স্বাস্থ্য ভাল থাকবে৷
কর্কট রাশি: এই রাশির জাতকরা পৈতৃক সম্পত্তি থেকে বিরাট লাভবান হবেন৷ ব্যবসার অবস্থা অনেকটাই ভাল হবে৷ পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন৷ চাকরিতে পদোন্নতি এবং বেতন বাড়তে পারে৷ আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন৷ শরীর-স্বাস্থ্য ভাল থাকবে৷
advertisement
6/7
কন্যা রাশি: এই বছরের শেষ পূর্ণিমা কন্যা রাশির জাতকদের জন্য দুর্দান্ত৷ আজ থেকে জীবন বদলে যাবে৷ ব্যবসায় আমূল পরিবর্তন দেখা যাবে৷ বিনিয়োগের জন্য সময়টা অনুকূল৷ আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন৷
কন্যা রাশি: এই বছরের শেষ পূর্ণিমা কন্যা রাশির জাতকদের জন্য দুর্দান্ত৷ আজ থেকে জীবন বদলে যাবে৷ ব্যবসায় আমূল পরিবর্তন দেখা যাবে৷ বিনিয়োগের জন্য সময়টা অনুকূল৷ আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন৷
advertisement
7/7
ধনু রাশি:  বছরের শেষ পূর্ণিমায় ধনু রাশির জাতকদের কপাল খুলবে৷ এই রাশির জাতক-জাতিকারা ঋণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন৷ কাউকে ধার দিলে সেই টাকাও ফেরত পেতে পারেন৷ সুখ ও সম্পদ উপচে পড়বে৷ আয়ও বাড়বে৷ জীবনে পজিটিভ এনার্জি ফিরে আসবে৷
ধনু রাশি: বছরের শেষ পূর্ণিমায় ধনু রাশির জাতকদের কপাল খুলবে৷ এই রাশির জাতক-জাতিকারা ঋণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন৷ কাউকে ধার দিলে সেই টাকাও ফেরত পেতে পারেন৷ সুখ ও সম্পদ উপচে পড়বে৷ আয়ও বাড়বে৷ জীবনে পজিটিভ এনার্জি ফিরে আসবে৷
advertisement
advertisement
advertisement