লাল গ্রহের বছরে মুনাফায় 'লালে লাল' হবে তিন রাশি! মঙ্গল অস্তে ভাগ্য খুলবে কাদের? এই বছরের শেষে রাজ করবেন কারা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, মঙ্গলের দীর্ঘ সময় ধরে অস্ত অবস্থায় থাকার ফলে লাভের মুখ দেখবেন বেশ কিছু রাশি। মূলত, রক্ত, ভাই, শক্তি, পরাক্রম, শৌর্য্যের কারক মঙ্গল দেব। যিনি অস্ত হওয়ার পর ৩ রাশির জাতকদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এই সৌভাগ্যময় রাশিদের আর্থিক পরিস্থিতি ভাল হবে এবং এদের জীবনে মঙ্গল অস্তের শুভ প্রভাব পড়বে।
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, মঙ্গলের দীর্ঘ সময় ধরে অস্ত অবস্থায় থাকার ফলে লাভের মুখ দেখবেন বেশ কিছু রাশি। মূলত, রক্ত, ভাই, শক্তি, পরাক্রম, শৌর্য্যের কারক মঙ্গল দেব। যিনি অস্ত হওয়ার পর ৩ রাশির জাতকদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এই সৌভাগ্যময় রাশিদের আর্থিক পরিস্থিতি ভাল হবে এবং এদের জীবনে মঙ্গল অস্তের শুভ প্রভাব পড়বে।
advertisement
মিথুন রাশিমঙ্গল অস্ত হয়ে মিথুন রাশির জাতকদের ওপর শুভ প্রভাব ফেলবে। জাতকদের আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভাল হবে এবং আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। বিনিয়োগে বড় লাভ পাওয়া যাবে। জাতকেরা এই সময় বড় কোনও সম্পত্তি কিনতে পারে এবং নিজের ব্যবসাকে প্রসার করার বড় পদক্ষেপ করতে পারে। পরিবারের সঙ্গে জাতকেরা ভাল সময় কাটাবে।
advertisement
advertisement
বৃশ্চিক রাশিবৃশ্চিক রাশির জাতকদের জন্য মঙ্গলের অস্ত হওয়া শুভ পরিণাম দেবে। জাতকদের জীবনে অর্থের কমতি হবে না। আটকে থাকা কাজ করলে জাতকেরা সফল হবেন। যে সব জাতকদের দোকান রয়েছে, তারা এই কাজ আরও বাড়ানোর চিন্তাভাবনা করতে পারেন। বড় কোনও লাভের পর বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস পাবেন। মনের মতো সম্পত্তি কেনার ইচ্ছা সফল হবে।
advertisement