Makar Sankranti 2024: মকর সংক্রান্তিতে খান খিচুড়ি ও এই বিশেষ কালো খাবার! পালাবে অভাব, হাতে আসবে টাকা

Last Updated:
Makar Sankranti 2024: একদিকে যেমন পৌষ মাসের শেষ দিন সেটি, অন্যদিকে ধনুরাশি ছেড়ে সূর্য গমন করে মকর রাশিতে
1/10
আসছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। আগামী ১৫ জানুয়ারি পালিত হবে সেই পুণ্যদিন।
আসছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। আগামী ১৫ জানুয়ারি পালিত হবে সেই পুণ্যদিন।
advertisement
2/10
একদিকে যেমন পৌষ মাসের শেষ দিন সেটি, অন্যদিকে ধনুরাশি ছেড়ে সূর্য গমন করে মকর রাশিতে।
একদিকে যেমন পৌষ মাসের শেষ দিন সেটি, অন্যদিকে ধনুরাশি ছেড়ে সূর্য গমন করে মকর রাশিতে।
advertisement
3/10
বাঙালির দিনপঞ্জিতে মকর সংক্রান্তি খুবই গুরুত্বপূর্ণ ও পুণ্যসঞ্চয়ের বিশেষ তিথি। ঘরে ঘরে পিঠেপুলি তৈরির পার্বণ পালিত হয়।
বাঙালির দিনপঞ্জিতে মকর সংক্রান্তি খুবই গুরুত্বপূর্ণ ও পুণ্যসঞ্চয়ের বিশেষ তিথি। ঘরে ঘরে পিঠেপুলি তৈরির পার্বণ পালিত হয়।
advertisement
4/10
এই বিশেষ তিথিতে পালিত হয় কিছু বিশেষ রীতিনীতি। প্রচলিত বিশ্বাস, এই নীতি পালন করলে সংসারে অর্থ ও সুখশান্তির অভাব হবে না। বলছেন জ্যোতিষী পণ্ডিত মনোহর আচার্য।
এই বিশেষ তিথিতে পালিত হয় কিছু বিশেষ রীতিনীতি। প্রচলিত বিশ্বাস, এই নীতি পালন করলে সংসারে অর্থ ও সুখশান্তির অভাব হবে না। বলছেন জ্যোতিষী পণ্ডিত মনোহর আচার্য।
advertisement
5/10
এই তিথিতে স্নান না করে কোনও আহার গ্রহণ করবেন না। আর্থিক কষ্ট দূর করতে পুজো করুন ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীদেবীর।
এই তিথিতে স্নান না করে কোনও আহার গ্রহণ করবেন না। আর্থিক কষ্ট দূর করতে পুজো করুন ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীদেবীর।
advertisement
6/10
এই পুণ্যতিথিতে ঘরবাড়ি পরিষ্কার করুন। দেখে নিন আপনার গৃহকোণ যেন ঝকঝকে তকতকে হয়।
এই পুণ্যতিথিতে ঘরবাড়ি পরিষ্কার করুন। দেখে নিন আপনার গৃহকোণ যেন ঝকঝকে তকতকে হয়।
advertisement
7/10
রান্নাঘর এবং রান্নার উপকরণ পরিষ্কার রাখুন। তাহলে মা লক্ষ্মীর কৃপালাভ করবেন। আপনার সংসারে তাঁর আগমনের পথ প্রশস্ত হবে।
রান্নাঘর এবং রান্নার উপকরণ পরিষ্কার রাখুন। তাহলে মা লক্ষ্মীর কৃপালাভ করবেন। আপনার সংসারে তাঁর আগমনের পথ প্রশস্ত হবে।
advertisement
8/10
এই তিথিতে সূর্যদেবের পুজো করলে রোগব্যাধি থেকে মুক্তি পাবেন। যশ ও প্রতিপত্তি লাভ করবেন।
এই তিথিতে সূর্যদেবের পুজো করলে রোগব্যাধি থেকে মুক্তি পাবেন। যশ ও প্রতিপত্তি লাভ করবেন।
advertisement
9/10
এই তিথিতে খিচুড়ি এবং মিষ্টিগুড় গ্রহণ অবশ্যই করবেন। কাজের ক্ষেত্রে উন্নতি হবে। কালো তিলের নাড়ুও গ্রহণ করবেন। তাহলে শনিদেবের কৃপা লাভ করবেন। অর্থনৈতিক উন্নতি লাভ করবেন।
এই তিথিতে খিচুড়ি এবং মিষ্টিগুড় গ্রহণ অবশ্যই করবেন। কাজের ক্ষেত্রে উন্নতি হবে। কালো তিলের নাড়ুও গ্রহণ করবেন। তাহলে শনিদেবের কৃপা লাভ করবেন। অর্থনৈতিক উন্নতি লাভ করবেন।
advertisement
10/10
 এই তিথিতে বাড়ির দ্বার থেকে কোনও দুঃস্থ, দরিদ্রকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। তবে দানসামগ্রীর মধ্যে লৌহজাত বা চর্মজ কোনও জিনিস রাখবেন না।
এই তিথিতে বাড়ির দ্বার থেকে কোনও দুঃস্থ, দরিদ্রকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। তবে দানসামগ্রীর মধ্যে লৌহজাত বা চর্মজ কোনও জিনিস রাখবেন না।
advertisement
advertisement
advertisement