Mahashivratri 2024: ৩০০ বছর পর মহাশিবরাত্রিতে বিরল যোগ! টাকার বৃষ্টিতে ভরবে ঘর, চাকরি থেকে ব্যবসায় আসবে বিরাট সাফল্য
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Mahashivratri 2024: এ বছর মহাশিবরাত্রি পালিত হবে ৮ মার্চ। শ্রী কাল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারির মতে, এই বছর মহাশিবরাত্রিতে ৩০০ বছর পর, শিব যোগের সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগের একটি বিরল সংমিশ্রণ তৈরি হচ্ছে।
advertisement
advertisement
জ্যোতিষী ডঃ তিওয়ারির মতে, মহাশিবরাত্রির দিনে, ৩০০ বছর পর, ৮ মার্চ, সর্বার্থ সিদ্ধি যোগে সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং শিব যোগ, ধ্যান এবং মন্ত্র জপের জন্য সেরা সময় এটি। মহাশিবরাত্রিতে সারাদিন থাকবে শিব যোগ। শিব যোগ সূর্যোদয় থেকে বেলা ১২ টা ৪৬ মিনিট পর্যন্ত থাকবে। অন্যদিকে, মহাশিবরাত্রির দিন সকাল ৬টা ৩৮ মিনিট থেকে বেলা ১০ টা ৪১ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জ্যোতিষী ডক্টর তিওয়ারি বলেছেন যে এবার মহাশিবরাত্রি ও শুক্র প্রদোষ একই দিনে একসঙ্গে, এই দিন পূজা করলে মহাশিবরাত্রির বিশেষভাবে শুভ হয়ে উঠবে। উপবাস করে শিবের উপাসনা করলে সমস্ত সমস্যা দূর হতে পারে। শুক্রবার প্রদোষের উপবাস চাকরি ও ব্যবসায় সাফল্য এনে দেয়। পরিবারের সমৃদ্ধি আনে। দাম্পত্য জীবনেও সৌভাগ্য ও সুখ বাড়ে।
advertisement
চলতি বছরের মহাশিবরাত্রির মুহুর্তগুলি জেনে নিনফাল্গুন চতুর্দশী তিথি শুরু হবে ৮ মার্চ, সকাল ৯ টা ৫৭ মিনিট থেকে। ফাল্গুন চতুর্দশী তিথি শেষ হবে ৯ মার্চ, সকাল ৬টা ১৭ মিনিটে। মহাশিবরাত্রির পূজার শুভ মুহুর্ত রাত ১২ টা ৭ মিনিট থেকে শুরু হয়ে বেলা ১২ টা ৫৬ মিনিট পর্যন্ত। (উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)