Mahalaya 2023: মহালয়ার দিন ভুলেও এই তিন কাজ করবেন না! জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, জানুন জ্যোতিষকথা

Last Updated:
Mahalaya 2023: মহালয়ার দিন এই কাজগুলো করলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, দাবি বিখ্যাত জ্যোতিষীর।
1/6
শনিবার মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। কথিত আছে, জ্যোতিষ মতে সারা বছর সুখে শান্তিতে বাঁচার জন্য কিছু নিয়মকানুন এদিন মানা প্রয়োজন।
শনিবার মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। কথিত আছে, জ্যোতিষ মতে সারা বছর সুখে শান্তিতে বাঁচার জন্য কিছু নিয়মকানুন এদিন মানা প্রয়োজন।
advertisement
2/6
মহালয়ার পুণ্যলগ্নে এমন কিছু কাজ রয়েছে যা করলে আপনার জীবনে দুর্দশা আসতে পারে।
মহালয়ার পুণ্যলগ্নে এমন কিছু কাজ রয়েছে যা করলে আপনার জীবনে দুর্দশা আসতে পারে।
advertisement
3/6
বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ দে জানান, অমাবস্যা তিথিতে মহালয়া পালন করা হয়। শাস্ত্র মতে, মহালয়ার এই শুভলগ্নে বাড়িতে কোনও রকম অনুষ্ঠান যেমন বিবাহ অথবা বাড়ি-গাড়ি ইত্যাদি না কেনাই ভাল।
বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ দে জানান, অমাবস্যা তিথিতে মহালয়া পালন করা হয়। শাস্ত্র মতে, মহালয়ার এই শুভলগ্নে বাড়িতে কোনও রকম অনুষ্ঠান যেমন বিবাহ অথবা বাড়ি-গাড়ি ইত্যাদি না কেনাই ভাল।
advertisement
4/6
এছাড়াও মহালয়ার দিনে যিনি তর্পণ করবেন এই দিনটিতে ভুলেও চুল দাড়ি কাটবেন না। পাশাপাশি, এদিন ধূমপান কিংবা মদ্যপান করা উচিত নয়। মাটি খনন করবেন না।
এছাড়াও মহালয়ার দিনে যিনি তর্পণ করবেন এই দিনটিতে ভুলেও চুল দাড়ি কাটবেন না। পাশাপাশি, এদিন ধূমপান কিংবা মদ্যপান করা উচিত নয়। মাটি খনন করবেন না।
advertisement
5/6
এছাড়াও মহালয়ার এই বিশেষ দিনে আমিষ গ্রহণ করা উচিত নয়। পারলে এদিন সপরিবার নিরামিষ খান। এদিন কাউকে ধার দেবেন না।
এছাড়াও মহালয়ার এই বিশেষ দিনে আমিষ গ্রহণ করা উচিত নয়। পারলে এদিন সপরিবার নিরামিষ খান। এদিন কাউকে ধার দেবেন না।
advertisement
6/6
এছাড়াও এদিন আপনার বাড়িতে কোন‌ও ভিক্ষুক এলে তাকে খালি হাতে ফেরাবেন না। মহালয়ার দিন গরিব-দুঃখিকে বস্ত্র কিংবা খাবার দান করা ভীষণ শুভ বলে মনে করা হয় জ্যোতিষ মতে।
এছাড়াও এদিন আপনার বাড়িতে কোন‌ও ভিক্ষুক এলে তাকে খালি হাতে ফেরাবেন না। মহালয়ার দিন গরিব-দুঃখিকে বস্ত্র কিংবা খাবার দান করা ভীষণ শুভ বলে মনে করা হয় জ্যোতিষ মতে।
advertisement
advertisement
advertisement