Mahadev Puja: চৈত্রমাস ‘বাবা’-র মাস, এই সময়ে বাড়ির পাশে জঙ্গলে ফুটে থাকা ফুলে করুন শিবের আরাধনা, যা চাইবেন তাই ফলবে

Last Updated:
Mahadev Puja: মহাদেবের অতি প্রিয় ফুল, এই ফুল দিয়ে তাঁর পুজো করুন, বহুদিনের রোগ-ভোগ দূর হবে, কাটবে সব বাধা বিপত্তি।
1/5
জ্যোতিষশাস্ত্র মতে আকন্দ সংক্রান্ত কিছু প্রতিকারের কথা বলা হয়েছে, যা করলে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কথিত আছে যে প্রতিদিন ভগবান শিবকে আকন্দ ফুলের মালা নিবেদন করলে তিনি খুশি হন।
জ্যোতিষশাস্ত্র মতে আকন্দ সংক্রান্ত কিছু প্রতিকারের কথা বলা হয়েছে, যা করলে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কথিত আছে যে প্রতিদিন ভগবান শিবকে আকন্দ ফুলের মালা নিবেদন করলে তিনি খুশি হন।
advertisement
2/5
হিন্দু ধর্মে গাছপালাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কথিত আছে গাছ-গাছালিতে দেব-দেবীর বাস। ভগবান গণেশ আকন্দ গাছে বাস করেন বলে মনে করা হয়। আবার আকন্দ ফুল ভগবান শিবেরও খুব প্রিয়।
হিন্দু ধর্মে গাছপালাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কথিত আছে গাছ-গাছালিতে দেব-দেবীর বাস। ভগবান গণেশ আকন্দ গাছে বাস করেন বলে মনে করা হয়। আবার আকন্দ ফুল ভগবান শিবেরও খুব প্রিয়।
advertisement
3/5
তারাপীঠ মন্দিরের সেবায়েত গোলক মহারাজ বলেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি ঘরে পজিটিভ শক্তি বজায় রাখতে চান, তাহলে বাড়িতে একটি সাদা আকন্দ ফুলের গাছ লাগান। এতে অশুভ শক্তি কখনও ঘরে প্রবেশ করবে না।
তারাপীঠ মন্দিরের সেবায়েত গোলক মহারাজ বলেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি ঘরে পজিটিভ শক্তি বজায় রাখতে চান, তাহলে বাড়িতে একটি সাদা আকন্দ ফুলের গাছ লাগান। এতে অশুভ শক্তি কখনও ঘরে প্রবেশ করবে না।
advertisement
4/5
শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনও রোগে আক্রান্ত হন তবে মাসের চারটি সোমবার শিবলিঙ্গে ১১টি সাদা আকন্দ ফুল অর্পণ করুন। এতে রোগ থেকে মুক্তি মিলবে এবং ভগবান শিবের কৃপা বজায় থাকবে।
শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনও রোগে আক্রান্ত হন তবে মাসের চারটি সোমবার শিবলিঙ্গে ১১টি সাদা আকন্দ ফুল অর্পণ করুন। এতে রোগ থেকে মুক্তি মিলবে এবং ভগবান শিবের কৃপা বজায় থাকবে।
advertisement
5/5
মহারাজ আরও জানান আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয়। এই ফুল নিবেদন করা হলে তিনি খুবই খুশি হন। সাদা ও নীল রঙের আকন্দ ফুল দেখা যায়। প্রতি সোমবার সকালে স্নান সেরে মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করুন।সুখে শান্তিতে ভরে যাবে আপনার সংসার। Input Souvuk Saha
মহারাজ আরও জানান আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয়। এই ফুল নিবেদন করা হলে তিনি খুবই খুশি হন। সাদা ও নীল রঙের আকন্দ ফুল দেখা যায়। প্রতি সোমবার সকালে স্নান সেরে মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করুন।সুখে শান্তিতে ভরে যাবে আপনার সংসার। Input Souvuk Saha
advertisement
advertisement
advertisement