যুদ্ধ আর দুর্যোগের বছরে মর্ত্যে আসছেন মা দুর্গা! গজে এলেও, গমন করবেন কিসে? ফল কী হতে পারে!

Last Updated:
প্রতিবছর দুর্গাপুজোয় দেবী দুর্গা যে বাহনে আসেন, সেই বাহনে তাঁর আসার যেমন প্রভাব থাকে দেশ দুনিয়ায়, তেমনই তিনি যে বাহনে গমন করেন, সেই বাহনে গমনেরও একটি প্রভাব থাকে। এমনই মান্যতা রয়েছে। দেখে নেওয়া যাক, ২০২৫ সালে দেবী দুর্গার আগমন ও গমন কীসে।
1/12
 মহালয়া পার হতেই গোটা বাংলাজুড়েই শুরু হয়ে গিয়েছে দেবীকে আবাহনের তোড়জোড়। আর কয়েক দিনের অপেক্ষা, তারপরই দেবীর বোধন হবে। বাঙালির প্রাণের উৎসবের ঢাকে পড়বে কাঠি। দিকে দিকে বাজবে ঢাক, আর তার অপেক্ষায় দিন গোনা শুরু! এদিকে, উমাকে ঘরে বরণ করে নিতে যখন বাড়ির চৌকাঠ থেকে সর্বজনীন পুজোর মণ্ডপ সাজছে, তখন অনেকের মনেই কৌতূহল রয়েছে এবছর মা দুর্গা কীসে আসছেন?
মহালয়া পার হতেই গোটা বাংলাজুড়েই শুরু হয়ে গিয়েছে দেবীকে আবাহনের তোড়জোড়। আর কয়েক দিনের অপেক্ষা, তারপরই দেবীর বোধন হবে। বাঙালির প্রাণের উৎসবের ঢাকে পড়বে কাঠি। দিকে দিকে বাজবে ঢাক, আর তার অপেক্ষায় দিন গোনা শুরু! এদিকে, উমাকে ঘরে বরণ করে নিতে যখন বাড়ির চৌকাঠ থেকে সর্বজনীন পুজোর মণ্ডপ সাজছে, তখন অনেকের মনেই কৌতূহল রয়েছে এবছর মা দুর্গা কীসে আসছেন?
advertisement
2/12
 উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপুজোয় দেবী দুর্গা যে বাহনে আসেন, সেই বাহনে তাঁর আসার যেমন প্রভাব থাকে দেশ দুনিয়ায়, তেমনই তিনি যে বাহনে গমন করেন, সেই বাহনে গমনেরও একটি প্রভাব থাকে। এমনই মান্যতা রয়েছে। দেখে নেওয়া যাক, ২০২৫ সালে দেবী দুর্গার আগমন ও গমন কীসে।
উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপুজোয় দেবী দুর্গা যে বাহনে আসেন, সেই বাহনে তাঁর আসার যেমন প্রভাব থাকে দেশ দুনিয়ায়, তেমনই তিনি যে বাহনে গমন করেন, সেই বাহনে গমনেরও একটি প্রভাব থাকে। এমনই মান্যতা রয়েছে। দেখে নেওয়া যাক, ২০২৫ সালে দেবী দুর্গার আগমন ও গমন কীসে।
advertisement
3/12
ড্যামিয়েন সাইমন এক্স-এ লিখেছেন, 'কিরনা হিলসে ভারতীয় আক্রমণের প্রভাব গুগল আর্থের জুন ২০২৫-এর ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এছাড়াও সারগোদা বিমানঘাঁটির মেরামত করা রানওয়েও দেখা যাচ্ছে। পাকিস্তানের সারগোধা জেলায় অবস্থিত কিরনা হিলসকে পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এতে ভূগর্ভস্থ স্টোরেজ সুবিধা, টানেল এবং রাডার স্টেশন রয়েছে বলে জানা গেছে। ১৯৮০-এর দশকে এখানে পারমাণবিক পরীক্ষাও করা হয়েছিল। সারগোদা বিমানঘাঁটির নিকটবর্তী হওয়ার কারণে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়।'
২০২৫ সালে এ পর্যন্ত যুদ্ধের ভয়াবহতার এক প্রকাণ্ড রূপ দেখেছে বিশ্ব। ইউক্রেন, রাশিয়া যুদ্ধ, ইজরায়েল বনাম হামাস সংঘাতের পাশাপাশি, চলতি বছরে ২২ এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাস হানায় ২৬ জন নিরীহে পর্যটকের প্রাণ যায়। পাল্টা জবাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি টার্গেট করে সংহারে নামে ভারতীয় সেনা। শুরু হয় অপারেশন সিঁদুর।
advertisement
4/12
প্রতীকী ছবি
এছাড়াও চলতি বছরে হিমাচল থেকে শুরু করে উত্তর ভারতের নানান অংশে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। সব মিলিয়ে এমন এক পরিস্থিতির মাঝে এবার মর্ত্যে পা রাখছেন উমা! দেবীর আগমন ও গমন চলতি বছরে কীসে? তার ফলাফল কী? দেখে নিন।
advertisement
5/12
 ২০২৫ দুর্গাপুজোয় দেবীর আগমন, গমন:-<br />২০২৫ সালে দেবীর আগমন গজে। যার অর্থ হল, শস্য শ্যামলা বসুন্ধরা। ফলত, দেবীর আগমনকালে চারিদিকে ফুলে ফলে ভরে থাকার বার্তা রয়েছে। এমনই ইঙ্গিত দেয় শাস্ত্রমত। গজে দেবীর আগমনকে শুভ বলে মনে করা হয়।
২০২৫ দুর্গাপুজোয় দেবীর আগমন, গমন:-২০২৫ সালে দেবীর আগমন গজে। যার অর্থ হল, শস্য শ্যামলা বসুন্ধরা। ফলত, দেবীর আগমনকালে চারিদিকে ফুলে ফলে ভরে থাকার বার্তা রয়েছে। এমনই ইঙ্গিত দেয় শাস্ত্রমত। গজে দেবীর আগমনকে শুভ বলে মনে করা হয়।
advertisement
6/12
 অন্যদিকে, দেবীর গমন ২০২৫ সালে দোলায়। মনে করা হয় দেবীর গমন যদি দোলায়, যা মড়কের বার্তা দেয়। যার ইঙ্গিত মোটেও শুভ নয়।<br />কোন বাহনে দেবীর আগমন কী ইঙ্গিত দেয়?
অন্যদিকে, দেবীর গমন ২০২৫ সালে দোলায়। মনে করা হয় দেবীর গমন যদি দোলায়, যা মড়কের বার্তা দেয়। যার ইঙ্গিত মোটেও শুভ নয়।কোন বাহনে দেবীর আগমন কী ইঙ্গিত দেয়?
advertisement
7/12
 দেবী দুর্গার আগমন ও গমন ঘিরে বাহন প্রতিবছরই কিছু না কিছু ইঙ্গিত দিয়ে থাকে। দেখে নেওয়া যাক, কোন বাহনে দেবীর আগমনে, গমনে কী ফল মেলে?
দেবী দুর্গার আগমন ও গমন ঘিরে বাহন প্রতিবছরই কিছু না কিছু ইঙ্গিত দিয়ে থাকে। দেখে নেওয়া যাক, কোন বাহনে দেবীর আগমনে, গমনে কী ফল মেলে?
advertisement
8/12
 দোলা- দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনে মহামারী বিষয়ে ভোগার সম্ভাবনা থেকে যায় বলে মান্যতা রয়েছে।
দোলা- দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনে মহামারী বিষয়ে ভোগার সম্ভাবনা থেকে যায় বলে মান্যতা রয়েছে।
advertisement
9/12
 ঘোটক- ঘোটক অর্থাৎ ঘোড়া। ঘোড়ায় দেবীর আগমন বা গমনের ফল ছত্রভঙ্গ। এতে ধ্বংস বা ছন্নছাড়া বা ধ্বংসাত্মক লীলার ইঙ্গিত থেকে যায় বলে মান্যতা রয়েছে।
ঘোটক- ঘোটক অর্থাৎ ঘোড়া। ঘোড়ায় দেবীর আগমন বা গমনের ফল ছত্রভঙ্গ। এতে ধ্বংস বা ছন্নছাড়া বা ধ্বংসাত্মক লীলার ইঙ্গিত থেকে যায় বলে মান্যতা রয়েছে।
advertisement
10/12
ধর্মীয় বিশ্বাস অনুসারে বলা হয় যে নবরাত্রির দিনগুলিতে মা স্বয়ং তাঁর ভক্তদের মধ্যে থাকেন। এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এই বছর কখন শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে এবং নবরাত্রি শুরু হওয়ার আগে কোন জিনিসপত্র ঘর থেকে বের করে দেওয়া উচিত যাতে ঘরে সর্বদা ইতিবাচক শক্তির প্রবাহ অক্ষুণ্ণ থাকে।
নৌকা- নৌকা বলতে জলমগ্ন সম্পর্কিত কিছু বোঝায়। নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ এও বোঝান হয় শস্যপূর্ণ বসুন্ধরা। এতে ভালো ফসলের ইঙ্গিত থাকে বলে মনে করা হয়।
advertisement
11/12
সনাতন ধর্মে নবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। বছরে চারবার নবরাত্রি উৎসব পালিত হয়, যার মধ্যে একটি হল শরতের শারদীয়া নবরাত্রি, দ্বিতীয়টি হল বসন্তের চৈত্র নবরাত্রি এবং দুটি হল বর্ষা এবং শীতের গুপ্ত নবরাত্রি। নবরাত্রির নয় দিনে জগৎজননী মা জগদম্বার নয়টি রূপের পূজা করার রীতি রয়েছে। এই সময়ে, সত্যিকারের হৃদয়ে মায়ের পূজা করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়।
গজ- গজ বা হস্তী। গজ অর্থাৎ সমৃদ্ধি বা শুভ কিছুকে নির্দেশ করে। ফলত, এই বাহনে দেবীর আগমন শুভ। চলতি বছরে দেবী আসছেন গজে।
advertisement
12/12
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement