Dhan Yog: ঝকঝকে ভাগ্য! ধনযোগে ১ জানুয়ারি থেকে বনবন ঘুরবে 'ভাগ্যের চাকা'...! টাকার গদিতে চড়বে কোন ৩ রাশি?

Last Updated:
Dhan Yog: নতুন বছর নতুন ভাগ্য। অর্থ লাভ, চাকরিতে ভাল সময়। কোন কোন রাশির ভাগ্য খুলছে ধনযোগে? জেনে নিন ২০২৫ সালের রাশিফল।
1/9
শুরু হচ্ছে ধন যোগ! পয়লা জানুয়ারি ২০২৫ থেকেই ভাগ্যের চাকা বনবন করে ঘুরবে কয়েকটি রাশির। আপনার রাশিও কি আছে সেই তালিকায়? জেনে নিন।
শুরু হচ্ছে ধন যোগ! পয়লা জানুয়ারি ২০২৫ থেকেই ভাগ্যের চাকা বনবন করে ঘুরবে কয়েকটি রাশির। আপনার রাশিও কি আছে সেই তালিকায়? জেনে নিন।
advertisement
2/9
নতুন বছরে স্থান পরিবর্তন করছে গ্রহ নক্ষত্ররা। তাই এক এক রাশির উপর সেগুলোর প্রভাবও বদলে যাচ্ছে নতুন বছরে। চিন্তা নেই, আপনারও দিন আসবে। সৌভাগ্য, সম্বৃদ্ধি উপচে পড়বে আপনারও।
নতুন বছরে স্থান পরিবর্তন করছে গ্রহ নক্ষত্ররা। তাই এক এক রাশির উপর সেগুলোর প্রভাবও বদলে যাচ্ছে নতুন বছরে। চিন্তা নেই, আপনারও দিন আসবে। সৌভাগ্য, সম্বৃদ্ধি উপচে পড়বে আপনারও।
advertisement
3/9
২০২৫ সালের জানুয়ারির প্রথম দিনে চন্দ্র প্রবেশ করবে মকর রাশিতে। মঙ্গল আগে থেকেই সেখানে অধিষ্ঠান করছে। এই দুয়ের একত্রিত হওয়ায় বড় যোগ উপস্থিত মকরে।
২০২৫ সালের জানুয়ারির প্রথম দিনে চন্দ্র প্রবেশ করবে মকর রাশিতে। মঙ্গল আগে থেকেই সেখানে অধিষ্ঠান করছে। এই দুয়ের একত্রিত হওয়ায় বড় যোগ উপস্থিত মকরে।
advertisement
4/9
এই অদ্ভুত সমন্বয় ধন যোগ তৈরি করতে চলেছে। যা আড়াই দিন অত্যন্ত প্রভাবশালী হবে। এর দ্বারা ধন সম্পদে উপচে পড়বে কয়েকটি রাশির জাতক-জাতিকার জীবন।
এই অদ্ভুত সমন্বয় ধন যোগ তৈরি করতে চলেছে। যা আড়াই দিন অত্যন্ত প্রভাবশালী হবে। এর দ্বারা ধন সম্পদে উপচে পড়বে কয়েকটি রাশির জাতক-জাতিকার জীবন।
advertisement
5/9
বৃষ রাশি: ধন যোগ বৃষ রাশির জন্য এ বছর অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে। দীর্ঘকালীন অর্থ বৃদ্ধির সম্ভাবনা এই রাশির। নতুন কাজ শুরু করা বা চাকরিতে ঢোকার জন্য এই রাশির শুভ সময় এটিই।
বৃষ রাশি: ধন যোগ বৃষ রাশির জন্য এ বছর অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে। দীর্ঘকালীন অর্থ বৃদ্ধির সম্ভাবনা এই রাশির। নতুন কাজ শুরু করা বা চাকরিতে ঢোকার জন্য এই রাশির শুভ সময় এটিই।
advertisement
6/9
নতুন অর্থ আগমনের উৎস খুলতে চলেছে বৃষ রাশির। তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে। বেড়াতে যাওয়ার জন্যও ভাল সময়।
নতুন অর্থ আগমনের উৎস খুলতে চলেছে বৃষ রাশির। তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে। বেড়াতে যাওয়ার জন্যও ভাল সময়।
advertisement
7/9
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জন্যও অত্যন্ত ভাল সময় আসছে। ধন যোগের প্রভাবে নতুন বছরে খরচ কমবে। চাকরিতে বড় সুযোগ। উন্নতির সম্ভাবনা। পরিবারের সমর্থন পাবেন।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জন্যও অত্যন্ত ভাল সময় আসছে। ধন যোগের প্রভাবে নতুন বছরে খরচ কমবে। চাকরিতে বড় সুযোগ। উন্নতির সম্ভাবনা। পরিবারের সমর্থন পাবেন।
advertisement
8/9
ধনু রাশি: ধনু রাশিরও ভাগ্য খুলবে ধন যোগে। অর্থের আগমন ঘটবে। সুখবর পাবেন। পারিবারিক সমৃদ্ধি আসবে। সম্পর্কের উন্নতি হবে। তবে, বুঝেশুনে কথা বলা অভ্যাস করুন, নয়তো কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
ধনু রাশি: ধনু রাশিরও ভাগ্য খুলবে ধন যোগে। অর্থের আগমন ঘটবে। সুখবর পাবেন। পারিবারিক সমৃদ্ধি আসবে। সম্পর্কের উন্নতি হবে। তবে, বুঝেশুনে কথা বলা অভ্যাস করুন, নয়তো কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
advertisement
9/9
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
advertisement
advertisement
advertisement