Lord Shiva | Shivlingam | Mahadev: বাড়িতে নিয়মিত করেন শিবের পুজো.. এই ভুলগুলো করেন না তো? ভয়ঙ্কর রুষ্ট হবেন মহাদেব

Last Updated:
রোজ মন্দিরে যাওয়া হয়ে ওঠে না৷ ঘরের ঠাকুরঘরেই আমরা অনেকে শিবলিঙ্গের নিয়মিত পূজার্চনা করে থাকি৷ ফুল-বেলপাতা দিয়ে ভোলানাথকে সন্তুষ্ট করার চেষ্টা করি৷ কিন্তু, জানেন কি, বাড়িতে শিবের পুজো করলে কয়েকটি বিশেষ বিষয়ে নজর রাখতে হয়, নাহলেই হয়ে যায় হিতে বিপরীত৷ আসুন জেনে নিই, শিবের পুজোয় কখনওই করা যাবে যে সমস্ত ভুল কাজ৷
1/7
রোজ মন্দিরে যাওয়া হয়ে ওঠে না৷ ঘরের ঠাকুরঘরেই আমরা অনেকে শিবলিঙ্গের নিয়মিত পূজার্চনা করে থাকি৷ ফুল-বেলপাতা দিয়ে ভোলানাথকে সন্তুষ্ট করার চেষ্টা করি৷ কিন্তু, জানেন কি, বাড়িতে শিবের পুজো করলে কয়েকটি বিশেষ বিষয়ে নজর রাখতে হয়, নাহলেই হয়ে যায় হিতে বিপরীত৷ আসুন জেনে নিই, শিবের পুজোয় কখনওই করা যাবে যে সমস্ত ভুল কাজ৷
রোজ মন্দিরে যাওয়া হয়ে ওঠে না৷ ঘরের ঠাকুরঘরেই আমরা অনেকে শিবলিঙ্গের নিয়মিত পূজার্চনা করে থাকি৷ ফুল-বেলপাতা দিয়ে ভোলানাথকে সন্তুষ্ট করার চেষ্টা করি৷ কিন্তু, জানেন কি, বাড়িতে শিবের পুজো করলে কয়েকটি বিশেষ বিষয়ে নজর রাখতে হয়, নাহলেই হয়ে যায় হিতে বিপরীত৷ আসুন জেনে নিই, শিবের পুজোয় কখনওই করা যাবে যে সমস্ত ভুল কাজ৷
advertisement
2/7
মাথার উপরে পাত্র: ঘরের শিবলিঙ্গ সাধারণত পাথরের পাত্রের উপরে রাখা হয়৷ শিবলিঙ্গের উপরে সবসময় একটি পাত্র রাখার পরামর্শ দেন পুরোহিতেরা৷ সেই পাত্রে যাতে সবসময় গঙ্গাজল থাকে৷
মাথার উপরে পাত্র: ঘরের শিবলিঙ্গ সাধারণত পাথরের পাত্রের উপরে রাখা হয়৷ শিবলিঙ্গের উপরে সবসময় একটি পাত্র রাখার পরামর্শ দেন পুরোহিতেরা৷ সেই পাত্রে যাতে সবসময় গঙ্গাজল থাকে৷
advertisement
3/7
সাধারণ জল দিন: মহাদেবকে কোনও নারকেল জল দেবেন না৷ তবে নারকেল ফল হিসাবে অর্পণ করতে পারেন৷
সাধারণ জল দিন: মহাদেবকে কোনও নারকেল জল দেবেন না৷ তবে নারকেল ফল হিসাবে অর্পণ করতে পারেন৷
advertisement
4/7
চাঁপা ফুল: শিবলিঙ্গে কখনও চাঁপা ফুল অর্পণ করবেন না৷
চাঁপা ফুল: শিবলিঙ্গে কখনও চাঁপা ফুল অর্পণ করবেন না৷
advertisement
5/7
তুলসী পাতা অর্পণ নয়: শিবলিঙ্গে কোনওদিন তুলসী পাতা নিবেদন করবেন না৷ শিবলিঙ্গে সবসময় বেলপাতা অর্পণ করুন৷ সঙ্গে শিবলিঙ্গে জল অর্পণ করার পরে চন্দনের তিলক লাগান৷
তুলসী পাতা অর্পণ নয়: শিবলিঙ্গে কোনওদিন তুলসী পাতা নিবেদন করবেন না৷ শিবলিঙ্গে সবসময় বেলপাতা অর্পণ করুন৷ সঙ্গে শিবলিঙ্গে জল অর্পণ করার পরে চন্দনের তিলক লাগান৷
advertisement
6/7
হলুদ নয়: শিবকে ভুল করেও হলুদ নিবেদন করবেন না৷ হলুদ দিয়ে তিলকও আঁকবেন না৷ সবসময় চন্দনের তিলক আঁকবেন৷
হলুদ নয়: শিবকে ভুল করেও হলুদ নিবেদন করবেন না৷ হলুদ দিয়ে তিলকও আঁকবেন না৷ সবসময় চন্দনের তিলক আঁকবেন৷
advertisement
7/7
সিঁদুর কখনও নয়: শিবলিঙ্গে সিঁদুর কখনও অর্পণ করবেন না৷ পুরোহিতেরা বলেন, শিবলিঙ্গে সিঁদুর দিলে স্বামীর অমঙ্গল হয়৷
সিঁদুর কখনও নয়: শিবলিঙ্গে সিঁদুর কখনও অর্পণ করবেন না৷ পুরোহিতেরা বলেন, শিবলিঙ্গে সিঁদুর দিলে স্বামীর অমঙ্গল হয়৷
advertisement
advertisement
advertisement