নতুন বছরে শনির দুরন্ত চালে বদলাবে তিন রাশির ভাগ্য! সূর্যপুত্রের আশীর্বাদে নতুন চাকরি থেকে অপার ধনলাভে ভাসবে কাদের জীবন? জেনে নিন

Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শনিদেব ২০২৫-এর মার্চ মাসে মীন রাশিতে প্রবেশ করেছেন আগামী ২০২৭ সালের জুন মাসে শনিদেব এই রাশিতে বিরাজ করবেন। দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্যে আসতে চলেছে খুশির জোয়ার।
1/6
Astrology
জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব কিছু সময় অন্তর গোচর করে থাকেন। এর ফলে কর্মফলদাতা এবং ন্যায়ধীশ শনির এই গোচরের জন্য বেশ কিছু রাশির জীবনেই ভাগ্যের প্রভাব দেখা যাবে।
advertisement
2/6
নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার প্রেমজীবন সম্পর্কে কী বলছেন তিনি।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শনিদেব ২০২৫-এর মার্চ মাসে মীন রাশিতে প্রবেশ করেছেন আগামী ২০২৭ সালের জুন মাসে শনিদেব এই রাশিতে বিরাজ করবেন। দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্যে আসতে চলেছে খুশির জোয়ার।
advertisement
3/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
কর্কট রাশিআপনাদের জন্য শনিদেবের রূপোর পায়ে চলার ফলে লাভজনক হতে চলেছে। এই সময় চাকরিজীবীদের প্রমোশনের সুযোগ রয়েছে। এই সময় ব্যবসায় সুযোগ রয়েছে। একইসঙ্গে এই সময় পরিশ্রমের ফল পাবেন। এই সময় সহযোগীদের সমর্থন মিলবে। এছাড়াও এই সময় আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। আপনার পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।
advertisement
4/6
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক জাতিকাদের জন‍্যও শুভ হতে চলেছে বুধ-রাহু যুতি। কর্মজীবনেও উন্নতি হবে, আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন, তবে এই সময়টি অনুকূল হতে চলেছে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, যা মানসিক প্রশান্তি দেবে। সন্তান সংক্রান্ত উদ্বেগ দূর হবে এবং বাড়ির পরিবেশ ইতিবাচক থাকবে।
বৃশ্চিক রাশিশনিদেবের রূপোর পায়ের চলনে অনুকূল হতে চলেছে এই রাশির মানুষদের জন্য। ২০২৬ সালে সাহস এবং পরাক্রমে আপনার ভাগ্য খুলতে চলেছে। এই সময় কর্মক্ষেত্রে সিনিয়রদের সাহায্য পাবেন। এই সময় নতুন প্রজেক্টে লাভ পাবেন। একইসঙ্গে এই সময় ধনলাভ হবে। এছাড়াও এই সময় নতুন যোজনায় আপনার সফল হতে চলেছে।
advertisement
5/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
কুম্ভ রাশিআপনাদের জন্য শনির এই চাল লাভজনক হতে চলেছে। কারণ শনি আপনার ধনলাভের ঘরে বসে রয়েছেন। এই সময় আপনার আকস্মিক ধনলাভ হবেন। এই সময় আপনার ব্যবসাতেও ভাল লাভ হবে।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement