Lizard Astrology: শরীরের 'এই' অংশে টিকটিকি পড়লে মৃত্যু অনিবার্য...! টিকটিকি পড়ার সঙ্গে সঙ্গে ঠিক কী করলে কাটবে ফাঁড়া? জানুন জ্যোতিষ মত

Last Updated:
Lizard Astrology: অনেকে মনে করেন, মহিলাদের ক্ষেত্রে টিকটিকি শরীরের বাম পাশে পড়লে, তা ইতিবাচক ফল নিয়ে আসে, আবার পুরুষদের ক্ষেত্রে শরীরের ডান পাশে টিকটিকি পড়া ভাল।
1/8
*বেশিরভাগই জ্যোতিষশাস্ত্রে দৃঢ়ভাবে বিশ্বাসী। বলা হয়, জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে চলার কারণেই ক্যারিয়ারে সাফল্য আসে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শরীরের কিছু অংশে টিকটিকি পড়লে জীবনে উন্নতি হয়, কিছু অংশে টিকটিকি পড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে।
*বেশিরভাগই জ্যোতিষশাস্ত্রে দৃঢ়ভাবে বিশ্বাসী। বলা হয়, জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে চলার কারণেই ক্যারিয়ারে সাফল্য আসে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শরীরের কিছু অংশে টিকটিকি পড়লে জীবনে উন্নতি হয়, কিছু অংশে টিকটিকি পড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে।
advertisement
2/8
*অনেকে মনে করেন, মহিলাদের ক্ষেত্রে টিকটিকি শরীরের বাম পাশে পড়লে, তা ইতিবাচক ফল নিয়ে আসে, আবার পুরুষদের ক্ষেত্রে শরীরের ডান পাশে টিকটিকি পড়া ভাল।
*অনেকে মনে করেন, মহিলাদের ক্ষেত্রে টিকটিকি শরীরের বাম পাশে পড়লে, তা ইতিবাচক ফল নিয়ে আসে, আবার পুরুষদের ক্ষেত্রে শরীরের ডান পাশে টিকটিকি পড়া ভাল।
advertisement
3/8
*মাথায় টিকটিকি পড়লে মহিলাদের জীবন নিয়ে আশঙ্কা হতে পারে, ডান পায়ে পড়লে শত্রু ধ্বংস হয়ে যাবে। টিকটিকি ডান হাতে পড়লে আর্থিক লাভের সম্ভাবনা, অন্যদিকে টিকটিকি পিঠে পড়লে মৃত্যুর খবর শুনতে হতে পারে।
*মাথায় টিকটিকি পড়লে মহিলাদের জীবন নিয়ে আশঙ্কা হতে পারে, ডান পায়ে পড়লে শত্রু ধ্বংস হয়ে যাবে। টিকটিকি ডান হাতে পড়লে আর্থিক লাভের সম্ভাবনা, অন্যদিকে টিকটিকি পিঠে পড়লে মৃত্যুর খবর শুনতে হতে পারে।
advertisement
4/8
*দুই ঠোঁটে টিকটিকি পড়লে নারীদের নতুন করে অসুবিধার আশঙ্কা থাকে বলা যায়। টিকটিকি কোনও মহিলার গায়ে পড়লে নতুন রোগকে ভয় পায় তারা।
*দুই ঠোঁটে টিকটিকি পড়লে নারীদের নতুন করে অসুবিধার আশঙ্কা থাকে বলা যায়। টিকটিকি কোনও মহিলার গায়ে পড়লে নতুন রোগকে ভয় পায় তারা।
advertisement
5/8
*টিকটিকি ব্রহ্মতালুতে পড়লে পুরুষদের মৃত্যুর সম্ভাবনা থাকে। টিকটিকি বাম কাঁধে পড়লে এমন কাজ হবে যা মর্যাদা ক্ষুন্ন করবে।
*টিকটিকি ব্রহ্মতালুতে পড়লে পুরুষদের মৃত্যুর সম্ভাবনা থাকে। টিকটিকি বাম কাঁধে পড়লে এমন কাজ হবে যা মর্যাদা ক্ষুন্ন করবে।
advertisement
6/8
*টিকটিকি মুখে পড়লে, টিকটিকি দুই ঠোঁটের ওপর পড়লে এবং টিকটিকি দুই ঠোঁটে পড়লে মৃত্যুর সম্ভাবনা বেশি। টিকটিকি উপরের ঠোঁটে পড়লে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে, অন্যদিকে টিকটিকি বাম কানে পড়ে।
*টিকটিকি মুখে পড়লে, টিকটিকি দুই ঠোঁটের ওপর পড়লে এবং টিকটিকি দুই ঠোঁটে পড়লে মৃত্যুর সম্ভাবনা বেশি। টিকটিকি উপরের ঠোঁটে পড়লে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে, অন্যদিকে টিকটিকি বাম কানে পড়ে।
advertisement
7/8
*টিকটিকি ডান কানে পড়লে ব্যথা পেতে পারেন। টিকটিকি মুখে পড়লে আর্থিক লাভ হবে। শরীরের যে কোনও অংশে টিকটিকি পড়লে স্নান করে প্রিয় দেবতার কাছে প্রার্থনা করুন, যাতে নিজেকে রক্ষা করা যায়।
*টিকটিকি ডান কানে পড়লে ব্যথা পেতে পারেন। টিকটিকি মুখে পড়লে আর্থিক লাভ হবে। শরীরের যে কোনও অংশে টিকটিকি পড়লে স্নান করে প্রিয় দেবতার কাছে প্রার্থনা করুন, যাতে নিজেকে রক্ষা করা যায়।
advertisement
8/8
*তবে কিছু লোক টিকটিকি সম্পর্কিত জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন না। এমনকি ঘরে মরা টিকটিকি দেখা গেলেও বলা যায়, খারাপ কিছু ঘটছে এটাই তার লক্ষণ।
*তবে কিছু লোক টিকটিকি সম্পর্কিত জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন না। এমনকি ঘরে মরা টিকটিকি দেখা গেলেও বলা যায়, খারাপ কিছু ঘটছে এটাই তার লক্ষণ।
advertisement
advertisement
advertisement