Leo: সিংহ রাশির জাতক-জাতিকারা কেমন ব্যক্তিত্বের অধিকারী হন? আর তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্যই বা কী? যা বলছে জ্যোতিষশাস্ত্র
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Leo Personality Traits: মূলত যাঁদের জন্ম ২৩ জুলাই থেকে ২২ অগাস্টের মধ্যে, তাঁরাই আসলে সিংহ রাশির জাতক-জাতিকা।
advertisement
এঁরা মূলত একইসঙ্গে প্রাণবন্ত, নাটুকে এবং আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন। সব সময় প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন এবং সেই সঙ্গে নিজেদের উদযাপন করতেও ভালবাসেন এঁরা। সিংহ রাশির জাতক-জাতিকাদের মধ্যেই প্রাকৃতিক ভাবে নেতৃত্বদানের ক্ষমতা থাকে। বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারেন তাঁরা। এমনকী নাটুকে প্রকৃতির সিংহ রাশির জাতক-জাতিকারা প্রেমের সম্পর্কের মধ্যে নাটকীয়তা পছন্দ করেন।
advertisement
advertisement
সিংহ রাশির অধিপতি হলেন সূর্য। আর সূর্যই জীবন এবং জীবনীশক্তিকে নিয়ন্ত্রণ করে। সিংহ রাশির জাতক-জাতিকাদের মধ্যে স্থিতিশীলতা, ধারাবাহিকতা এবং আনুগত্য দেখা যায়। এঁদের প্রেম এবং বন্ধুত্বও হয় গভীর। প্রতিটি সম্পর্কে প্রাণ ঢেলে দিতে পারেন সিংহ রাশির জাতক-জাতিকারা। তবে অনেক সময় ইগো, অহঙ্কার এবং হিংসাও এঁদের ব্যবহারে প্রকাশ পায়।
advertisement
advertisement
আবার ট্যারো-র ক্ষেত্রে স্ট্রেংথ কার্ডের প্রতিনিধিত্ব করে সিংহ রাশি। যা শারীরিক, মানসিক এবং মানসিক দৃঢ়তার ঐশ্বরিক অভিব্যক্তিকে প্রতিফলিত করে। জ্যোতিষশাস্ত্র বিশারদদের মতে, সিংহ রাশির জাতক-জাতিকারা আশাবাদী এবং এঁদের কোনও রকম ভয়-ডরই কাবু করতে পারে না। এমনকী, তাঁরা ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারেন না। অগ্রগতির সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক-জাতিকারা নিজেদের সাহসিকতা বৃদ্ধি হওয়ার বিষয়টা বুঝতে সক্ষম হন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)