Leo Love And Relationship 2024: ২০২৪ সালে সিংহ রাশির প্রেমজীবন কেমন কাটবে? বিশদে জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র

Last Updated:
Leo Love And Relationship Horoscope 2024: ঠিক সেরকম ভাবেই প্রেম কিংবা সম্পর্কের দিক থেকেও বছরটা কেমন যাবে, সেটাও সমান ভাবে জানা জরুরি। দেখে নেওয়া যাক, সিংহ রাশির প্রেমজীবন নিয়ে কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
1/5
শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরটা কীভাবে কাটবে, সেটা জানার আগ্রহ সকলের মনেই থাকে। অর্থাৎ কাজ, কেরিয়ার, আর্থিক ও স্বাস্থ্যগত দিক থেকে জীবন কেমন যাবে, সেটা নিয়ে কৌতূহল তো থাকেই। ঠিক সেরকম ভাবেই প্রেম কিংবা সম্পর্কের দিক থেকেও বছরটা কেমন যাবে, সেটাও সমান ভাবে জানা জরুরি। দেখে নেওয়া যাক, সিংহ রাশির প্রেমজীবন নিয়ে কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরটা কীভাবে কাটবে, সেটা জানার আগ্রহ সকলের মনেই থাকে। অর্থাৎ কাজ, কেরিয়ার, আর্থিক ও স্বাস্থ্যগত দিক থেকে জীবন কেমন যাবে, সেটা নিয়ে কৌতূহল তো থাকেই। ঠিক সেরকম ভাবেই প্রেম কিংবা সম্পর্কের দিক থেকেও বছরটা কেমন যাবে, সেটাও সমান ভাবে জানা জরুরি। দেখে নেওয়া যাক, সিংহ রাশির প্রেমজীবন নিয়ে কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
advertisement
2/5
সিংহ রাশির প্রেমজীবন: শুক্রের ইঙ্গিত, এই রাশির প্রেমজীবন বছরের শুরুতে বেশ সম্ভাবনাময় থাকবে। বিদ্যমান সম্পর্ক প্রেম-ভালবাসায় পরিপূর্ণ থাকবে। পরিবারের বড়দের মধ্যে কিছু জটিল মতভেদ হতে পারে। ফেব্রুয়ারিতে ব্যক্তিগত জীবনে একাধিক ভাল জিনিস ঘটবে। এই সময় মঙ্গল এবং শুক্রের জোড়া প্রভাবে প্রেম থাকবে তুঙ্গে।
সিংহ রাশির প্রেমজীবন: শুক্রের ইঙ্গিত, এই রাশির প্রেমজীবন বছরের শুরুতে বেশ সম্ভাবনাময় থাকবে। বিদ্যমান সম্পর্ক প্রেম-ভালবাসায় পরিপূর্ণ থাকবে। পরিবারের বড়দের মধ্যে কিছু জটিল মতভেদ হতে পারে। ফেব্রুয়ারিতে ব্যক্তিগত জীবনে একাধিক ভাল জিনিস ঘটবে। এই সময় মঙ্গল এবং শুক্রের জোড়া প্রভাবে প্রেম থাকবে তুঙ্গে।
advertisement
3/5
গ্রহের গতিবিধির প্রভাব: মঙ্গল ইঙ্গিত করছেন যে, প্রেমের সম্পর্কে প্রবেশের জন্য তাড়াহুড়ো করতে পারেন। যা ভুল হিসেবে প্রমাণিত হবে। শনির পরামর্শ, মার্চ নাগাদ পরিবারের গুরুজনদের সঙ্গে সম্পর্কে উত্থান-পতন আসতে পারে। এই সময় সঙ্গীর সঙ্গে বিবাদের পরিস্থিতি থাকবে। দক্ষিণ ভাগ্যকেন্দ্রের প্রভাবে পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে সুখ আসবে। বছর এগোনোর সঙ্গে সঙ্গে প্রেমের সম্পর্কে ভাল-মন্দ উভয় দিকই আসবে। এপ্রিল নাগাদ মঙ্গলের প্রভাবের ফলে কিছু মারাত্মক চুক্তি কিংবা বিরোধ হতে পারে। প্রয়োজন অনুযায়ী বিষয়গুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সংশোধন করতে হবে। শুক্রের ইঙ্গিত, প্রেমই এই রাশির মানসিক ক্ষেত্রকে দমন করবে। যার ফলে মে মাসে আনন্দের বাতাবরণ থাকবে। যাঁরা সম্পর্কে আছেন, তাঁদের সঙ্গীরা আরও স্নেহপ্রবণ হয়ে উঠবেন।
গ্রহের গতিবিধির প্রভাব: মঙ্গল ইঙ্গিত করছেন যে, প্রেমের সম্পর্কে প্রবেশের জন্য তাড়াহুড়ো করতে পারেন। যা ভুল হিসেবে প্রমাণিত হবে। শনির পরামর্শ, মার্চ নাগাদ পরিবারের গুরুজনদের সঙ্গে সম্পর্কে উত্থান-পতন আসতে পারে। এই সময় সঙ্গীর সঙ্গে বিবাদের পরিস্থিতি থাকবে। দক্ষিণ ভাগ্যকেন্দ্রের প্রভাবে পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে সুখ আসবে। বছর এগোনোর সঙ্গে সঙ্গে প্রেমের সম্পর্কে ভাল-মন্দ উভয় দিকই আসবে। এপ্রিল নাগাদ মঙ্গলের প্রভাবের ফলে কিছু মারাত্মক চুক্তি কিংবা বিরোধ হতে পারে। প্রয়োজন অনুযায়ী বিষয়গুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সংশোধন করতে হবে। শুক্রের ইঙ্গিত, প্রেমই এই রাশির মানসিক ক্ষেত্রকে দমন করবে। যার ফলে মে মাসে আনন্দের বাতাবরণ থাকবে। যাঁরা সম্পর্কে আছেন, তাঁদের সঙ্গীরা আরও স্নেহপ্রবণ হয়ে উঠবেন।
advertisement
4/5
কিন্তু প্রেমজীবন নিয়ে বিভ্রান্ত হতে পারেন। আর সেটা হবে দক্ষিণ ভাগ্যকেন্দ্রের জটিল প্রভাবের কারণে। যদিও শুক্রের থেকে প্রচুর সমর্থন মিলবে। তাই নিজের ভালবাসা এবং আবেগ প্রকাশ করা সহজতর হয়ে উঠবে। বছর এগোনোর সঙ্গে সঙ্গে ভাল প্রভাব জারি হবে। কিন্তু প্রেমজীবনের ক্ষেত্রে জুলাইয়ের পরের ধাপটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দক্ষিণ ভাগ্যকেন্দ্রের প্রভাবে সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে।
কিন্তু প্রেমজীবন নিয়ে বিভ্রান্ত হতে পারেন। আর সেটা হবে দক্ষিণ ভাগ্যকেন্দ্রের জটিল প্রভাবের কারণে। যদিও শুক্রের থেকে প্রচুর সমর্থন মিলবে। তাই নিজের ভালবাসা এবং আবেগ প্রকাশ করা সহজতর হয়ে উঠবে। বছর এগোনোর সঙ্গে সঙ্গে ভাল প্রভাব জারি হবে। কিন্তু প্রেমজীবনের ক্ষেত্রে জুলাইয়ের পরের ধাপটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দক্ষিণ ভাগ্যকেন্দ্রের প্রভাবে সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে।
advertisement
5/5
সুখ না কি বিবাদ?- নিজের সঙ্গীর সঙ্গে নতুন বিষয়ে আলোচনা করা হলে সম্পর্ক মজবুত হবে। এটা হবে বছরের শেষ ভাগে। নিজের অন্তর্দৃষ্টির উপর ভরসা করলে ভালবাসার সুযোগ মিলতে পারে। ধীরে ধীরে শুক্র আপনাকে ঠান্ডা রাখবেন। তবে শুক্রের ইঙ্গিত, অক্টোবর নাগাদ প্রেমজীবন দুর্দান্ত হবে। মঙ্গলের প্রভাবে এনার্জি থাকবে তুঙ্গে। আর সম্পর্কেও সক্রিয় থাকতে পারবেন। ব্যক্তিগত দিক থেকে নতুন সম্পর্ক ধীর গতিতে এগোবে। দক্ষিণ ভাগ্যকেন্দ্রের প্রভাবে নভেম্বরে প্রেমজীবনে ঘনিষ্ঠতা তৈরি হবে। শুক্রের প্রভাবে অনুভূতি বৃদ্ধি পাবে। বছর এগোনোর সঙ্গে সঙ্গে সম্পর্কও সুন্দর হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
সুখ না কি বিবাদ?- নিজের সঙ্গীর সঙ্গে নতুন বিষয়ে আলোচনা করা হলে সম্পর্ক মজবুত হবে। এটা হবে বছরের শেষ ভাগে। নিজের অন্তর্দৃষ্টির উপর ভরসা করলে ভালবাসার সুযোগ মিলতে পারে। ধীরে ধীরে শুক্র আপনাকে ঠান্ডা রাখবেন। তবে শুক্রের ইঙ্গিত, অক্টোবর নাগাদ প্রেমজীবন দুর্দান্ত হবে। মঙ্গলের প্রভাবে এনার্জি থাকবে তুঙ্গে। আর সম্পর্কেও সক্রিয় থাকতে পারবেন। ব্যক্তিগত দিক থেকে নতুন সম্পর্ক ধীর গতিতে এগোবে। দক্ষিণ ভাগ্যকেন্দ্রের প্রভাবে নভেম্বরে প্রেমজীবনে ঘনিষ্ঠতা তৈরি হবে। শুক্রের প্রভাবে অনুভূতি বৃদ্ধি পাবে। বছর এগোনোর সঙ্গে সঙ্গে সম্পর্কও সুন্দর হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement