Lakshmi Puja Rituals: বাড়িতে পুজোর সময়ে এই বিষয়গুলির খেয়াল রাখুন, লক্ষ্মীর আশীর্বাদে অর্থ-সম্পত্তি উপচে পড়বে

Last Updated:
Lakshmi Puja Rituals: আজ কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে সন্ধ্যায় উঠোনে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীর নাম নিলে সারাবছর লক্ষ্মীর আগমন ঘটে।
1/6
বীরভূম,সৌভিক রায়: আজ শুক্লা চতুর্দশী অর্থাৎ মা তারার আবির্ভাব তিথি। আবার এর পাশাপাশি আজ কোজাগরী লক্ষ্মীপুজো। এই দুই তিথি উপলক্ষে তারাপীঠ মন্দিরে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম।সকাল থেকেই মা তারা বিরাজমান তার নিজের বিশ্রাম মঞ্চে। আজ সারাদিন বিশ্রাম মঞ্চে মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তবে আজকের এই বিশেষ দিনে কী কী নিয়ম মেনে চলা উচিত, কী নিয়ম মেনে চললে সারাবছর সুখ শান্তিতে কাটাতে পারবেন আপনি?
আজ শুক্লা চতুর্দশী অর্থাৎ মা তারার আবির্ভাব তিথি। আবার এর পাশাপাশি আজ কোজাগরী লক্ষ্মীপুজো। এই দুই তিথি উপলক্ষে তারাপীঠ মন্দিরে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম।সকাল থেকেই মা তারা বিরাজমান তার নিজের বিশ্রাম মঞ্চে। আজ সারাদিন বিশ্রাম মঞ্চে মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তবে আজকের এই বিশেষ দিনে কী কী নিয়ম মেনে চলা উচিত, কী নিয়ম মেনে চললে সারাবছর সুখ শান্তিতে কাটাতে পারবেন আপনি?ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/6
এই বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গোলক মহারাজ জানান আজ যেহেতু কোজাগরী লক্ষ্মীপুজো তাই আজকের এই বিশেষ তিথি উপলক্ষে সন্ধ্যায় বাড়ির উঠোনের এক কোণে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর নাম নিলে সারা বছর বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটবে। এর পাশাপাশি পাঁচ রকম মিষ্টি ও ফল দিয়ে কোনও লক্ষ্মী মন্দিরে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হবে বলে জানান।
এই বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গোলক মহারাজ জানান আজ যেহেতু কোজাগরী লক্ষ্মীপুজো তাই আজকের এই বিশেষ তিথি উপলক্ষে সন্ধ্যায় বাড়ির উঠোনের এক কোণে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর নাম নিলে সারা বছর বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটবে। এর পাশাপাশি পাঁচ রকম মিষ্টি ও ফল দিয়ে কোনও লক্ষ্মী মন্দিরে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হবে বলে জানান।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/6
এর পাশাপাশি তিনি আরও জানান কোনোভাবেই ভুল করেও লোহার সামগ্রী ব্যবহার না করা, মা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ না করা, মন্ত্রপাঠের মাধ্যমে আরাধনা করা, এবং সঠিক সামগ্রী, যেমন পদ্মফুল, নারকেল, এবং ক্ষীর নিবেদন করা উচিত,আপনি চাইলে পাঁচ রকম মিষ্টি দিয়েও পুজো করতে পারেন।
এর পাশাপাশি তিনি আরও জানান কোনোভাবেই ভুল করেও লোহার সামগ্রী ব্যবহার না করা, মা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ না করা, মন্ত্রপাঠের মাধ্যমে আরাধনা করা, এবং সঠিক সামগ্রী, যেমন পদ্মফুল, নারকেল, এবং ক্ষীর নিবেদন করা উচিত,আপনি চাইলে পাঁচ রকম মিষ্টি দিয়েও পুজো করতে পারেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/6
দেবী লক্ষ্মীকে প্রতিমা, সরার উপর আঁকা ছবি, অথবা কলাগাছ হিসেবেও পুজো করা হয়ে থাকে। এর পাশাপাশি লক্ষ্মী পুজোর জন্য ধান, কড়ি, পান, হলুদ, ঘট, আতপ চাল, দই, মধু, ঘি, চিনি, এবং পদ্মফুল, লাল গোলাপের মতো ফুল ব্যবহার করা প্রয়োজন। আপনি যদি পারেন তাহলে লক্ষ্মী পুজোর সারারাত আলো জ্বালিয়ে রাখুন তাহলে লক্ষ্মী কৃপা করবে আপনার ওপর।
দেবী লক্ষ্মীকে প্রতিমা, সরার উপর আঁকা ছবি, অথবা কলাগাছ হিসেবেও পুজো করা হয়ে থাকে। এর পাশাপাশি লক্ষ্মী পুজোর জন্য ধান, কড়ি, পান, হলুদ, ঘট, আতপ চাল, দই, মধু, ঘি, চিনি, এবং পদ্মফুল, লাল গোলাপের মতো ফুল ব্যবহার করা প্রয়োজন। আপনি যদি পারেন তাহলে লক্ষ্মী পুজোর সারারাত আলো জ্বালিয়ে রাখুন তাহলে লক্ষ্মী কৃপা করবে আপনার ওপর।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/6
এছাড়াও, পুজোর সময় বাড়িতে আলো জ্বালিয়ে রাখা অত্যান্ত প্রয়োজন এবং পরিবারের সদস্যরা মিলে দেবীর আরাধনা করা প্রয়োজন, যা দেবীর কৃপা লাভের ক্ষেত্রে সাহায্য করে।দেবী লক্ষ্মীকে প্রতিমা, সরার উপর আঁকা ছবি, অথবা কলাগাছ হিসেবেও পুজো করা হয়ে থাকে।
এছাড়াও, পুজোর সময় বাড়িতে আলো জ্বালিয়ে রাখা অত্যান্ত প্রয়োজন এবং পরিবারের সদস্যরা মিলে দেবীর আরাধনা করা প্রয়োজন, যা দেবীর কৃপা লাভের ক্ষেত্রে সাহায্য করে।দেবী লক্ষ্মীকে প্রতিমা, সরার উপর আঁকা ছবি, অথবা কলাগাছ হিসেবেও পুজো করা হয়ে থাকে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
6/6
এর পাশাপাশি লক্ষ্মী পুজোর জন্য ধান, কড়ি, পান, হলুদ, ঘট, আতপ চাল, দই, মধু, ঘি, চিনি, এবং পদ্মফুল, লাল গোলাপের মতো ফুল ব্যবহার করা প্রয়োজন। আপনি যদি পারেন তাহলে লক্ষ্মী পুজোর সারারাত আলো জ্বালিয়ে রাখুন তাহলে লক্ষ্মী কৃপা করবে আপনার ওপর।
এর পাশাপাশি লক্ষ্মী পুজোর জন্য ধান, কড়ি, পান, হলুদ, ঘট, আতপ চাল, দই, মধু, ঘি, চিনি, এবং পদ্মফুল, লাল গোলাপের মতো ফুল ব্যবহার করা প্রয়োজন। আপনি যদি পারেন তাহলে লক্ষ্মী পুজোর সারারাত আলো জ্বালিয়ে রাখুন তাহলে লক্ষ্মী কৃপা করবে আপনার ওপর।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
advertisement
advertisement