Janmashtami 2022: কৃষ্ণের খুব প্রিয় এই জিনিসগুলি, জন্মাষ্টমীর পুজোয় বাদ দিলে চলবে না...

Last Updated:
Krishna Janmashtmi 2022 : ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম হয়েছিল। এই দিনটি কৃষ্ণ জন্মাষ্টমী হিসাবে আড়ম্বর সহকারে পালিত হয়। এই দিনে শ্রী কৃষ্ণের ভক্তরা রাত ১২টায় বাল গোপালের পুজো করে উপবাস ভাঙেন।
1/5
ময়ূরপুচ্ছ: সবাই জানে কৃষ্ণের মুকুটে ময়ূরের পালক রয়েছে। তাই জন্মাষ্টমীর পুজার সময় সবসময় ময়ূরের পালক রাখা উচিত। পুজোর ঘরে ময়ূরের পালক রাখলে ঘরের সমস্ত অশুভ শক্তি দূর হয়।
ময়ূরপুচ্ছ: সবাই জানে কৃষ্ণের মুকুটে ময়ূরের পালক রয়েছে। তাই জন্মাষ্টমীর পুজার সময় সবসময় ময়ূরের পালক রাখা উচিত। পুজোর ঘরে ময়ূরের পালক রাখলে ঘরের সমস্ত অশুভ শক্তি দূর হয়।
advertisement
2/5
মাখন-মিশ্রি: মাখন-মিশ্রি নিয়ে অনেক গল্প শোনা যায়৷ শৈশব থেকেই ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় ছিল মাখন। শৈশবের কৃষ্ণ বা গোপাল চুরি করে মাখন খেতে, সেই গল্প খুবই প্রচলিত৷ অনেক ক্ষেত্রে গোপালকে ননী গোপালও বলা হয়৷ ননী অর্থাৎ মাখন৷ জন্মাষ্টমীর পুজোতেও কৃষ্ণকে মাখন-মিশ্রি নিবেদন করতে হবে।
মাখন-মিশ্রি: মাখন-মিশ্রি নিয়ে অনেক গল্প শোনা যায়৷ শৈশব থেকেই ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় ছিল মাখন। শৈশবের কৃষ্ণ বা গোপাল চুরি করে মাখন খেতে, সেই গল্প খুবই প্রচলিত৷ অনেক ক্ষেত্রে গোপালকে ননী গোপালও বলা হয়৷ ননী অর্থাৎ মাখন৷ জন্মাষ্টমীর পুজোতেও কৃষ্ণকে মাখন-মিশ্রি নিবেদন করতে হবে।
advertisement
3/5
ধনিয়ার পঞ্জিরি: জ্যোতিষশাস্ত্রে বাড়িতে ব্যবহৃত ধন সম্পদের সঙ্গে যুক্ত হতে দেখা গেছে। ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় ধন সম্পদের অনেক গুরুত্ব রয়েছে। এই সম্পদের প্রতিরূপ হিসেবে ধনিয়ার পঞ্জিরি (এক ধরনের মিষ্টি) কানহাকে নিবেদনের জন্য দিতে পারেন।
ধনিয়ার পঞ্জিরি: জ্যোতিষশাস্ত্রে বাড়িতে ব্যবহৃত ধন সম্পদের সঙ্গে যুক্ত হতে দেখা গেছে। ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় ধন সম্পদের অনেক গুরুত্ব রয়েছে। এই সম্পদের প্রতিরূপ হিসেবে ধনিয়ার পঞ্জিরি (এক ধরনের মিষ্টি) কানহাকে নিবেদনের জন্য দিতে পারেন।
advertisement
4/5
বাঁশি: ভগবান শ্রীকৃষ্ণও তাঁর বাঁশি খুব ভালবাসেন এমনই কথিত রয়েছে৷ তাই কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোয়েও বাঁশি রাখা উচিত। এমনটা বিশ্বাস করা হয় যে পুজোয় বাঁশি রাখলে কৃষ্ণ তাঁর ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন।
বাঁশি: ভগবান শ্রীকৃষ্ণও তাঁর বাঁশি খুব ভালবাসেন এমনই কথিত রয়েছে৷ তাই কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোয়েও বাঁশি রাখা উচিত। এমনটা বিশ্বাস করা হয় যে পুজোয় বাঁশি রাখলে কৃষ্ণ তাঁর ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন।
advertisement
5/5
গরু: ভগবান শ্রীকৃষ্ণের শৈশব কাটে গো বলয়ে৷ গরুর সেবায়। এ কারণে গরুর প্রতি তার খুব অনুরাগ। তাই জন্মাষ্টমীর দেওয়া ভোগ গরুর খাঁটি ঘি দিয়ে তৈরি করতে হবে এবং জন্মাষ্টমীর পুজোয় গরুর মূর্তি রাখতে পারেন।
গরু: ভগবান শ্রীকৃষ্ণের শৈশব কাটে গো বলয়ে৷ গরুর সেবায়। এ কারণে গরুর প্রতি তার খুব অনুরাগ। তাই জন্মাষ্টমীর দেওয়া ভোগ গরুর খাঁটি ঘি দিয়ে তৈরি করতে হবে এবং জন্মাষ্টমীর পুজোয় গরুর মূর্তি রাখতে পারেন।
advertisement
advertisement
advertisement