Vishwakarma Puja 2023 Date: পুজোর তারিখে বদল, এবার সেপ্টেম্বরের কত তারিখে পড়ছে বিশ্বকর্মা পুজো? জানুন নির্ঘণ্ট

Last Updated:
Vishwakarma Puja 2023 Date: সচরাচর ১৭ সেপ্টেম্বর করে প্রতিবছর বিশ্বকর্মা পুজো হয়। ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো করা হয়। বিভিন্ন অফিসের কর্মীরা মেতে ওঠেন এই পুজোয়।
1/5
আসছে দুর্গাপুজো। সাজো সাজো রব চারদিকে, তারই আগে অবশ্য বিশ্বকর্মায় মেতে উঠবে বাংলার আনাচেকানাচে। দুর্গাপুজোর সূচনা যেন এই দেবতার পুজোর হাত ধরেই। এই বছর কবে পড়ছে এই পুজোর তারিখ।
আসছে দুর্গাপুজো। সাজো সাজো রব চারদিকে, তারই আগে অবশ্য বিশ্বকর্মায় মেতে উঠবে বাংলার আনাচেকানাচে। দুর্গাপুজোর সূচনা যেন এই দেবতার পুজোর হাত ধরেই। এই বছর কবে পড়ছে এই পুজোর তারিখ।
advertisement
2/5
সচরাচর ১৭ সেপ্টেম্বর করে প্রতিবছর বিশ্বকর্মা পুজো হয়। ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো করা হয়। বিভিন্ন অফিসের কর্মীরা মেতে ওঠেন এই পুজোয়।
সচরাচর ১৭ সেপ্টেম্বর করে প্রতিবছর বিশ্বকর্মা পুজো হয়। ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো করা হয়। বিভিন্ন অফিসের কর্মীরা মেতে ওঠেন এই পুজোয়।
advertisement
3/5
তবে এবার পুজোর তারিখ পাল্টে গিয়েছে। কী বলছে পঞ্জিকা? ১৭ সেপ্টেম্বরের বদলে এই বছর বিশ্বকর্মা পুজো হচ্ছে ১৮ সেপ্টেম্বর। বাংলায় ৩১ ভাদ্র, সোমবার।
তবে এবার পুজোর তারিখ পাল্টে গিয়েছে। কী বলছে পঞ্জিকা? ১৭ সেপ্টেম্বরের বদলে এই বছর বিশ্বকর্মা পুজো হচ্ছে ১৮ সেপ্টেম্বর। বাংলায় ৩১ ভাদ্র, সোমবার।
advertisement
4/5
পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা জানান, এবার বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অর্থাৎ ১৮ সেপ্টেম্বর সোমবার পালিত হবে। এ সময় পূজার শুভ সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।
পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা জানান, এবার বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অর্থাৎ ১৮ সেপ্টেম্বর সোমবার পালিত হবে। এ সময় পূজার শুভ সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।
advertisement
5/5
সুতরাং আগামী সোমবার অফিসে অফিসে পুজো হবে বিশ্বকর্মার। বাংলার আকাশে আকাশে উড়বে রংবেরঙের ঘুড়ি। একইসঙ্গে চলবে দুর্গাপুজোর প্রস্তুতি।
সুতরাং আগামী সোমবার অফিসে অফিসে পুজো হবে বিশ্বকর্মার। বাংলার আকাশে আকাশে উড়বে রংবেরঙের ঘুড়ি। একইসঙ্গে চলবে দুর্গাপুজোর প্রস্তুতি।
advertisement
advertisement
advertisement