Keys | Vastu Tips: জীবন ছাড়খার হবে! ঘরের এই ৩ জায়গায় চাবির গোছা রাখলেই চরম ভুল করবেন, নিমেষে বিদায় নেবে সৌভাগ্য
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Keys | Vastu Tips: বাস্তু অনুসারে সঠিক স্থানে চাবি রাখলে ঘরে শুভ শক্তির সঞ্চার হয়। জেনে নিন ঘরের কোথায় চাবি রাখবেন আর কোথায় রাখবেন না।
বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক ভাবে কিছু নিয়ম মেনে চললে আমাদের জীবনের অনেক সমস্যা দূর করা যায়। ঘরের কোথায় কী রাখলে উপকার সেই নিয়েও বাস্তুশাস্ত্রে রয়েছে নানান পরামর্শ। কারণ সঠিক বাস্তু আমাদের চারপাশে পজিটিভ পরিবেশ এনে দেয়। এর ফলে অশুভ শক্তি সরে গিয়ে শুভ শক্তির সঞ্চার হয়। আর তাতেই সদর্থক দিকে বদলাতে শুরু করে জীবন। এর ফলে জীবন সহজ ও সুন্দর হয়ে ওঠে। আসে সাফল্য। ঘরের বিভিন্ন বস্তুর পাশাপাশি আজ আমরা আলোচনা করব চাবি রাখার বিষয়ে বাস্তুশাস্ত্রে কী পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
সব বাড়িতেই সদর দরজা থেকে অন্যান্য দরজা ও আলমারির চাবি সাধারণত একসঙ্গে রাখার অভ্যেস রয়েছে। বাড়ির দরজা থেকে আলমারি, গাড়ি থেকে লকার - সবকিছুতেই চাবি লাগানোর ব্যবস্থা রয়েছে। আর এই চাবির গোছা রাখার জন্য সবার বাড়িতেই একটা নির্দিষ্ট জায়গা থাকে। কারণ কোনও ভাবে একটা চাবি হারিয়ে গেলেই নানা সমস্যার মধ্যে পড়তে হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement