Kaushiki Amavsya Lucky Zodiac: কৌশিকী অমাবস্যায় এবার বিশেষ যোগ! সূর্য-চন্দ্রের মহামিলনে ভাগ্য খুলবে এই রাশির, ধন-সম্পদ-ঐশ্বর্য-সাফল্য, পাবেন তারা মায়ের কৃপা

Last Updated:
Kaushiki Amavsya Lucky Zodiac: অমাবস্যার গুরুত্ব অসীম। ভাদ্রমাসের এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রের রীতি মেনেই কালীপুজো করা হয়ে থাকে। এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায়।
1/8
দশমহাবিদ্যার অন্যতম মহাবিদ্যাশক্তি হল আদ্যাশক্তি। সেই আদ্যাশক্তির আরাধনা করেন যাঁরা, তাঁদের কাছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অসীম। ভাদ্রমাসের এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রের রীতি মেনেই কালীপুজো করা হয়ে থাকে। এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায়। কথিত আছে, কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী।
দশমহাবিদ্যার অন্যতম মহাবিদ্যাশক্তি হল আদ্যাশক্তি। সেই আদ্যাশক্তির আরাধনা করেন যাঁরা, তাঁদের কাছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অসীম। ভাদ্রমাসের এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রের রীতি মেনেই কালীপুজো করা হয়ে থাকে। এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায়। কথিত আছে, কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী।
advertisement
2/8
অমাবস্যা পালন করলে সিদ্ধিলাভ ঘটে, আশাতীত সাফল্য লাভ করতে পারেন ভক্তরা। শুধু তাই নয়, এই অমাবস্যার বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো হয় ধুমধাম করে। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
অমাবস্যা পালন করলে সিদ্ধিলাভ ঘটে, আশাতীত সাফল্য লাভ করতে পারেন ভক্তরা। শুধু তাই নয়, এই অমাবস্যার বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো হয় ধুমধাম করে। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
advertisement
3/8
এই আজকের তিথি কে কৌশিকী রূপ ধারণ করেছিল এবং অসুর বিনাশ করেছিল। তাই এর নাম কৌশিকী অমাবস্যা। আজকের দিন মহাসিদ্ধির একটা দিন। শুক্র দেবের নক্ষত্র। এছাড়াও আজকের যোগ হল সার্ধ যোগ। যা কিছু তন্ত্র ক্রীয়া করা হবে তা সিদ্ধির জায়গায় পৌঁছাবে।
এই আজকের তিথি কে কৌশিকী রূপ ধারণ করেছিল এবং অসুর বিনাশ করেছিল। তাই এর নাম কৌশিকী অমাবস্যা। আজকের দিন মহাসিদ্ধির একটা দিন। শুক্র দেবের নক্ষত্র। এছাড়াও আজকের যোগ হল সার্ধ যোগ। যা কিছু তন্ত্র ক্রীয়া করা হবে তা সিদ্ধির জায়গায় পৌঁছাবে।
advertisement
4/8
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, ২০২৫-এর অষ্টম মাস সূর্য, বুধ, শুক্রের অবস্থানে পরিবর্তন আসতে চলেছে ৷ এরফলেই ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট পরিবর্তন নিয়ে আসতে চলেছে।
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, ২০২৫-এর অষ্টম মাস সূর্য, বুধ, শুক্রের অবস্থানে পরিবর্তন আসতে চলেছে ৷ এরফলেই ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট পরিবর্তন নিয়ে আসতে চলেছে।
advertisement
5/8
রাজা সূর্য সিংহ ও কর্কটে বিরাজমান থাকবেন ৷ যদি শুক্রের কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে মিথুন ও কর্কটে থাকবেন। মঙ্গল কন্যাতে, শনি মীনে ও রাহু কুম্ভতে, কেতু সিংহতে থাকবে ৷ একই সঙ্গে বুধের মার্গি হতে চলেছে অগাস্টে৷ অগাস্টে বুধ মার্গির সঙ্গে সঙ্গে অস্তমিতও হতে চলেছেন।
রাজা সূর্য সিংহ ও কর্কটে বিরাজমান থাকবেন ৷ যদি শুক্রের কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে মিথুন ও কর্কটে থাকবেন। মঙ্গল কন্যাতে, শনি মীনে ও রাহু কুম্ভতে, কেতু সিংহতে থাকবে ৷ একই সঙ্গে বুধের মার্গি হতে চলেছে অগাস্টে৷ অগাস্টে বুধ মার্গির সঙ্গে সঙ্গে অস্তমিতও হতে চলেছেন।
advertisement
6/8
অগাস্ট মাস থেকেই বেশ কয়েকটি রাশির জন্য অত্যন্ত ভাল হতে চলেছে৷ গ্রহের রাজকুমার বুধ অগাস্টে অস্তে যাবে ৷ ফলত পরিস্থিতি একটু বদলাবে ৷ অগাস্ট মাসের শুরুতে বুধ কর্কটে এরপরে ৩০ অগাস্টে বুধ সিংহতে প্রবেশ করবে ৷ একই সঙ্গে বুধ পুষ্য নক্ষত্র থেকে অশ্লেষার সঙ্গে সঙ্গে মঘা নক্ষত্রে থাকবেন ৷
অগাস্ট মাস থেকেই বেশ কয়েকটি রাশির জন্য অত্যন্ত ভাল হতে চলেছে৷ গ্রহের রাজকুমার বুধ অগাস্টে অস্তে যাবে ৷ ফলত পরিস্থিতি একটু বদলাবে ৷ অগাস্ট মাসের শুরুতে বুধ কর্কটে এরপরে ৩০ অগাস্টে বুধ সিংহতে প্রবেশ করবে ৷ একই সঙ্গে বুধ পুষ্য নক্ষত্র থেকে অশ্লেষার সঙ্গে সঙ্গে মঘা নক্ষত্রে থাকবেন ৷
advertisement
7/8
শনিদেব মীনে বক্রি, রাহু কুম্ভতে ও কেতু সিংহতে বিরাজমান৷ ১৭ অগাস্ট সূর্য ও কেতুর মিলনে গ্রহণযোগ তৈরি হয়েছে৷ অফিসে পেতে পারেন নতুন দায়িত্ব৷ নতুন চাকরির সম্ভাবনা থাকছে৷ অফিসে বড়সড় দায়িত্ব পাবেন৷ শনির বক্রি জীবনে স্থায়িত্ব প্রদান করবে৷ জীবনে সুখ ও শান্তির বসত হবে।
শনিদেব মীনে বক্রি, রাহু কুম্ভতে ও কেতু সিংহতে বিরাজমান৷ ১৭ অগাস্ট সূর্য ও কেতুর মিলনে গ্রহণযোগ তৈরি হয়েছে ৷ অফিসে পেতে পারেন নতুন দায়িত্ব ৷ নতুন চাকরির সম্ভাবনা থাকছে ৷ অফিসে বড়সড় দায়িত্ব পাবেন ৷ শনির বক্রি জীবনে স্থায়িত্ব প্রদান করবে ৷ জীবনে সুখ ও শান্তির বসত হবে ৷
advertisement
8/8
শিক্ষা, বিবাহ, চাকরিতে বিশেষ ভাবে সফল হবেন, যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের জন্য অত্যন্ত ভাল মুহূর্ত আসতে চলেছেন ৷ জীবনের নানা সমস্যার সমাধান হবে এবার ৷ জীবনে সুখ ও শান্তির বসবাস হবে ৷ অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে চলেছে ৷ বিবাহিত জীবনের সমস্যা এবার শেষ হবে ৷ আগের থেকে আর্থিক পরিস্থিতি ভাল হবে।
শিক্ষা, বিবাহ, চাকরিতে বিশেষ ভাবে সফল হবেন, যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের জন্য অত্যন্ত ভাল মুহূর্ত আসতে চলেছেন ৷ জীবনের নানা সমস্যার সমাধান হবে এবার ৷ জীবনে সুখ ও শান্তির বসবাস হবে ৷ অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে চলেছে ৷ বিবাহিত জীবনের সমস্যা এবার শেষ হবে ৷ আগের থেকে আর্থিক পরিস্থিতি ভাল হবে।
advertisement
advertisement
advertisement