এ বছরের কৌশিকী অমাবস্যা কবে? কখন শুরু-কখন শেষ ভাদ্র অমাবস্যা তিথি? ঠিক কোন সময়ে পুজো দিলে সর্বাধিক পুণ্যলাভ? পুজোর সঠিক নিয়ম জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kaushiki Amavasya 2025: ২০২৫ সালের কৌশিকী অমাবস্যা পালিত হবে ৫ ভাদ্র, শুক্রবার, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে।
advertisement
*ধর্মীয় বিশ্বাস অনুসারে, অমাবস্যার দিনে আমাদের পূর্বপুরুষরা অন্য জগৎ থেকে পৃথিবীতে আসেন। এই দিনে শ্রাদ্ধ ও তর্পণ করলে পিতৃপুরুষরা প্রসন্ন হন এবং তাঁদের আশীর্বাদ লাভ হয়। এই দিনে দান করাও খুব শুভ বলে মনে করা হয়। পূর্বপুরুষদের আত্মাকে তুষ্ট করার জন্য খাদ্য, বস্ত্র এবং অর্থ দান করা হয়, যা পরিবারের সুখ, সমৃদ্ধি এবং শান্তির জন্য সহায়ক। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। কোন সময় আপনি পুজো দিলে আপনার মঙ্গল হবে। এ বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত জানান, আমাবস্যা শুরু হওয়ার মুহূর্তে সূর্যের প্রখর তাপ ওঠার আগেই পুজো দিলে মা তারা আশীর্বাদ থাকবে আপনার সঙ্গে। আর যদি সেটা না পারেন, তাহলে সন্ধ্যার বিশেষ সময়ে বাড়ির ঠাকুরকে সন্ধ্যা দেখান বা যে কোনও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*বলা হয়, এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি, নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তাঁর ইচ্ছেমতো বিশেষ শক্তিসাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করে বাঞ্ছিত ধামে চলে যান। সংগৃহীত ছবি।
advertisement
*বীরভূমের রয়েছে মোট পাঁচটি সতীপীঠ। পাঁচ সতীপীঠ ছাড়াও রয়েছে একটি সিদ্ধপীঠ, যার নাম তারাপীঠ। এমনিতে প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দির চত্বরে প্রায় কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটে। তবে তারাপীঠের সবচেয়ে মেগা উৎসব হল ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যা। আর এই কৌশিক অমাবস্যার দিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকেরাও ছুটে আসেন এই তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য। সংগৃহীত ছবি।
advertisement
*ভক্তদের বিশ্বাস, ভাদ্র মাসের এই আমাবস্যার একদিন মা তারার কাছে এসে কোন প্রার্থনা করলে মা তারা অবশ্যই ভক্তর সেই মনস্কামনা পূর্ণ করেন। আর সেই কারণেই প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে এই তারাপীঠ চত্বরজুড়ে। অমাবস্যা উপলক্ষে সাজ সাজ রব হয়ে ওঠে গোটা চত্বরে। ভিড় সামাল দিতে প্রায় প্রত্যেক হাজার হাজার পুলিশ কর্মী নিযুক্ত থাকেন। পাশাপাশি থাকে মাইকিং এবং ভক্তদের যেন কোনও ভাবে অসুবিধা না হয় সেই কারণে প্রশাসনের তরফ থেকে সব রকম সুযোগ-সুবিধা প্রদান করা হয়। সংগৃহীত ছবি।