Kaushiki Amavasya 2023: কৌশিকী অমাবস্যার রাতে এই তিন রাশির জাতক-জাতিকাদের বড় বিপদ! জানুন জ্যোতিষীর মত!

Last Updated:
Kaushiki Amavasya 2023: ঘটতে পারে বড় বিপদ! এই তিন রাশির জাতক-জাতিকাকে করতে হবে এই বিশেষ কাজ! জানুন
1/5
কৌশিকী অমাবস্যার ভয়:  কৌশিকী অমাবস্যার রাতে অনেকেই একলা ঘরের বাইরে বের হতে ভয় পান। তাঁরা মনে করেন কোনও এক শক্তি যেন তাঁদের ক্ষতি চাইছে। আগামীকাল কৌশিকী অমাবস্যা। চন্দ্রের অবস্থান অনুযায়ী বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা মানসিক ভাবে দুর্বল বোধ করেন এদিন এবং জ্যোতিষী মতে এই তিন রাশির জাতক জাতিকারা বাড়ির বাইরে পা রাখলেই ঘটতে পারে বিপদ। (লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
কৌশিকী অমাবস্যার ভয়:  কৌশিকী অমাবস্যার রাতে অনেকেই একলা ঘরের বাইরে বের হতে ভয় পান। তাঁরা মনে করেন কোনও এক শক্তি যেন তাঁদের ক্ষতি চাইছে। আগামীকাল কৌশিকী অমাবস্যা। চন্দ্রের অবস্থান অনুযায়ী বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা মানসিক ভাবে দুর্বল বোধ করেন এদিন এবং জ্যোতিষী মতে এই তিন রাশির জাতক জাতিকারা বাড়ির বাইরে পা রাখলেই ঘটতে পারে বিপদ। (লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
2/5
কী কারণ রয়েছে এই মতবাদের? উত্তর জানালেন বাঁকুড়া জেলার জ্যোতিষী গ্রামের স্বনামধন্য জ্যোতিষী দেবব্রত চট্টোপাধ্যায়। কী কারণে মনে ভয় বাসা বাঁধে ওই দিন রাতে!  কোন কোন রাশির জাতক জাতিকাদের মনে কৌশিকী অমাবস্যার প্রভাব পড়বে তীব্র ভাবে। ঠিক কি কারণে হয় এমনটা। জানুন(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
কী কারণ রয়েছে এই মতবাদের? উত্তর জানালেন বাঁকুড়া জেলার জ্যোতিষী গ্রামের স্বনামধন্য জ্যোতিষী দেবব্রত চট্টোপাধ্যায়। কী কারণে মনে ভয় বাসা বাঁধে ওই দিন রাতে!  কোন কোন রাশির জাতক জাতিকাদের মনে কৌশিকী অমাবস্যার প্রভাব পড়বে তীব্র ভাবে। ঠিক কি কারণে হয় এমনটা। জানুন(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
3/5
 কাদের ওপরে পড়বে প্রভাব? কৌশিকী অমাবস্যার রাতে কন্যা রাশি, মিথুন রাশি এবং চন্দ্র রাশির জাতক জাতিকাদের মনে ভয়ের প্রভাব দেখা যায়। এই নির্দিষ্ট রাশির মানুষরা এদিন রাতে দুর্বল এবং অলস অনুভব করেন। মনের মধ্যে এক অজানা ভয় বাসা বাঁধে। এক প্রকার "নেগেটিভ এনার্জি" এদেরকে ছেঁকে ধরে কৌশিকী অমাবস্যার রাতে। এদেরই বিপদ সবচেয়ে বেশি থাকে এদিন রাতে।(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
কাদের ওপরে পড়বে প্রভাব? কৌশিকী অমাবস্যার রাতে কন্যা রাশি, মিথুন রাশি এবং চন্দ্র রাশির জাতক জাতিকাদের মনে ভয়ের প্রভাব দেখা যায়। এই নির্দিষ্ট রাশির মানুষরা এদিন রাতে দুর্বল এবং অলস অনুভব করেন। মনের মধ্যে এক অজানা ভয় বাসা বাঁধে। এক প্রকার "নেগেটিভ এনার্জি" এদেরকে ছেঁকে ধরে কৌশিকী অমাবস্যার রাতে। এদেরই বিপদ সবচেয়ে বেশি থাকে এদিন রাতে।(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
4/5
কেন হয় এই অনুভূতি? তিনি জানান যে এই পুরোটাই হয় চন্দ্রের অবস্থানের কারণে। চন্দ্রের অবস্থানের হেরফের হলেই ঘটে যায় মানসিক অশান্তি। মিথুন রাশি এবং কন্যা রাশির উপর সব থেকে বেশি জোড় বুধের। এদিকে বুধের সঙ্গে চন্দ্রের চরম শত্রুতা। ফলেই এদিন রাতে চন্দ্র অত্যন্ত দুর্বল থাকে মিথুন রাশি এবং কন্যা রাশির জাতক-জাতিকাদের। অপরদিকে বৃশ্চিক রাশির চন্দ্র নিম্নস্থ অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্রের অবস্থান সবসময় নিচে।(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
কেন হয় এই অনুভূতি? তিনি জানান যে এই পুরোটাই হয় চন্দ্রের অবস্থানের কারণে। চন্দ্রের অবস্থানের হেরফের হলেই ঘটে যায় মানসিক অশান্তি। মিথুন রাশি এবং কন্যা রাশির উপর সব থেকে বেশি জোড় বুধের। এদিকে বুধের সঙ্গে চন্দ্রের চরম শত্রুতা। ফলেই এদিন রাতে চন্দ্র অত্যন্ত দুর্বল থাকে মিথুন রাশি এবং কন্যা রাশির জাতক-জাতিকাদের। অপরদিকে বৃশ্চিক রাশির চন্দ্র নিম্নস্থ অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্রের অবস্থান সবসময় নিচে।(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
5/5
 বাকি জাতক-জাতিকাদের কী করা উচিত? এক্ষেত্রে জ্যোতিষী জানান যে অন্যান্য রাশির জাতক-জাতিকারা মনে বল নিয়ে বাইরে যেতেই পারেন। সেক্ষেত্রে বিশেষ ক্ষতির আশঙ্কা নেই। তবে শাস্ত্র অনুযায়ী কৌশিকী অমাবস্যার রাতে একলা বাইরে না বেরোনোই ভাল।(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
বাকি জাতক-জাতিকাদের কী করা উচিত? এক্ষেত্রে জ্যোতিষী জানান যে অন্যান্য রাশির জাতক-জাতিকারা মনে বল নিয়ে বাইরে যেতেই পারেন। সেক্ষেত্রে বিশেষ ক্ষতির আশঙ্কা নেই। তবে শাস্ত্র অনুযায়ী কৌশিকী অমাবস্যার রাতে একলা বাইরে না বেরোনোই ভাল।(লেখা ও ছবি: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
advertisement
advertisement