Kali Puja Bhoot Chaturdashi: ভূত চতুর্দশীতে ১৪ শাক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালানোর নেপথ্যে কী কারণ? জীবনে বড় প্রভাব এই প্রদীপের! জানুন

Last Updated:
Kali Puja Bhoot Chaturdashi: দীপাবলি উৎসবের অন্যতম অংশ হল ভূত চতুর্দশী৷ সাধারণত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পার্বণ পালিত হয়৷ এ বছর ভূত চতুর্দশী পালিত হবে ১৯ অক্টোবর, রবিবার৷
1/7
দীপাবলি উৎসবের অন্যতম অংশ হল ভূত চতুর্দশী৷ সাধারণত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পার্বণ পালিত হয়৷ এ বছর ভূত চতুর্দশী পালিত হবে ১৯ অক্টোবর, রবিবার৷
দীপাবলি উৎসবের অন্যতম অংশ হল ভূত চতুর্দশী৷ সাধারণত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পার্বণ পালিত হয়৷ এ বছর ভূত চতুর্দশী পালিত হবে ১৯ অক্টোবর, রবিবার৷
advertisement
2/7
এই তিথির সময়কাল কখন? কোথায় কীভাবে ১৪ বাতি প্রজ্বলন করবেন? জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷ মনে করা হয় এই রীতি পালন করলে অভাব দুঃখ কষ্ট দূর হয়৷ আসে অর্থবর্ষা ও সুখের জোয়ার৷
এই তিথির সময়কাল কখন? কোথায় কীভাবে ১৪ বাতি প্রজ্বলন করবেন? জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷ মনে করা হয় এই রীতি পালন করলে অভাব দুঃখ কষ্ট দূর হয়৷ আসে অর্থবর্ষা ও সুখের জোয়ার৷
advertisement
3/7
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ভূত চতুর্দশী তিথি শুরু হবে রবিবার দুপুর ১টা ৫৩ মিনিটে। থাকবে সোমবার দুপুর ৩টে ৪৫ মিনিট পর্যন্ত৷ গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী ভূত চতুর্দশী তিথি শুরু হবে রবিবার দুপুর ১টা ৫২ মিনিট ৪০ সেকেন্ডে। থাকবে সোমবার দুপুর ২টো ৫৫ মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ভূত চতুর্দশী তিথি শুরু হবে রবিবার দুপুর ১টা ৫৩ মিনিটে। থাকবে সোমবার দুপুর ৩টে ৪৫ মিনিট পর্যন্ত৷ গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী ভূত চতুর্দশী তিথি শুরু হবে রবিবার দুপুর ১টা ৫২ মিনিট ৪০ সেকেন্ডে। থাকবে সোমবার দুপুর ২টো ৫৫ মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত।
advertisement
4/7
নেতিবাচক শক্তিকে দূর করার জন্য বাড়ির চারিদিকে জ্বালানো হয় প্রদীপ। পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ, এই পাঁচকে সম্মান জানিয়ে জ্বালানো হয় ১৪ প্রদীপ।
নেতিবাচক শক্তিকে দূর করার জন্য বাড়ির চারিদিকে জ্বালানো হয় প্রদীপ। পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ, এই পাঁচকে সম্মান জানিয়ে জ্বালানো হয় ১৪ প্রদীপ।
advertisement
5/7
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, ভূত মানে এখানে বোঝানো হয়েছে মানব শরীর থেকে আরম্ভ করে সমস্ত জগত যাদের দ্বারা সৃষ্টি হয়েছে সেই ক্ষিতি, অপ, তেজ, মরূৎ ও ব্যোম-এই পঞ্চভূতকেই। তাদের সম্মান জানাতেই প্রচলিত হয় ভূত চতুর্দশীতে ১৪ প্রদীপ জ্বালানোর রীতি।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, ভূত মানে এখানে বোঝানো হয়েছে মানব শরীর থেকে আরম্ভ করে সমস্ত জগত যাদের দ্বারা সৃষ্টি হয়েছে সেই ক্ষিতি, অপ, তেজ, মরূৎ ও ব্যোম-এই পঞ্চভূতকেই। তাদের সম্মান জানাতেই প্রচলিত হয় ভূত চতুর্দশীতে ১৪ প্রদীপ জ্বালানোর রীতি।
advertisement
6/7
১৪টি ভুবনের মধ্যে যার, সাতটি স্বর্গ ও সাতটি পাতাল। মাটির ওপরে থাকা সাতটি স্বর্গ হল ভূঃ, ভুবঃ, স্বঃ, জনঃ, মহঃ, তপঃ ও সত্য।
১৪টি ভুবনের মধ্যে যার, সাতটি স্বর্গ ও সাতটি পাতাল। মাটির ওপরে থাকা সাতটি স্বর্গ হল ভূঃ, ভুবঃ, স্বঃ, জনঃ, মহঃ, তপঃ ও সত্য।
advertisement
7/7
অন্যদিকে মাটির নিচে থাকা সপ্তলোক হল অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। ভূত-প্রেত বাড়িতে প্রবেশ যাতে না করতে পারে তা নিশ্চিত করতেই জ্বালানো হয় ১৪ প্রদীপ।
অন্যদিকে মাটির নিচে থাকা সপ্তলোক হল অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। ভূত-প্রেত বাড়িতে প্রবেশ যাতে না করতে পারে তা নিশ্চিত করতেই জ্বালানো হয় ১৪ প্রদীপ।
advertisement
advertisement
advertisement