বৃহস্পতি-শুক্রের মিলনে মালামাল চার রাশি! দেবগুরুর কৃপায় জীবনে বাম্পার লাভ! কাদের কাদের 'গোল্ডেন টাইম'?

Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষ হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হন। প্রায় ১২ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি। আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে। বৈদিক জ্যোতিষ অনুসারে সময় ভাল চললে বলা হয়ে থাকে যে তাঁর বৃহস্পতি তুঙ্গে রয়েছে। অন্যদিকে, শুক্র হল সম্পদ, সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য্য এবং বিলাসের কারক গ্রহ। শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবন, সমস্ত খাতেই প্রভাব পড়ে।
1/8
 জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তনও ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বদল আনতে পারে। আবার কখনও কখনও একাধিক গ্রহের সংযোগে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। ঠিক যেমন বৃহস্পতি-শুক্রের মিলন চার রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে চলেছে।
জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তনও ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বদল আনতে পারে। আবার কখনও কখনও একাধিক গ্রহের সংযোগে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। ঠিক যেমন বৃহস্পতি-শুক্রের মিলন চার রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে চলেছে।
advertisement
2/8
এমনই একটি শুভ যুগলবন্দী ২৮ জুলাই হতে চলেছে। এই মহামিলনের ফলে শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগের সৃষ্টি হতে চলেছে। এর প্রভাবের কারণে আড়াই দিন পর্যন্ত ৩ রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। তাদের প্রতিটি ক্ষেত্রে সফলতা পাওয়ার যোগ রয়েছে।
এই প্রসঙ্গে জ্যোতিষ হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হন। প্রায় ১২ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি। আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে। বৈদিক জ্যোতিষ অনুসারে সময় ভাল চললে বলা হয়ে থাকে যে তাঁর বৃহস্পতি তুঙ্গে রয়েছে। অন্যদিকে, শুক্র হল সম্পদ, সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য্য এবং বিলাসের কারক গ্রহ। শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবন, সমস্ত খাতেই প্রভাব পড়ে।
advertisement
3/8
বৈদিক শাস্ত্র অনুযায়ী, চন্দ্রকে সবচেয়ে দ্রুতগামী গ্রহ হিসেবে গণ্য করা হয়। বলা হয় যে চন্দ্র কোনও রাশিতে মাত্র আড়াই দিনই থাকে। এই সময় তাদের কোনও না কোনও রাশির সঙ্গে যুগলবন্দী হয়, যার ফলে শুভ বা অশুভ যোগের সৃষ্টি হয়।
বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে। গত ২৬ জুলাই শুক্রও মিথুন রাশিতে প্রবেশ করেছেন। ফলে প্রায় বহু বছর পর মিথুনে গুরু-শুক্রের মহামিলনে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে। আর এই রাজযোগ ২১ আগস্ট পর্যন্ত থাকবে। এর ফলেই এই সময়কালে ভাগ্যের চাকা ঘুরবে চার রাশির। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
advertisement
4/8
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
মিথুন: বৃহস্পতি-শুক্রের সংযোগে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে দুশ্চিন্তা দূর হবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। শেয়ার বাজারে অর্থ লগ্নির সুযোগ হাতছাড়া করবেন না। দাম্পত্যে সুখ থাকবে৷ সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/8
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ প্রভাব ফেলবে গজলক্ষ্মী রাজযোগ। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। লটারি জেতার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে জীবন আরও সুরক্ষিত হতে পারে। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।দাম্পত্যের সমস্যা মিটবে৷ সন্তানের স্বাস্থ্য ভাল থাকবে।
advertisement
6/8
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্য ভাল সময় আনবে মহালক্ষ্মী যোগ। এই যোগের প্রভাবে কেরিয়ারে বড় সাফল্য পেতে পারেন। এই সময়ে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে।
তুলা: বৃহস্পতি-শুক্রের প্রভাবে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। আয়ের নতুন উৎসের সন্ধানে পাওয়ায় আর্থিক পরিস্থিতি বদলে যেতে পারে। শেয়ার বাজারে অর্থ লগ্নি করলে ভবিষ্যতে লাভ পাবেন। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে। যার সঙ্গে পরিচিতির কারণে আগামি দিনে পেশাগত জীবনে লাভবান হবেন। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। প্রেমজীবনে সুখ থাকবে।
advertisement
7/8
লটারি ভাগ্য, লটারি যোগ, লটারি সংখ্যা, লটারি, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
কুম্ভ: দেবগুরু ও শুক্রের যুতিতে কুম্ভ রাশির অর্থভাগ্য বদলাবে। অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন। লটারি কাটলে কিংবা বড় বিনিয়োগ করলেও লাভবান হবেন। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। ঋণের বোঝা কমবে। আয়ের নতুন খোঁজ পেতে পারেন। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারে জমি-সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement