বৃহস্পতি-শুক্রের মিলনে মালামাল চার রাশি! দেবগুরুর কৃপায় জীবনে বাম্পার লাভ! কাদের কাদের 'গোল্ডেন টাইম'?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষ হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হন। প্রায় ১২ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি। আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে। বৈদিক জ্যোতিষ অনুসারে সময় ভাল চললে বলা হয়ে থাকে যে তাঁর বৃহস্পতি তুঙ্গে রয়েছে। অন্যদিকে, শুক্র হল সম্পদ, সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য্য এবং বিলাসের কারক গ্রহ। শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবন, সমস্ত খাতেই প্রভাব পড়ে।
জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তনও ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বদল আনতে পারে। আবার কখনও কখনও একাধিক গ্রহের সংযোগে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। ঠিক যেমন বৃহস্পতি-শুক্রের মিলন চার রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে চলেছে।
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষ হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হন। প্রায় ১২ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি। আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে। বৈদিক জ্যোতিষ অনুসারে সময় ভাল চললে বলা হয়ে থাকে যে তাঁর বৃহস্পতি তুঙ্গে রয়েছে। অন্যদিকে, শুক্র হল সম্পদ, সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য্য এবং বিলাসের কারক গ্রহ। শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবন, সমস্ত খাতেই প্রভাব পড়ে।
advertisement
বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে। গত ২৬ জুলাই শুক্রও মিথুন রাশিতে প্রবেশ করেছেন। ফলে প্রায় বহু বছর পর মিথুনে গুরু-শুক্রের মহামিলনে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে। আর এই রাজযোগ ২১ আগস্ট পর্যন্ত থাকবে। এর ফলেই এই সময়কালে ভাগ্যের চাকা ঘুরবে চার রাশির। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
advertisement
মিথুন: বৃহস্পতি-শুক্রের সংযোগে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে দুশ্চিন্তা দূর হবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। শেয়ার বাজারে অর্থ লগ্নির সুযোগ হাতছাড়া করবেন না। দাম্পত্যে সুখ থাকবে৷ সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ প্রভাব ফেলবে গজলক্ষ্মী রাজযোগ। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। লটারি জেতার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে জীবন আরও সুরক্ষিত হতে পারে। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।দাম্পত্যের সমস্যা মিটবে৷ সন্তানের স্বাস্থ্য ভাল থাকবে।
advertisement
তুলা: বৃহস্পতি-শুক্রের প্রভাবে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। আয়ের নতুন উৎসের সন্ধানে পাওয়ায় আর্থিক পরিস্থিতি বদলে যেতে পারে। শেয়ার বাজারে অর্থ লগ্নি করলে ভবিষ্যতে লাভ পাবেন। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে। যার সঙ্গে পরিচিতির কারণে আগামি দিনে পেশাগত জীবনে লাভবান হবেন। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। প্রেমজীবনে সুখ থাকবে।
advertisement
কুম্ভ: দেবগুরু ও শুক্রের যুতিতে কুম্ভ রাশির অর্থভাগ্য বদলাবে। অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন। লটারি কাটলে কিংবা বড় বিনিয়োগ করলেও লাভবান হবেন। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। ঋণের বোঝা কমবে। আয়ের নতুন খোঁজ পেতে পারেন। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারে জমি-সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে।
advertisement