Krishna Janmashtami 2024: কৃষ্ণের ৫২৫১-তম জন্মদিনে বিরল রাজযোগ, 'এই' ৪৫ মিনিটের মধ্যে পুজো করলেই কপাল ফিরবে, জন্মাষ্টমীতে এই প্রথমবার ঘটছে অবিশ্বাস্য দুর্লভ ঘটনা...!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Krishna Janmashtami 2024: জ্যোতিষী রাকেশ চতুর্বেদী জানিয়েছেন, এ বছরও জন্মাষ্টমীর দিন চন্দ্র থাকবে বৃষ রাশিতে এবং রোহিণী নক্ষত্রে। এছাড়াও সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ এবং শশ রাজযোগও গঠিত হচ্ছে। এইভাবে, এই জন্মাষ্টমীতে ভগবান শ্রী কৃষ্ণ ৫২৫০ বছর পূর্ণ করে ৫২৫১-তম বছরে পদার্পণ করবেন।
advertisement
২৬ আগস্ট মধ্যরাতে ১২টা ০১ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এই সন্ধিক্ষণে পুজো করলে ভক্তদের সব মনোবাঞ্ছা পূরণ হবে। ২০২৪ সালের কৃষ্ণ জন্মাষ্টমীতে কোন যোগ তৈরি হচ্ছে? শুভ সময় কখন? কোন যুগে এমন কাকতালীয় ঘটনা ঘটেছিল? প্রতাপ বিহার গাজিয়াবাদের জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ রাকেশ চতুর্বেদী এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন৷
advertisement
জ্যোতিষী বলছেন, এবার জন্মাষ্টমীতে বৃহস্পতি চন্দ্র ও বৃষ রাশির মিলনে গজকেশরী যোগ তৈরি করছে। এই যোগ অত্যন্ত শুভ। এমন পরিস্থিতিতে জয়ন্তী যোগ, বাব করণ, বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্রের সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগের সংমিশ্রণ কৃষ্ণ জন্মাষ্টমীকে আরও বিশেষ করে তুলছে। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় একই রকম কাকতালীয় ঘটনা ঘটেছিল।
advertisement
advertisement
advertisement
advertisement