Janmashtami 2024 Date: জন্মাষ্টমীতে তৈরি হচ্ছে বিরল রাজযোগ! এবছর কবে পড়েছে? জেনে নিন পুজোর তারিখ-তিথি, শুভক্ষণ ও নির্ঘণ্ট
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Janmashtami 2024 Date: এবছর শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী কবে পড়েছে৷ জন্মাষ্টমীর পুজোর তারিখ-তিথি, শুভক্ষণ ও নির্ঘণ্ট জেনে নিন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভগবান শ্রী কৃষ্ণ বৃষ রাশির চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। এই বছরও শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র ২৭ অগাস্ট বিকেল ০৩:৫৫ থেকে ০৩:৩৮ পর্যন্ত থাকবে। সর্বার্থ সিদ্ধি যোগও ২৬ শে অগাস্ট জন্মাষ্টমীর দিনে গঠিত হবে। সেই দিন, সর্বার্থ সিদ্ধি যোগ হবে ২৭ অগাস্ট বিকেল ০৩.৫৫ থেকে ০৫:৫৭ পর্যন্ত থাকবে।
advertisement
advertisement