Vastu Tips: প্রত্যেক বাড়িতেই থাকে এই গাছ, কিন্তু কোন দিকে বসালে মেলে লাভ? না জানলে ক্ষতিও হতে পারে কিন্তু

Last Updated:
Vastu Tips: যদি আপনার ব্যবসায় কোনও সমস্যা দেখা দেয় বা আপনার কাজ যদি প্রায়শই বিফল হয়ে যায়, তবে সূর্য দেবতাকে জবা ফুলের অর্ঘ্য নিবেদন করলে সুফল পাওয়া যায়
1/9
জবা ফুলের গুরুত্ব বাঙালিদের কাছে নতুন করা বলার নয়৷ বাড়ির উঠোনে যদি এক চিলতে মাটি থাকে, তাহলেও সেখানে আমরা জবা ফুলের গাছ লাগিয়ে থাকি৷ এই ফুল ঈশ্বরের প্রিয়৷ কিন্তু, বাড়ির কোন দিকে জবা গাছ লাগালে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়, তা আমরা অনেকেই জানি না৷
জবা ফুলের গুরুত্ব বাঙালিদের কাছে নতুন করা বলার নয়৷ বাড়ির উঠোনে যদি এক চিলতে মাটি থাকে, তাহলেও সেখানে আমরা জবা ফুলের গাছ লাগিয়ে থাকি৷ এই ফুল ঈশ্বরের প্রিয়৷ কিন্তু, বাড়ির কোন দিকে জবা গাছ লাগালে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়, তা আমরা অনেকেই জানি না৷
advertisement
2/9
বাস্তুশাস্ত্রে বাস্তুভিটের গাছ-গাছালিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাস্তুমতে, বাড়িতে নির্দিষ্ট ধরনের ফুলগাছ লাগালে আমাদের গ্রহগুলি শক্তিশালী হয়। সংসারে সমৃদ্ধি আসে।
বাস্তুশাস্ত্রে বাস্তুভিটের গাছ-গাছালিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাস্তুমতে, বাড়িতে নির্দিষ্ট ধরনের ফুলগাছ লাগালে আমাদের গ্রহগুলি শক্তিশালী হয়। সংসারে সমৃদ্ধি আসে।
advertisement
3/9
বাস্তুমতে জবা ফুল অত্যন্ত শুভ৷ এই ফুল মা লক্ষ্মীর খুব প্রিয়। বাড়িতে এই ফুল থাকলে সংসারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হয়৷
বাস্তুমতে জবা ফুল অত্যন্ত শুভ৷ এই ফুল মা লক্ষ্মীর খুব প্রিয়। বাড়িতে এই ফুল থাকলে সংসারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হয়৷
advertisement
4/9
জবাকে মঙ্গল দোষ বিনাশক বলা হয়৷ এই গাছ উদ্ভিদও মঙ্গল দোষ কাটায়। আপনার কুষ্ঠিতে যদি মঙ্গল দুর্বল থাকে, তাহলে এই গাছ বাড়িতে রোপণ করা আপনার জন্য অত্যন্ত উপকারী৷ যাদের বিবাহে বিলম্ব হচ্ছে তাঁদেরও বাড়িতে জবা গাছের ফুলের চারা রোপণ করা উচিত।
জবাকে মঙ্গল দোষ বিনাশক বলা হয়৷ এই গাছ উদ্ভিদও মঙ্গল দোষ কাটায়। আপনার কুষ্ঠিতে যদি মঙ্গল দুর্বল থাকে, তাহলে এই গাছ বাড়িতে রোপণ করা আপনার জন্য অত্যন্ত উপকারী৷ যাদের বিবাহে বিলম্ব হচ্ছে তাঁদেরও বাড়িতে জবা গাছের ফুলের চারা রোপণ করা উচিত।
advertisement
5/9
কারও যদি আর্থিক সমস্যা থাকে, তবে তাও দূর করে জবা৷
কারও যদি আর্থিক সমস্যা থাকে, তবে তাও দূর করে জবা৷
advertisement
6/9
বাস্তু অনুসারে, মা লক্ষ্মীকে জবা ফুল নিবেদন করলে, বাড়ির সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হয়৷ ধন-সম্পদের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। (আপনার যদি অনেক আর্থিক সমস্যা থাকলে বাড়িতে এই ফুলের চারা বসানো উচিত)
বাস্তু অনুসারে, মা লক্ষ্মীকে জবা ফুল নিবেদন করলে, বাড়ির সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হয়৷ ধন-সম্পদের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। (আপনার যদি অনেক আর্থিক সমস্যা থাকলে বাড়িতে এই ফুলের চারা বসানো উচিত)
advertisement
7/9
বাস্তুশাস্ত্রে বলা হয় যে, বাড়িতে জবা গাছ লাগালে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না৷ সংসারে সবসময় পজিটিভ শক্তি বিরাজ করে৷
বাস্তুশাস্ত্রে বলা হয় যে, বাড়িতে জবা গাছ লাগালে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না৷ সংসারে সবসময় পজিটিভ শক্তি বিরাজ করে৷
advertisement
8/9
আপনার কুষ্ঠিতে যদি সূর্যের অবস্থান দুর্বল হয়, সেক্ষেত্রে, অবশ্যই আপনার বাড়িতে জবা ফুলের গাছ লাগানো উচিত৷ বাড়ির পূর্ব দিকে জবা গাছ লাগালে সেই দোষ কেটে যায়। বাড়ির পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক সবসময় সুদৃঢ় হয়।
আপনার কুষ্ঠিতে যদি সূর্যের অবস্থান দুর্বল হয়, সেক্ষেত্রে, অবশ্যই আপনার বাড়িতে জবা ফুলের গাছ লাগানো উচিত৷ বাড়ির পূর্ব দিকে জবা গাছ লাগালে সেই দোষ কেটে যায়। বাড়ির পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক সবসময় সুদৃঢ় হয়।
advertisement
9/9
যদি আপনার ব্যবসায় কোনও সমস্যা দেখা দেয় বা আপনার কাজ যদি প্রায়শই বিফল হয়ে যায়, তবে সূর্য দেবতাকে জবা ফুলের অর্ঘ্য নিবেদন করলে সুফল পাওয়া যায়। ( Disclaimer : This story is based on public belief and information available on the internet. News 18 has not verified it. There is no evidence.)
যদি আপনার ব্যবসায় কোনও সমস্যা দেখা দেয় বা আপনার কাজ যদি প্রায়শই বিফল হয়ে যায়, তবে সূর্য দেবতাকে জবা ফুলের অর্ঘ্য নিবেদন করলে সুফল পাওয়া যায়। ( Disclaimer : This story is based on public belief and information available on the internet. News 18 has not verified it. There is no evidence.)
advertisement
advertisement
advertisement