Sawan 2025 Rituals: শ্রাবণ মাস শুরুর আগেই উঠোনে বসিয়ে দিন 'এই' গাছের চারা, সংসারে উথলে পড়বে সুখ-সমৃদ্ধি, জীবনে অর্থের অভাব হবে না
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sawan 2025 Rituals: শ্রাবণ মাস শুরু হতে চলেছে। এ মাসে চারিদিকে শিবভক্তি ও ধর্মের পরিবেশ বিরাজ করে। এই সময়ে, বেলপাতার চাহিদা সর্বাধিক থাকে কারণ এটি ভগবান শিবকে দেওয়া সবচেয়ে পবিত্র দান হিসাবে বিবেচিত হয়।
*শ্রাবণ মাস (শ্রাবণ 2025) শুরু হতে চলেছে। এ মাসে চারিদিকে শিবভক্তি ও ধর্মের পরিবেশ বিরাজ করে। এই সময়ে, বেলপাতার চাহিদা সর্বাধিক থাকে কারণ এটি ভগবান শিবকে দেওয়া সবচেয়ে পবিত্র দান হিসাবে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, বেলগাছটি মা পার্বতীর ঘাম থেকে উদ্ভূত হয় এবং তার তিনটি পাতাকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের রূপ হিসাবে বিবেচনা করা হয়।
advertisement
advertisement
*বেল গাছ রোপণ করা সহজ এবং সফলভাবে একটি কুণ্ডে বা টবেও জন্মানো যায়। এইজন্য প্রথমে একটা বেল নিয়ে, তার শাঁস তুলে বীজ আলাদা করে নিন। বীজগুলি ভাল করে ধুয়ে শুকিয়ে নিন। এবার একটি পাত্রে দোআঁশ বা বেলে মাটি ভরে তাতে কিছু জৈব সার মেশান। তারপর তাতে বেলের বীজ বপন করুন। খেয়াল রাখবেন বীজটি যেন মাটির একটু গভীরে চেপে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement