তুখোড় যৌন আবেদন, সৌন্দর্যও নজরকাড়া! নিজের রাশি অনুযায়ি লিপস্টিকের শেড বাছলেই হবে কামাল

Last Updated:
Horoscope and Lipstick: লিপস্টিকের কোন শেড রাশি অনুযায়ী একেবারে যথাযথ?
1/13
#নয়াদিল্লি: রাশি তার জাতক-জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য যাচাইয়ের হাতিয়ার। এর উপর ভিত্তি করেই গড়ে ওঠে ব্যক্তিত্ব, আবেদনের মানদণ্ড। সেই নিক্তিতে এবার দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী লিপস্টিকের কেমন শেড বেছে নিলে অন্যদের নজর ফেরানো দায় হবে!
#নয়াদিল্লি: রাশি তার জাতক-জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য যাচাইয়ের হাতিয়ার। এর উপর ভিত্তি করেই গড়ে ওঠে ব্যক্তিত্ব, আবেদনের মানদণ্ড। সেই নিক্তিতে এবার দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী লিপস্টিকের কেমন শেড বেছে নিলে অন্যদের নজর ফেরানো দায় হবে!
advertisement
2/13
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯ এঁরা খুব দৃঢ় প্রতিজ্ঞ এবং বলিষ্ঠ চরিত্রের অধিকারী হন, তাই এঁদের জন্য সেরা লিপস্টিক হল লাল রঙের।
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯ এঁরা খুব দৃঢ় প্রতিজ্ঞ এবং বলিষ্ঠ চরিত্রের অধিকারী হন, তাই এঁদের জন্য সেরা লিপস্টিক হল লাল রঙের।
advertisement
3/13
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০ বৃষ রাশি মাটির কাছাকাছি থাকতে পছন্দ করে। তাই এঁদের লিপস্টিকে দরকার উষ্ণতা। বৃষ রাশির জাতিকারা বেছে নিতে পারেন কোকো শেডের লিপস্টিক।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০ বৃষ রাশি মাটির কাছাকাছি থাকতে পছন্দ করে। তাই এঁদের লিপস্টিকে দরকার উষ্ণতা। বৃষ রাশির জাতিকারা বেছে নিতে পারেন কোকো শেডের লিপস্টিক।
advertisement
4/13
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০ গোলাপি বা লালের মতো রঙ, যা সবাই ব্যবহার করে, সেটা মিথুন রাশির পছন্দ হয় না। এঁরা সব সময় আলাদা কিছু করতে চান। তাই এই রাশির চাই পিচ রঙা লিপস্টিক।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০ গোলাপি বা লালের মতো রঙ, যা সবাই ব্যবহার করে, সেটা মিথুন রাশির পছন্দ হয় না। এঁরা সব সময় আলাদা কিছু করতে চান। তাই এই রাশির চাই পিচ রঙা লিপস্টিক।
advertisement
5/13
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২ কর্কট রাশি হয় স্বভাবে অনুভূতিপ্রবণ এবং আবেগপ্রবণ। এঁরা যেখানেই উপস্থিত থাকেন, সেখানে একটা পজিটিভ আবহাওয়া তৈরি হয়। তার সঙ্গে পাল্লা দিয়েই এঁদের পছন্দ হল হালকা গোলাপি রঙের লিপস্টিক।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২ কর্কট রাশি হয় স্বভাবে অনুভূতিপ্রবণ এবং আবেগপ্রবণ। এঁরা যেখানেই উপস্থিত থাকেন, সেখানে একটা পজিটিভ আবহাওয়া তৈরি হয়। তার সঙ্গে পাল্লা দিয়েই এঁদের পছন্দ হল হালকা গোলাপি রঙের লিপস্টিক।
advertisement
6/13
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২ সিংহ হল বনের রাজা। তাই যাঁদের সিংহ রাশি, তাঁরা সবাইকে নিজের হাতের মুঠোয় রাখতে ভালোবাসেন। চারপাশের লোকজন তাঁদের নামে কী বলল এতে এই রাশির কিছু যায় আসে না। এঁরা পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন এবং উজ্বল সোনালি রঙ এঁদেরকে আত্মবিশ্বাস যোগায়।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২ সিংহ হল বনের রাজা। তাই যাঁদের সিংহ রাশি, তাঁরা সবাইকে নিজের হাতের মুঠোয় রাখতে ভালোবাসেন। চারপাশের লোকজন তাঁদের নামে কী বলল এতে এই রাশির কিছু যায় আসে না। এঁরা পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন এবং উজ্বল সোনালি রঙ এঁদেরকে আত্মবিশ্বাস যোগায়।
advertisement
7/13
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২ কন্যারাশির জাতিকারা খুব সৎ হন। এঁরা সাজগোজের ক্ষেত্রে বেশি জাঁকজমক পছন্দ করেন না। এঁদের স্বচ্ছ চরিত্রের সঙ্গে কমলা রঙ ভালো মানায়।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২ কন্যারাশির জাতিকারা খুব সৎ হন। এঁরা সাজগোজের ক্ষেত্রে বেশি জাঁকজমক পছন্দ করেন না। এঁদের স্বচ্ছ চরিত্রের সঙ্গে কমলা রঙ ভালো মানায়।
advertisement
8/13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২ অকারণে কোনও কিছু নিয়ে পরীক্ষা করা বা ছক ভাঙা কিছু করা তুলা রাশির পোষায় না। এঁরা সব কিছুতে সমতা রাখা পছন্দ করেন এবং সর্বদা খুশি থাকেন। এঁদের জন্য নরম শেডের কোরাল রঙ পারফেক্ট।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২ অকারণে কোনও কিছু নিয়ে পরীক্ষা করা বা ছক ভাঙা কিছু করা তুলা রাশির পোষায় না। এঁরা সব কিছুতে সমতা রাখা পছন্দ করেন এবং সর্বদা খুশি থাকেন। এঁদের জন্য নরম শেডের কোরাল রঙ পারফেক্ট।
advertisement
9/13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পছন্দ করেন বৃশ্চিক রাশি। তাই এঁরা বেছে নিতে পারেন বেগুনি বা পার্পল রঙ।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পছন্দ করেন বৃশ্চিক রাশি। তাই এঁরা বেছে নিতে পারেন বেগুনি বা পার্পল রঙ।
advertisement
10/13
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১ ভিড় থেকে আলাদা থাকতে ভালোবাসে ধনু। এঁদের জন্য সেরা হল প্লাম শেড।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১ ভিড় থেকে আলাদা থাকতে ভালোবাসে ধনু। এঁদের জন্য সেরা হল প্লাম শেড।
advertisement
11/13
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯ ফ্যাশনের ক্ষেত্রে ছক ভাঙা নয়, বরং প্রথাগত বিষয়কেই প্রাধান্য দেন মকর রাশির জাতিকারা। হালকা খয়েরি রঙ এঁদের চরিত্রের সঙ্গে তাই মিশে যায়।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯ ফ্যাশনের ক্ষেত্রে ছক ভাঙা নয়, বরং প্রথাগত বিষয়কেই প্রাধান্য দেন মকর রাশির জাতিকারা। হালকা খয়েরি রঙ এঁদের চরিত্রের সঙ্গে তাই মিশে যায়।
advertisement
12/13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮ সব কিছু নিয়ে পরীক্ষা করা এঁদের স্বভাব। এঁরা অদ্ভুত রঙ পছন্দ করেন। ফলে এঁদের পছন্দ হতে পারে নীল লিপস্টিক।কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮ সব কিছু নিয়ে পরীক্ষা করা এঁদের স্বভাব। এঁরা অদ্ভুত রঙ পছন্দ করেন। ফলে এঁদের পছন্দ হতে পারে নীল লিপস্টিক।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮ সব কিছু নিয়ে পরীক্ষা করা এঁদের স্বভাব। এঁরা অদ্ভুত রঙ পছন্দ করেন। ফলে এঁদের পছন্দ হতে পারে নীল লিপস্টিক।কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮ সব কিছু নিয়ে পরীক্ষা করা এঁদের স্বভাব। এঁরা অদ্ভুত রঙ পছন্দ করেন। ফলে এঁদের পছন্দ হতে পারে নীল লিপস্টিক।
advertisement
13/13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০ সাজগোজের ক্ষেত্রে ইতিহাস রচনা করতে চান মীন রাশি। পপ শেড এঁদের খুব পছন্দ, তাই এঁরা বেছে নিতে পারেন পপ পিঙ্ক।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০ সাজগোজের ক্ষেত্রে ইতিহাস রচনা করতে চান মীন রাশি। পপ শেড এঁদের খুব পছন্দ, তাই এঁরা বেছে নিতে পারেন পপ পিঙ্ক।
advertisement
advertisement
advertisement