Shani Sade Sati: জন্মকুণ্ডলীতেই সাড়ে সাতি? শনিদেবের কুপ্রভাব থেকে বাঁচতে মেনে চলুন কিছু উপায়!

Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শনি যখন কোনও রাশিরকে অতিক্রম করেন তখন সেই রাশি এবং তাঁর আশেপাশে থাকা রাশির উপর সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাব দেখা যায়। এই সাড়ে সাতি এবং ধাইয়া মূলত সাত বছর এবং আড়াই বছর স্থায়ী থাকে। এই সময় জাতক/জাতিকারা নিজেদের কর্মের উপর ভিত্তি করেই ফল লাভ করে থাকেন।
1/8
জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিকে সবথেকে বেশি নিষ্ঠুর গ্রহ মনে করা হয়। কারণ এই গ্রহ জাতক/জাতিকাদের তাঁদের কর্মের অনুসারে ফলপ্রদান করে থাকেন। এই জন্য শনিদেবকে ন্যায়ের দেবতা, কর্মফলদাতাও বলা হয়ে থাকে। শনি সবথেকে ধীর গতিতে চলে। এই গ্রহের একটি রাশির চক্র সম্পূর্ণ করতে মোট ৩০ বছর সময় লাগে। প্রতীকী ছবি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিকে সবথেকে বেশি নিষ্ঠুর গ্রহ মনে করা হয়। কারণ এই গ্রহ জাতক/জাতিকাদের তাঁদের কর্মের অনুসারে ফলপ্রদান করে থাকেন। এই জন্য শনিদেবকে ন্যায়ের দেবতা, কর্মফলদাতাও বলা হয়ে থাকে। শনি সবথেকে ধীর গতিতে চলে। এই গ্রহের একটি রাশির চক্র সম্পূর্ণ করতে মোট ৩০ বছর সময় লাগে। প্রতীকী ছবি
advertisement
2/8
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শনি যখন কোনও রাশিরকে অতিক্রম করেন তখন সেই রাশি এবং তাঁর আশেপাশে থাকা রাশির উপর সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাব দেখা যায়। এই সাড়ে সাতি এবং ধাইয়া মূলত সাত বছর এবং আড়াই বছর স্থায়ী থাকে। এই সময় জাতক/জাতিকারা নিজেদের কর্মের উপর ভিত্তি করেই ফল লাভ করে থাকেন। প্রতীকী ছবি
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শনি যখন কোনও রাশিরকে অতিক্রম করেন তখন সেই রাশি এবং তাঁর আশেপাশে থাকা রাশির উপর সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাব দেখা যায়। এই সাড়ে সাতি এবং ধাইয়া মূলত সাত বছর এবং আড়াই বছর স্থায়ী থাকে। এই সময় জাতক/জাতিকারা নিজেদের কর্মের উপর ভিত্তি করেই ফল লাভ করে থাকেন। প্রতীকী ছবি
advertisement
3/8
শনির সাড়ে সাতির প্রভাবশনির সাড়ে সাতির প্রভাব চলাকালীন বেশ কিছু বিষয় মাথায় রেখে চলতে হয়। কারণ এই সাড়ে সাতি কিছু কিছু মানুষের জীবনে নানা ভাবে প্রভাব ফেলে। তাই এই সময় নানান চড়াই-উতরাইয়ের সম্মুখীন হন জাতক/জাতিকারা। প্রতীকী ছবি
শনির সাড়ে সাতির প্রভাবশনির সাড়ে সাতির প্রভাব চলাকালীন বেশ কিছু বিষয় মাথায় রেখে চলতে হয়। কারণ এই সাড়ে সাতি কিছু কিছু মানুষের জীবনে নানা ভাবে প্রভাব ফেলে। তাই এই সময় নানান চড়াই-উতরাইয়ের সম্মুখীন হন জাতক/জাতিকারা। প্রতীকী ছবি
advertisement
4/8
যদি আপনার কুণ্ডলীতে সাড়ে সাতি যোগ থাকে তবে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন আপনাকে মেনে চলতে হবে বেশ কিছু বিশেষ বিষয়। যদি তা না মানেন তাহলে আপনার জীবনেও নেমে আসতে পারে শনিদেবের প্রকোপ। ফলে আপনার জীবনও ছারখার হয়ে যেতে পারে। দেখে নেওয়া যাক কোন কোন বিষয় এড়িয়ে চলা শ্রেয় সাড়ে সাতি চলাকালীন। প্রতীকী ছবি
যদি আপনার কুণ্ডলীতে সাড়ে সাতি যোগ থাকে তবে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন আপনাকে মেনে চলতে হবে বেশ কিছু বিশেষ বিষয়। যদি তা না মানেন তাহলে আপনার জীবনেও নেমে আসতে পারে শনিদেবের প্রকোপ। ফলে আপনার জীবনও ছারখার হয়ে যেতে পারে। দেখে নেওয়া যাক কোন কোন বিষয় এড়িয়ে চলা শ্রেয় সাড়ে সাতি চলাকালীন। প্রতীকী ছবি
advertisement
5/8
কালো রঙয়ের কাপড় না পরামূলত, শনিদেবকে কালো রঙের বলে ধরে নেওয়া হয় ফলে কালো রঙের জামা পরলে শনিদেব প্রসন্ন হন বলেই ধরে নেওয়া যেতে পারে। কিন্তু আপনি যদি কোনও শুভ, মাঙ্গলিক কাজ করতে যান বা শনিবারে কালো কাপড় পরেন তবে তা আপনার জন্য অত্যন্ত অশুভ হতে পারে। প্রতীকী ছবি
কালো রঙয়ের কাপড় না পরামূলত, শনিদেবকে কালো রঙের বলে ধরে নেওয়া হয় ফলে কালো রঙের জামা পরলে শনিদেব প্রসন্ন হন বলেই ধরে নেওয়া যেতে পারে। কিন্তু আপনি যদি কোনও শুভ, মাঙ্গলিক কাজ করতে যান বা শনিবারে কালো কাপড় পরেন তবে তা আপনার জন্য অত্যন্ত অশুভ হতে পারে। প্রতীকী ছবি
advertisement
6/8
কুকুরদের বিরক্ত না করাশাস্ত্র অনুসারে শনিদেবের বাহন কুকুর। ফলে সাড়ে সাতি চলার সময় কুকুর কিংবা অন্য পশুদের বিরক্ত করলে তাঁর কুপ্রভাব আপনার উপরেও এসে পড়বে। তাঁর বদলে প্রতি শনিবার কোনও কালো কুকুরকে রুটি খাওয়ান মনে করা হয় এরফলে শনির সাড়ে সাতির প্রভাব কিছুটা হলেও কম হয়। প্রতীকী ছবি
কুকুরদের বিরক্ত না করাশাস্ত্র অনুসারে শনিদেবের বাহন কুকুর। ফলে সাড়ে সাতি চলার সময় কুকুর কিংবা অন্য পশুদের বিরক্ত করলে তাঁর কুপ্রভাব আপনার উপরেও এসে পড়বে। তাঁর বদলে প্রতি শনিবার কোনও কালো কুকুরকে রুটি খাওয়ান মনে করা হয় এরফলে শনির সাড়ে সাতির প্রভাব কিছুটা হলেও কম হয়। প্রতীকী ছবি
advertisement
7/8
দুঃস্থদের বিরক্ত না করাযদি আপনার কুণ্ডলীতে সাড়ে সাতি রয়েছে তাহলে কখনই কোনও দুঃস্থ কিংবা গরিব ব্যক্তিকে বিরক্ত করা উচিত না। বরং নিজের সামর্থ্য অনুযায়ী তাঁদের সাহায্য করুন। এছাড়াও আপনার থেকে বয়সে বড় কোনও ব্যক্তিকে কখনও অপমান করবেন না। প্রতীকী ছবি
দুঃস্থদের বিরক্ত না করাযদি আপনার কুণ্ডলীতে সাড়ে সাতি রয়েছে তাহলে কখনই কোনও দুঃস্থ কিংবা গরিব ব্যক্তিকে বিরক্ত করা উচিত না। বরং নিজের সামর্থ্য অনুযায়ী তাঁদের সাহায্য করুন। এছাড়াও আপনার থেকে বয়সে বড় কোনও ব্যক্তিকে কখনও অপমান করবেন না। প্রতীকী ছবি
advertisement
8/8
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
advertisement
advertisement
advertisement